Ajker Patrika

চিরুনি অভিযানের প্রথম দিনে গ্রেপ্তার ১৪৯৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২২: ৫৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সারা দেশে চিরুনি অভিযানের প্রথম দিনে ১ হাজার ৪৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সদর দপ্তর থেকে আজ সোমবার (১৪ জুলাই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার বিকেল থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে ১ হাজার ৪৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ২২ জনকে এবং অন্যান্য কারণে গ্রেপ্তার করা হয়েছে ৪৭৪ জনকে।

এই ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিন, তিনটি কার্তুজ ও একটি এলজি। সূত্র বলেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।

সচিবালয়ে গতকাল আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে চিরুনি অভিযানের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সারা দেশে বিশেষ বা চিরুনি অভিযান শুরু হচ্ছে। অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এই অভিযান চালানো হবে। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে বলেও জানান তিনি।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, চিরুনি অভিযান কঠোরভাবে পরিচালনার জন্য ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশের প্রধানদের সঙ্গে দু-এক দিনের মধ্যে সভা করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। ওই সভায় কর্মপরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হবে। এরপর অভিযান আরও জোরালো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত