Ajker Patrika

সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার শেষ সময় ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৭: ৫৩
সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার শেষ সময় ১ সেপ্টেম্বর

সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে তা দাখিল করতে বলা হয়। 

গত ২০ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

এর আগে সারা দেশের বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয় আইন মন্ত্রণালয় থেকে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপনে হিসাব দিতে ১০ দিন সময় দেওয়া হয়। 

এ ছাড়া নিবন্ধন অধিদপ্তর ও এর অধিন মাঠ পর্যায়ে কর্মরত রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে পৃথক প্রজ্ঞাপনে। আইন মন্ত্রণালয় থেকে গত ২২ আগস্ট ওই প্রজ্ঞাপন জারি করা হয়। ১০ দিনের মধ্যে তাদেরকে হিসাব দিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত