Ajker Patrika

এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের উদ্যোগ নেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের উদ্যোগ নেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর

যারা ঘটনায় সম্পৃক্ত না, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর এদের জামিনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

গণহারে গ্রেপ্তারের বিষয়ে দৃষ্টি আকর্শন করা হলে আইনমন্ত্রী বলেন, ‘যারা ঘটনায় সম্পৃক্ত না, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর এদেরকে যেন প্রসিকিউশন উদ্যোগী হয়ে জামিন দেওয়ার ব্যবস্থা করে। আইন মন্ত্রণালয়ের অধীনে প্রসিকিউশন। বিচার বিভাগ কিন্তু স্বাধীন। প্রসিকিউশনকে তাঁদের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

আইনমন্ত্রী বলেন, ‘সমন্বয়কেরা আমাদের কাছে নিজেদের নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। কোটা সংস্কার দাবিতে গড়ে উঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে দুপুরে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়। তাঁরা (সমন্বয়কেরা) সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিল বলেই তাঁদের হেফাজতে রাখা হয়েছিল।’ 

আইনমন্ত্রী আরও বলেন, ‘যখন তাঁরা বলছে তাঁদের নিরাপত্তার প্রয়োজন নাই, তাঁরা বেরিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, তাঁদের চলে যাওয়ায় কোনো বাধা দেওয়া হয়নি। তাঁরা চলে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত