Ajker Patrika

সেন্ট মার্টিন ভ্রমণে লাগবে ট্রাভেল পাস

ফিচার ডেস্ক
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৮: ২০
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রতিবছর অক্টোবর মাস থেকে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে সেন্ট মার্টিনে। তবে এবারের চিত্র ভিন্ন। বছর প্রায় শেষ হতে চললেও পর্যটকের তেমন দেখা নেই দেশের একমাত্র প্রবালদ্বীপে। এর কারণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া নির্দেশনা। বর্তমানে সেখানে ভ্রমণে যেতে চাইলেও রাতযাপনের সুযোগ থাকছে না ভ্রমণকারীদের। শুধু তা-ই নয়, সেন্ট মার্টিন ভ্রমণ করতে চাইলে এখন থেকে পর্যটকদের প্রয়োজন হবে ট্রাভেল পাস। এর সঙ্গে আরও বিভিন্ন নিয়ম যোগ করা হয়েছে।

সেন্ট মার্টিন ভ্রমণের উপায়

যেহেতু বিভিন্ন নিয়মকানুনে এখন সেন্ট মার্টিন বাঁধা, তাই চাইলেই হুট করে সেখানে যাওয়ার সুযোগ নেই। এর আগে রয়েছে বেশ কিছু প্রস্তুতি। এখন সেন্ট মার্টিনে যেতে নিতে হবে ট্রাভেল পাস। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপ মোবাইল ফোনে ডাউনলোড করে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্রের। প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার পর পাওয়া যাবে ট্রাভেল পাস। সেই সঙ্গে পাবেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণের গাইডলাইন। এই ট্রাভেল পাস দেখিয়ে জাহাজে ওঠার অনুমতি পাওয়া যাবে।

ভ্রমণে যা নেওয়া যাবে না

মাত্র ৮ বর্গকিলোমিটারের প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। এখানে বছরে ১ লাখের বেশি পর্যটক ভ্রমণ করে। কিন্তু প্লাস্টিক ব্যবহার নিয়ে পর্যটকদের সচেতনতায় ঘাটতি থাকায় দ্বীপটিতে বাড়ছে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ। এটি কমিয়ে আনতে কঠোর নিয়ম বেঁধে দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দ্রব্য নিষিদ্ধ করা হয়েছে সেন্ট মার্টিনে। এ ক্ষেত্রে অনুমোদিত একটি তালিকা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে।

প্রবেশের ক্ষেত্রে যাচাই-বাছাই

সেন্ট মার্টিনের বর্তমান অবস্থায় নিয়মের বাইরে নেই সেখানকার বাসিন্দারা। বাইরে থেকে দ্বীপে ঢুকতে তাঁদেরও দেখাতে হচ্ছে জাতীয় পরিচয়পত্র। কোস্ট গার্ড সদস্যরা যাচাই-বাছাই করার পর প্রবেশের অনুমতি পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত