Ajker Patrika

বাংলাদেশের সঙ্গে উষ্ণ সম্পর্ক চান নতুন সৌদি রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২৩: ৪৭
আজ সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি: সংগৃহীত
আজ সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি: সংগৃহীত

নতুন সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আর উন্নত করতে কাজ করবেন। আজ সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এই আগ্রহের কথা জানান।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক সাক্ষাৎ দুটি অনুষ্ঠিত হয়।

আজ সোমবার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন নতুন সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি: সংগৃহীত
আজ সোমবার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন নতুন সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের আগ্রহের দিকগুলো নিয়ে আলাপ করেন। পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্রসচিব নতুন রাষ্ট্রদূতকে তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত আবদুল্লাহ গত বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র হস্তান্তর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত