নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য জহিরুল হক ভূইয়া এ ঘোষণা দেন।
আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে তা স্থগিত করা হল।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছিলেন কয়েকজন। তাঁদের একটি দাবি মেনে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং অন্য সাতটি দাবি নিয়ে কাজ করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে পিএসসির সদস্য জহুরুল ইসলাম ভূঁইয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও সংস্কার কমিশনের ঘোষণা দিলে প্রায় নব্বই ঘণ্টার অনশন ভাঙেন তাঁরা। এ সময় পিএসসির সদস্যরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ চাকরি প্রার্থীদের ডাবের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করে জহুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের যে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সেটি স্থগিত থাকবে।
তিনি আরও বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিআইডি তদন্ত করছে এবং পিএসসি তাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে। অভিযুক্তদের পিএসসি নিজেই সিআইডির কাছে হস্তান্তর করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারীদের বাকি সাতটি দাবি নিয়ে কাজ করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের আরও অনেক সংস্কারের পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা গঠিত কমিশনের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বসবেন। আলোচনার মাধ্যমে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে যথাযথ সংস্কার করা হবে, যাতে অন্তত আরও বিশ থেকে ত্রিশ বছর স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত থাকে।
আন্দোলনকারীরা বলছেন, তারা অনশন থেকে সরে আসলেও তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। চাকরিপ্রার্থী আশিক বলেন, মৌখিক আশ্বাসগুলোর সপক্ষে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত নোটিশ দিতে হবে। তিনি জানান, তারা অনশন থেকে সরে আসলেও রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য জহিরুল হক ভূইয়া এ ঘোষণা দেন।
আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে তা স্থগিত করা হল।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছিলেন কয়েকজন। তাঁদের একটি দাবি মেনে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং অন্য সাতটি দাবি নিয়ে কাজ করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে পিএসসির সদস্য জহুরুল ইসলাম ভূঁইয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও সংস্কার কমিশনের ঘোষণা দিলে প্রায় নব্বই ঘণ্টার অনশন ভাঙেন তাঁরা। এ সময় পিএসসির সদস্যরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ চাকরি প্রার্থীদের ডাবের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করে জহুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের যে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সেটি স্থগিত থাকবে।
তিনি আরও বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিআইডি তদন্ত করছে এবং পিএসসি তাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে। অভিযুক্তদের পিএসসি নিজেই সিআইডির কাছে হস্তান্তর করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারীদের বাকি সাতটি দাবি নিয়ে কাজ করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের আরও অনেক সংস্কারের পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা গঠিত কমিশনের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বসবেন। আলোচনার মাধ্যমে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে যথাযথ সংস্কার করা হবে, যাতে অন্তত আরও বিশ থেকে ত্রিশ বছর স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত থাকে।
আন্দোলনকারীরা বলছেন, তারা অনশন থেকে সরে আসলেও তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। চাকরিপ্রার্থী আশিক বলেন, মৌখিক আশ্বাসগুলোর সপক্ষে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত নোটিশ দিতে হবে। তিনি জানান, তারা অনশন থেকে সরে আসলেও রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
চিকিৎসক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স আগের মতো সাধারণ প্রার্থীদের থেকে দুই বছর বেশি (৩৪ বছর) নির্ধারণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বিভিন্ন করপোরেশন ও সরকারি প্রতিষ্ঠানে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডসহ বিশেষায়িত কিছু পদে সরাসরি নিয়োগের বয়সসীমাও আগের মতো...
৮ ঘণ্টা আগেনেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের নিরাপদে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো, নূর আলম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ ঘণ্টা আগেনেপালের উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সেখানে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
১১ ঘণ্টা আগেনেপালে উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ঢাকা-কাঠমান্ডু রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল বুধবার বেলা ২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১২ ঘণ্টা আগে