ফিচার ডেস্ক
থাইল্যান্ডের ট্যুরিজম অথরিটি এ বছরের দ্বিতীয়ার্ধে নিজেদের পর্যটনশিল্পকে শক্তিশালী করতে কমপক্ষে ১১টি আন্তর্জাতিক এয়ারলাইনসের সহযোগিতা চাইছে। দেশটি এ বছর প্রায় ১১ মিলিয়ন পর্যটক থেকে কমপক্ষে ২১ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে।
থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের ডেপুটি গভর্নর সিরিপাকর্ন চিওসামুট বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ এয়ারলাইনসগুলোকে বিভিন্ন হলিডে প্যাকেজ দেওয়ার জন্য উৎসাহিত করছে। সিরিপাকর্ন জানিয়েছেন, থাইল্যান্ডের সাম্প্রতিক ভিসা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভ্রমণকারীদের জন্য বিশেষ কিছু সুবিধা দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ৯৩টি দেশের নাগরিকদের জন্য ৬০ দিন পর্যন্ত থাইল্যান্ডে থাকার অনুমতি।
সূত্র: ইভেন এক্সপ্রেস
থাইল্যান্ডের ট্যুরিজম অথরিটি এ বছরের দ্বিতীয়ার্ধে নিজেদের পর্যটনশিল্পকে শক্তিশালী করতে কমপক্ষে ১১টি আন্তর্জাতিক এয়ারলাইনসের সহযোগিতা চাইছে। দেশটি এ বছর প্রায় ১১ মিলিয়ন পর্যটক থেকে কমপক্ষে ২১ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে।
থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের ডেপুটি গভর্নর সিরিপাকর্ন চিওসামুট বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ এয়ারলাইনসগুলোকে বিভিন্ন হলিডে প্যাকেজ দেওয়ার জন্য উৎসাহিত করছে। সিরিপাকর্ন জানিয়েছেন, থাইল্যান্ডের সাম্প্রতিক ভিসা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভ্রমণকারীদের জন্য বিশেষ কিছু সুবিধা দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ৯৩টি দেশের নাগরিকদের জন্য ৬০ দিন পর্যন্ত থাইল্যান্ডে থাকার অনুমতি।
সূত্র: ইভেন এক্সপ্রেস
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে