নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার কারণে ১৭ মাস ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার দ্রুত স্কুল-কলেজ খোলা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের পর এবার ইতিবাচক বার্তা এল করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটিরও।
সংক্রমণের হার ১০ শতাংশে চলে আসায় ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মত কমিটির সদস্যদের।
গতকাল বৃহস্পতিবার রাতে জরুরি এক বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিটি। আজ শুক্রবার সরকারের কাছে তাঁদের মত জানানোর কথা রয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, সংক্রমণের হার ক্রমেই কমে আসছে। টিকাপ্রাপ্তিও নিশ্চিত হচ্ছে। তাই, সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে এবং স্বাস্থ্যবিধি মানাসহ জনস্বাস্থ্য বিষয়ক বেশ কিছু ব্যবস্থা নেওয়া সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।
এদিকে এদিনই রাতে বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে সংক্রমণের হার কমছে, সামনে আরও কমবে। তাই, ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো ছুটি আর বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই, নতুন করে সমস্যা না হলে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো।
এছাড়া শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। টিকাপ্রাপ্তি সাপেক্ষে ক্রমান্বয়ে ১২ বছর বয়সীদেরও টিকা দেওয়া হবে।’
করোনার কারণে ১৭ মাস ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার দ্রুত স্কুল-কলেজ খোলা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের পর এবার ইতিবাচক বার্তা এল করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটিরও।
সংক্রমণের হার ১০ শতাংশে চলে আসায় ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মত কমিটির সদস্যদের।
গতকাল বৃহস্পতিবার রাতে জরুরি এক বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিটি। আজ শুক্রবার সরকারের কাছে তাঁদের মত জানানোর কথা রয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, সংক্রমণের হার ক্রমেই কমে আসছে। টিকাপ্রাপ্তিও নিশ্চিত হচ্ছে। তাই, সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে এবং স্বাস্থ্যবিধি মানাসহ জনস্বাস্থ্য বিষয়ক বেশ কিছু ব্যবস্থা নেওয়া সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।
এদিকে এদিনই রাতে বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে সংক্রমণের হার কমছে, সামনে আরও কমবে। তাই, ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো ছুটি আর বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই, নতুন করে সমস্যা না হলে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো।
এছাড়া শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। টিকাপ্রাপ্তি সাপেক্ষে ক্রমান্বয়ে ১২ বছর বয়সীদেরও টিকা দেওয়া হবে।’
প্রচুর বৈঠক, অধিবেশন ও গবেষণা করে জাতিসংঘ। এই রাষ্ট্র সংঘের অধীন প্রায় আড়াইশ সংস্থা প্রতি বছর বিপুলসংখ্যক গবেষণা প্রতিবেদন তৈরি করে। সারা বিশ্বে বিপুলসংখ্যক মানুষ এসব প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে এসব প্রতিবেদনকে কেউ গুরুত্ব দেয় না বললেই চলে! প্রতিবেদনগুলো পড়ে খুব নগণ্য সংখ্য
১ ঘণ্টা আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রোববার থেকে সাক্ষ্য গ্রহণ হবে। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পরই সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
৩ ঘণ্টা আগেঅনিশ্চয়তা-সংশয় কাটিয়ে নির্ধারিত সময়েই ঘোষিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র। সরকারের পক্ষ থেকে গতকাল শনিবার জানানো হয়েছে, স্বৈরাচার পতনের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট মঙ্গলবার সব পক্ষের উপস্থিতিতেই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে।
৯ ঘণ্টা আগেঅটিজম একাডেমির জন্য দক্ষ জনবল তৈরির অংশ হিসেবে শিক্ষকদের প্রশিক্ষণে খরচ হয়েছে ২৮ কোটি টাকার বেশি। তবে অটিজম একাডেমি তৈরির অসমাপ্ত প্রকল্প সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ পূর্ণাঙ্গ অটিজম একাডেমি না করেই প্রকল্পটির ইতি টানতে চায় মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে