নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে ‘অস্পষ্টতা’ দূর করতে নির্বাচন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে আগামী ২০ জুলাই মতবিনিময় সভায় বসতে চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সভায় অংশ নেওয়ার জন্য ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত আমন্ত্রণপত্র গত ১৩ জুলাই সংশ্লিষ্টদের কাছে পাঠানোও হয়। কিন্তু হঠাৎ করে এই সভা স্থগিত করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে জানান, কমিশনের সিদ্ধান্তে আরপিও নিয়ে সুচিন্তিত মতামত ও পরামর্শ নেওয়ার জন্য ২০ জুলাই অনুষ্ঠেয় সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
মতবিনিময় সভায় আমন্ত্রণ পেয়েছিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ। সভাটি স্থগিতের বিষয়ে জানতে চাইলে আজ মঙ্গলবার রাতে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২০ জুলাইয়ের মতবিনিময় সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশনের এমন একটি চিঠি পেয়েছি। এ ছাড়া সভা স্থগিতের বিষয়টি আমাকে ফোন করেও জানানো হয়েছে।’
জানা যায়, মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্য ২০ থেকে ২৫ জনকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণপত্রে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান। সম্প্রতি আরপিওর সংশোধনী বিল ২০২৩ জাতীয় সংসদে পাস হয়ে আইন হয়েছে। আরপিও নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ অন্য অংশীজনদের মধ্যে আলোচনা-সমালোচনা হচ্ছে। এসব আলোচনা-সমালোচনা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে আরপিও নিয়ে অনেকের মধ্যে অস্পষ্টতা রয়েছে; যা দূর করা প্রয়োজন। এ জন্য নাগরিক সমাজ, নির্বাচন-বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবার মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।
আমন্ত্রণপত্রে আরও বলা হয়, নির্বাচন কমিশন বিশ্বাস করে যে, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নাগরিক সমাজ, নির্বাচন-বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরই অংশ হিসেবে সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে ২০ জুলাই বেলা ১১টায় নির্বাচন ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এখন সবাইকে চিঠি দিয়ে ও ফোন করে সভা স্থগিতের বিষয়টি জানিয়েছে কমিশন।
গত ৪ জুলাই গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল, ২০২৩ সংসদে পাস হয়।
সম্প্রতি সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে ‘অস্পষ্টতা’ দূর করতে নির্বাচন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে আগামী ২০ জুলাই মতবিনিময় সভায় বসতে চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সভায় অংশ নেওয়ার জন্য ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত আমন্ত্রণপত্র গত ১৩ জুলাই সংশ্লিষ্টদের কাছে পাঠানোও হয়। কিন্তু হঠাৎ করে এই সভা স্থগিত করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে জানান, কমিশনের সিদ্ধান্তে আরপিও নিয়ে সুচিন্তিত মতামত ও পরামর্শ নেওয়ার জন্য ২০ জুলাই অনুষ্ঠেয় সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
মতবিনিময় সভায় আমন্ত্রণ পেয়েছিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ। সভাটি স্থগিতের বিষয়ে জানতে চাইলে আজ মঙ্গলবার রাতে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২০ জুলাইয়ের মতবিনিময় সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশনের এমন একটি চিঠি পেয়েছি। এ ছাড়া সভা স্থগিতের বিষয়টি আমাকে ফোন করেও জানানো হয়েছে।’
জানা যায়, মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্য ২০ থেকে ২৫ জনকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণপত্রে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান। সম্প্রতি আরপিওর সংশোধনী বিল ২০২৩ জাতীয় সংসদে পাস হয়ে আইন হয়েছে। আরপিও নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ অন্য অংশীজনদের মধ্যে আলোচনা-সমালোচনা হচ্ছে। এসব আলোচনা-সমালোচনা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে আরপিও নিয়ে অনেকের মধ্যে অস্পষ্টতা রয়েছে; যা দূর করা প্রয়োজন। এ জন্য নাগরিক সমাজ, নির্বাচন-বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবার মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।
আমন্ত্রণপত্রে আরও বলা হয়, নির্বাচন কমিশন বিশ্বাস করে যে, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নাগরিক সমাজ, নির্বাচন-বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরই অংশ হিসেবে সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে ২০ জুলাই বেলা ১১টায় নির্বাচন ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এখন সবাইকে চিঠি দিয়ে ও ফোন করে সভা স্থগিতের বিষয়টি জানিয়েছে কমিশন।
গত ৪ জুলাই গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল, ২০২৩ সংসদে পাস হয়।
দুই ধাপের ভাষা ও শব্দগত পরিবর্তনের মাধ্যমে জুলাই সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে ৭ দফার অঙ্গীকারনামা জুড়ে দেওয়া হয়েছে, যাতে জুলাই সনদকে সংবিধানে তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করা, সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না এবং বাস্তবায়নের...
১ ঘণ্টা আগেরাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশকর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতিআরা নাসরিনসহ ৯ জনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্ব
৬ ঘণ্টা আগেমানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
৬ ঘণ্টা আগেসভায় উপদেষ্টা জানান, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা শ্রমিকদের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে বার্ডস গ্রুপ, টিএনজেড গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ডার্ড গ্রুপ, নায়াগ্রা টেক্সটাইলস লিমিটেড, রোয়ার ফ্যাশন লিমিটেড, মাহমুদ জিন্স লিমিটেড, স্টাইল ক্রাফট লিমিটেড ও গোল্ডস্টার গার্মেন্টস
৭ ঘণ্টা আগে