নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে চিরুনি অভিযানের প্রথম দিনে ১ হাজার ৪৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সদর দপ্তর থেকে আজ সোমবার (১৪ জুলাই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার বিকেল থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে ১ হাজার ৪৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ২২ জনকে এবং অন্যান্য কারণে গ্রেপ্তার করা হয়েছে ৪৭৪ জনকে।
এই ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিন, তিনটি কার্তুজ ও একটি এলজি। সূত্র বলেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।
সচিবালয়ে গতকাল আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে চিরুনি অভিযানের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সারা দেশে বিশেষ বা চিরুনি অভিযান শুরু হচ্ছে। অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এই অভিযান চালানো হবে। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে বলেও জানান তিনি।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, চিরুনি অভিযান কঠোরভাবে পরিচালনার জন্য ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশের প্রধানদের সঙ্গে দু-এক দিনের মধ্যে সভা করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। ওই সভায় কর্মপরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হবে। এরপর অভিযান আরও জোরালো হবে।
সারা দেশে চিরুনি অভিযানের প্রথম দিনে ১ হাজার ৪৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সদর দপ্তর থেকে আজ সোমবার (১৪ জুলাই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার বিকেল থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে ১ হাজার ৪৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ২২ জনকে এবং অন্যান্য কারণে গ্রেপ্তার করা হয়েছে ৪৭৪ জনকে।
এই ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিন, তিনটি কার্তুজ ও একটি এলজি। সূত্র বলেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।
সচিবালয়ে গতকাল আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে চিরুনি অভিযানের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সারা দেশে বিশেষ বা চিরুনি অভিযান শুরু হচ্ছে। অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এই অভিযান চালানো হবে। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে বলেও জানান তিনি।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, চিরুনি অভিযান কঠোরভাবে পরিচালনার জন্য ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশের প্রধানদের সঙ্গে দু-এক দিনের মধ্যে সভা করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। ওই সভায় কর্মপরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হবে। এরপর অভিযান আরও জোরালো হবে।
নতুন সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আর উন্নত করতে কাজ করবেন। আজ সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এই আগ্রহের কথা জানান।
৩ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মোড় নেয় গত বছরের ১৪ জুলাই। মূলত সেই রাতের ঘটনাপ্রবাহই ছিল জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা। দিনটি স্মরণে আজ সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল নানা আয়োজন। ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ প্রতিপাদ্যে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা
৩ ঘণ্টা আগেরাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।
৩ ঘণ্টা আগেভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার এলাকা পরিবর্তনে ভাড়াটিয়াদের ক্ষেত্রে বাড়িভাড়ার চুক্তিপত্র জমা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
৫ ঘণ্টা আগে