Ajker Patrika

সংসদের ওয়াইফাই কোড জয় বাংলা বলে ব্যবহার করবেন না রুমিন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২০: ১৭
Thumbnail image

জাতীয় সংসদে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার অভিযোগ করেছেন বিএনপির সাংসদ রুমিন ফারহানা। তবে তাঁকে সংসদের ওয়াইফাই সংযোগ ব্যবহারের জন্য বলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ওয়াইফাইয়ের কোড (পাসওয়ার্ড) জয় বাংলা; তাই বোধ হয় উনি ব্যবহার করবেন না।’ এ সময় সরকারি দলের আসনগুলোতে হাসির রোল পড়ে।

মঙ্গলবার সংসদে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় এ ঘটনা ঘটে।

বিলটির জনমত যাচাইয়ের আলোচনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা মোতাবেক সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তির ব্যাপারে শর্তহীন কিংবা শর্তযুক্ত সিদ্ধান্ত নেওয়ার। ৪০১ ও ৪০১ (কা) ধারা মোতাবেক আদালত যদি বিদেশে যাওয়ার নিষেধ করলেও সরকার চাইলে যেকোনো দেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারবে।

পরে আইনমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেন। সেই সময় অধিবেশনকক্ষে ছিলেন না রুমিন ফারহানা। আইনমন্ত্রী বলেন, ওনারা যে আবেদনটি করেছিলেন সেটা ৪০১ ধারার আলোকেই নিষ্পত্তি হয়েছে। আর একটি আবেদন যে ধারার অধীনে নিষ্পত্তি হয়েছে, একই ধারায় বিষয়টি পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে। কিন্তু যে অবস্থায় আছেন, সেই অবস্থায় ৪০১ ধারায় নতুন করে বিবেচনার সুযোগ নাই। 

পরে সংশোধনী প্রস্তাব তোলার সময় রুমিন বলেন, ‘থ্রিজি, ফোরজি, ফাইভজির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার।’ আইনমন্ত্রীর উল্লেখ করা ৪০১ ধারা দেখার জন্য ইন্টারনেট সংযোগের জন্য রুমিন ফারহানা সংসদকক্ষের বাইরে গিয়েছিলেন বলে জানান তিনি। 

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিন ফারহানাকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন। এ সময় রুমিন কিছু বলার চেষ্টা করেন। তবে মাইক বন্ধ থাকায় তা শোনা যায়নি। 

রুমিনের কথার জবাব দিতে উঠে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ওয়াইফাইয়ের কোড জয় বাংলা বলে উনি ব্যবহার করবেন না বলে শুনলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত