Ajker Patrika

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৪৬ জান্তা সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৯: ৪৪
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৪৬ জান্তা সদস্য

গতকাল মঙ্গলবার রাতে মিয়ানমার থেকে পালিয়ে আরও ৪৬ জন জান্তা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বর্তমানে ২৬০ জন বাংলাদেশে অবস্থান করছেন। তাঁদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে বিজিবির জনসংযোগ বিভাগ। 

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রগুলো জানায়, ১১ বিজিবির অধীন জামছড়ি বিওপি জোয়ানদের কাছে তাঁরা আত্মসমর্পণ করেন। একই পয়েন্ট থেকে বেলা আড়াইটায় আসেন আরও পাঁচজন। তাঁরাও একই স্থান দিয়ে এসে একই বিওপি জোয়ানদের কাছে আত্মসমর্পণ করেন।

সূত্রমতে, তাঁদের কাছ থেকে জব্দ করা অস্ত্র-গোলাবারুদ রামু বিজিবি সেক্টর দপ্তরে জমা করা হয়েছে। তাঁদের নিরস্ত্র করে নাইক্ষ্যংছড়িতে এনে বিজিবি স্কুলে রাখা হয়।

এর আগে গত রোববার ও সোমবার বাংলাদেশে আশ্রয় নেন জান্তা বাহিনীর ১৬ জন সদস্য। তাঁদের সবাইকে রাখা হয়েছে নাইক্ষ্যংছড়ি সদরের বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায়।

এরও এক মাস আগে বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করে আশ্রয় নেওয়া ৩৩০ জন জান্তা বাহিনীর যোদ্ধাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল। এদেরও এই মাসে ফেরত পাঠানোর কথা নানাভাবে আলোচিত হচ্ছে।

 এ বিষয়ে মঙ্গলবার বিকেলে বিজিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনো প্রকার জটিলতা সৃষ্টি না হলে চলতি এপ্রিলেই মিয়ানমার থেকে পালিয়ে আসা জান্তা সদস্যদের তাঁদের দেশ মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত