ভ্রমণ ডেস্ক
কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এক বছরে ৫০ লাখের বেশি যাত্রী পরিষেবা দিয়েছে। এ অর্জন বিমানবন্দরটির জন্য প্রথম। গত এক দশকের নিরবচ্ছিন্ন যাত্রীসেবার ফলে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এই কৃতিত্ব অর্জন করল। গন্তব্যের সংখ্যা, পরিষেবার বিস্তৃতি এবং যোগাযোগের গুণগত মানের বিচারে এই অর্জন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিমানবন্দরটি যাত্রী, কার্গো এবং চার্টার্ড ফ্লাইটসহ গত বছর ২৫৫টি গন্তব্যের জন্য পরিষেবা দিয়েছে। গত বছরের তুলনায় এ বছরের প্রথম তিন মাসে বিমানবন্দরটিতে যাত্রীর সংখ্যা বেড়েছে ২৭ দশমিক ৬ শতাংশ। আর বিমান চলাচল আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ২৪ শতাংশ। এ ছাড়া বিমানবন্দরটি ৬ লাখ ২৬ হাজার ৩৩৮ টন কার্গো পরিচালনা করে।
হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ বছর স্কাইট্র্যাক্স পুরস্কারে বিশ্বের সেরা বিমানবন্দরের মুকুট জিতেছে। এ পুরস্কারের জন্য বিশ্বের ৫৭০টির বেশি বিমানবন্দরের চেক-ইন, কেনাকাটা, নিরাপত্তা, অভিবাসন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় জরিপ করা হয়। এ জরিপে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গত বছরের বিজয়ী সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে হারিয়ে সেরার পুরস্কার পেয়েছে। চাঙ্গি এর আগে ১২ বার শিরোপা জিতে গ্লোবাল র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। এটি এবার এশিয়ার সেরা বিমানবন্দর এবং বিশ্বের সেরা বিমানবন্দর ইমিগ্রেশন পরিষেবার পুরস্কার জিতেছে। ১৯৯৯ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
সূত্র: দ্য এভিয়েটর ও গালফ বিজনেস
কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এক বছরে ৫০ লাখের বেশি যাত্রী পরিষেবা দিয়েছে। এ অর্জন বিমানবন্দরটির জন্য প্রথম। গত এক দশকের নিরবচ্ছিন্ন যাত্রীসেবার ফলে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এই কৃতিত্ব অর্জন করল। গন্তব্যের সংখ্যা, পরিষেবার বিস্তৃতি এবং যোগাযোগের গুণগত মানের বিচারে এই অর্জন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিমানবন্দরটি যাত্রী, কার্গো এবং চার্টার্ড ফ্লাইটসহ গত বছর ২৫৫টি গন্তব্যের জন্য পরিষেবা দিয়েছে। গত বছরের তুলনায় এ বছরের প্রথম তিন মাসে বিমানবন্দরটিতে যাত্রীর সংখ্যা বেড়েছে ২৭ দশমিক ৬ শতাংশ। আর বিমান চলাচল আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ২৪ শতাংশ। এ ছাড়া বিমানবন্দরটি ৬ লাখ ২৬ হাজার ৩৩৮ টন কার্গো পরিচালনা করে।
হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ বছর স্কাইট্র্যাক্স পুরস্কারে বিশ্বের সেরা বিমানবন্দরের মুকুট জিতেছে। এ পুরস্কারের জন্য বিশ্বের ৫৭০টির বেশি বিমানবন্দরের চেক-ইন, কেনাকাটা, নিরাপত্তা, অভিবাসন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় জরিপ করা হয়। এ জরিপে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গত বছরের বিজয়ী সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে হারিয়ে সেরার পুরস্কার পেয়েছে। চাঙ্গি এর আগে ১২ বার শিরোপা জিতে গ্লোবাল র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। এটি এবার এশিয়ার সেরা বিমানবন্দর এবং বিশ্বের সেরা বিমানবন্দর ইমিগ্রেশন পরিষেবার পুরস্কার জিতেছে। ১৯৯৯ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
সূত্র: দ্য এভিয়েটর ও গালফ বিজনেস
সময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
১১ ঘণ্টা আগেশিশুর বয়স ছয় মাস হওয়া পর্যন্ত তেমন ভাবনা নেই। নরম সুতির ফিতে দেওয়া নিমা পরেই দিন পার হয় ছেলে কিংবা মেয়েশিশুর। কিন্তু সে যখন বসে বসে খেলতে শেখে বা একটু হেঁটে বেড়ায়, যখন পুরো ঘরই তার জন্য এক বিস্ময়ের জগৎ। সারা বাড়ি ঘুরে দেখা, এটা-ওটা ধরে খেলা করতে গিয়ে ঘাম হয়...
১১ ঘণ্টা আগেবৈশাখের শুরুতে আবহাওয়ার যা মেজাজ দেখা যাচ্ছে, তাতে বলা যায়, গরমে নাভিশ্বাস উঠবে এবার। আবহাওয়া যা-ই হোক, বাইরে যাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। তাই চট করে তৈরি হয়ে বের হওয়ার জন্য এমন কিছু কাপড় ওয়ার্ডরোবে গুছিয়ে রাখুন, যাতে আরাম ও স্টাইল—দুটোই মেলে। আবার ভাঁজে ভাঁজে...
১২ ঘণ্টা আগেবৈশাখের গরমে জীবন ওষ্ঠাগত। তার ওপর প্রতিদিন যাঁদের কাজের জন্য বাইরে যেতে হয়, তাঁদের নাজেহাল অবস্থা। গরম তো আর কমানো সম্ভব নয়, তবে এ সময়ে আরাম পেতে কিছু বিষয় মেনে চলা যেতেই পারে।
১২ ঘণ্টা আগে