Ajker Patrika

পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৭: ৪৭
Thumbnail image

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জড়িতদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করছেন দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। 

সূত্রটি জানায়, পিএসসির প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি অনুসন্ধানে ইতিমধ্যে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে অনুসন্ধান টিম। 
 
এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এলে প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করে পিএসসি। পরে পিএসসি তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকে চিঠি দেয়। 

পিএসসি থেকে দুদকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ, পরীক্ষার আগে প্রশ্নপত্র প্রকাশ ও বিতরণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে অপরাধ সংঘটনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।’ 

এতে বলা হয়, ‘সরকারের কর্মচারীদের অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা অর্জন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর তফসিলভুক্ত অপরাধ। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা অর্জন দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তপূর্বক মামলা দায়ের করার জন্য সাক্ষ্য-প্রমাণাদি সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এসব অভিযোগ তদন্ত করে কমিশনকে অবহিত করতে অনুরোধ করা হলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত