Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে পরামর্শক কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৪: ১১
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে পরামর্শক কমিটি

করোনার কারণে ১৭ মাস ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার দ্রুত স্কুল-কলেজ খোলা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের পর এবার ইতিবাচক বার্তা এল করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটিরও। 

সংক্রমণের হার ১০ শতাংশে চলে আসায় ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মত কমিটির সদস্যদের। 

গতকাল বৃহস্পতিবার রাতে জরুরি এক বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিটি। আজ শুক্রবার সরকারের কাছে তাঁদের মত জানানোর কথা রয়েছে। 

বৈঠক শেষে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, সংক্রমণের হার ক্রমেই কমে আসছে। টিকাপ্রাপ্তিও নিশ্চিত হচ্ছে। তাই, সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে এবং স্বাস্থ্যবিধি মানাসহ জনস্বাস্থ্য বিষয়ক বেশ কিছু ব্যবস্থা নেওয়া সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। 

এদিকে এদিনই রাতে বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। 

শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে সংক্রমণের হার কমছে, সামনে আরও কমবে। তাই, ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো ছুটি আর বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই, নতুন করে সমস্যা না হলে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো। 

এছাড়া শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। টিকাপ্রাপ্তি সাপেক্ষে ক্রমান্বয়ে ১২ বছর বয়সীদেরও টিকা দেওয়া হবে।’    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত