নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদ্মা নদীর ওপর নির্মিত মাওয়া এবং জাজিরা প্রান্তকে সংযোগকারী বহুমুখী সেতুর ‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার রাষ্ট্রপতির নির্দেশে সেতু বিভাগের উপসচিব মো. আবুল হাসানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামকরণ করেছে।
এর আগে গত মঙ্গলবার পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ করে সেতুর সারসংক্ষেপে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। ওই দিন গণভবনে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ উপস্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
ওই দিন গণভবন থেকে বের হয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা নদীর নামেই সেতুর নামকরণ করা হবে।’ তবে একটি সারসংক্ষেপে সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ প্রস্তাব করা হয়েছিল।
সেতু বিভাগের তথ্য অনুযায়ী, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ মূল সেতুর প্রায় ৯৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৯৩ দশমিক ৫০ শতাংশ এবং নদী শাসনের কাজ শেষ হয়েছে ৯২ শতাংশ।
পদ্মা নদীর ওপর নির্মিত মাওয়া এবং জাজিরা প্রান্তকে সংযোগকারী বহুমুখী সেতুর ‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার রাষ্ট্রপতির নির্দেশে সেতু বিভাগের উপসচিব মো. আবুল হাসানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামকরণ করেছে।
এর আগে গত মঙ্গলবার পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ করে সেতুর সারসংক্ষেপে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। ওই দিন গণভবনে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ উপস্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
ওই দিন গণভবন থেকে বের হয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা নদীর নামেই সেতুর নামকরণ করা হবে।’ তবে একটি সারসংক্ষেপে সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ প্রস্তাব করা হয়েছিল।
সেতু বিভাগের তথ্য অনুযায়ী, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ মূল সেতুর প্রায় ৯৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৯৩ দশমিক ৫০ শতাংশ এবং নদী শাসনের কাজ শেষ হয়েছে ৯২ শতাংশ।
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২০ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। আজ রোববার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
৫ মিনিট আগে৪৮তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা আগামী ৬ আগস্ট থেকে শুরু হবে। ওই দিন সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আজ রোববার (২৭ জুলাই) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৪ মিনিট আগেআইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি আরব সরকার। আটটি আইকনিক মসজিদ নির্মাণে সৌদি সরকারের রাজকীয় গ্রান্ট থেকে এ অর্থ দেওয়া হবে। আজ রোববার সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ এ তথ্য জানান।
৩৭ মিনিট আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের বদলি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (২৭ জুলাই) একযোগে ৭১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
৪১ মিনিট আগে