Ajker Patrika

এয়ারলাইনসগুলোর সহযোগিতা চায় থাইল্যান্ড

ফিচার ডেস্ক
Thumbnail image

থাইল্যান্ডের ট্যুরিজম অথরিটি এ বছরের দ্বিতীয়ার্ধে নিজেদের পর্যটনশিল্পকে শক্তিশালী করতে কমপক্ষে ১১টি আন্তর্জাতিক এয়ারলাইনসের সহযোগিতা চাইছে। দেশটি এ বছর প্রায় ১১ মিলিয়ন পর্যটক থেকে কমপক্ষে ২১ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে।

থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের ডেপুটি গভর্নর সিরিপাকর্ন চিওসামুট বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ এয়ারলাইনসগুলোকে বিভিন্ন হলিডে প্যাকেজ দেওয়ার জন্য উৎসাহিত করছে। সিরিপাকর্ন জানিয়েছেন, থাইল্যান্ডের সাম্প্রতিক ভিসা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভ্রমণকারীদের জন্য বিশেষ কিছু সুবিধা দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ৯৩টি দেশের নাগরিকদের জন্য ৬০ দিন পর্যন্ত থাইল্যান্ডে থাকার অনুমতি।

সূত্র: ইভেন এক্সপ্রেস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত