Ajker Patrika

এসএসএফের সাবেক ডিজি মুজিবুরের সম্পদ ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৭: ৫৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এসএসএফের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী তাসরিন মুজিবের স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ও জাতীয় সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

আবেদন অনুযায়ী মুজিবুর রহমানের স্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৬১ লাখ ৮৫ হাজার এবং ৫০ লাখ টাকার জাতীয় সঞ্চয়পত্র রয়েছে। তাঁর স্ত্রীর ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে। এ ছাড়া মুজিবের একটি টয়োটা গাড়ি জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে, যার মূল্য ৪৪ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।

আদেশে মুজিবুর রহমানের ৩৪টি ব্যাংক ও সঞ্চয়পত্র হিসাব এবং তাসরিন মুজিবের তিনটি জাতীয় সঞ্চয়পত্র ও সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। স্থাবর সম্পদের মধ্যে ঢাকার মিরপুরের মাটিকাটা ও জোয়ারসাহারায় দুটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জে একটি আবাসিক ভবন, মিরপুর, নারায়ণগঞ্জ, সাভার, খিলক্ষেত, জোয়ারসাহারা ও ক্যান্টনমেন্ট এলাকায় ৪২.৩০ কাঠা জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, লে. জে. (অব.) মুজিবুর রহমান সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রেখেছেন, যা দুদক অনুসন্ধান করছে।

এ ছাড়া তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং করার অভিযোগ অনুসন্ধানাধীন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে মুজিবুর রহমানকে ১১ সেপ্টেম্বর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত