Ajker Patrika

শিগগিরই আইপি টিভির নিবন্ধন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯: ২৫
শিগগিরই আইপি টিভির নিবন্ধন: তথ্যমন্ত্রী

ছয় শতাধিক আইপি টিভি নিবন্ধন পেতে সরকারের কাছে আবেদন করেছে। একটি নির্দেশিকা তৈরি করে খুব শিরগিরই আইপি টিভির নিবন্ধন দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। 

আইপি টিভির নিবন্ধন নিয়ে আজ বুধবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভার পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, আইপি টিভি নিউ মিডিয়ার একটি মাধ্যম। আমরা চাই নিউ মিডিয়া আরও বিকশিত হোক। কিন্তু এটি যেন কোনোভাবেই ভিন্নভাবে ব্যবহৃত না হয়। আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য যাতে সংরক্ষিত হয়। আমাদের নতুন প্রজন্ম এই মাধ্যমকে যেন জীবন গড়ার কাজে লাগাতে পারে, তাঁরা যাতে জীবন গড়ার ক্ষেত্রে আরও প্রত্যয়ী হয়। 

তথ্যমন্ত্রী বলেন, আইপি টিভির নিবন্ধন দেওয়ার আগে এ সংক্রান্ত নির্দেশিকা ঠিক করা হচ্ছে। এই খাতকে আরও বিকশিত করাই আমাদের উদ্দেশ্য। নিয়মনীতির ভিত্তিতে দেশের প্রয়োজনে এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার প্রয়োজনে এটি যেন ব্যবহৃত হয়, সে লক্ষ্যেই আমরা এই কাজগুলো করছি। 

নিবন্ধন পেতে ছয় শর মতো আইপি টিভি আবেদন করেছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমরা যাচাই-বাছাই করে রেজিস্ট্রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং অনেকগুলোর বাছাই শেষ হয়েছে। রেজিস্ট্রেশন দেওয়ার আগে নির্দেশিকা তৈরি করে নিবন্ধনের শর্তগুলো ঠিক করা হবে। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইপি টিভির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম নীতিমালা ও নিউ মিডিয়ার অন্যান্য মাধ্যমগুলো নিয়ে আলোচনা হয়েছে। তথ্যপ্রযুক্তির ব্যাপক সম্প্রসারণের যুগে এখন বিনোদন, শিক্ষা, প্রশিক্ষণ প্রত্যেকটি মাধ্যম পরিবর্তন হয়েছে। এক সময় যা শুধু ইলেকট্রনিক বা প্রচলিত প্রিন্ট মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন নতুন নতুন মাধ্যম যেমন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট প্রটোকল টেলিভিশন ও রেডিও, ওটিটি প্ল্যাটফর্ম, ভিডিও স্ট্রিমিং, ভিডিও অন ডিমান্ড-এ রকম অসংখ্য নতুন প্রযুক্তিনির্ভর সম্প্রচার মাধ্যম তৈরি হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত