ফিচার ডেস্ক
প্রতিবছর অক্টোবর মাস থেকে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে সেন্ট মার্টিনে। তবে এবারের চিত্র ভিন্ন। বছর প্রায় শেষ হতে চললেও পর্যটকের তেমন দেখা নেই দেশের একমাত্র প্রবালদ্বীপে। এর কারণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া নির্দেশনা। বর্তমানে সেখানে ভ্রমণে যেতে চাইলেও রাতযাপনের সুযোগ থাকছে না ভ্রমণকারীদের। শুধু তা-ই নয়, সেন্ট মার্টিন ভ্রমণ করতে চাইলে এখন থেকে পর্যটকদের প্রয়োজন হবে ট্রাভেল পাস। এর সঙ্গে আরও বিভিন্ন নিয়ম যোগ করা হয়েছে।
সেন্ট মার্টিন ভ্রমণের উপায়
যেহেতু বিভিন্ন নিয়মকানুনে এখন সেন্ট মার্টিন বাঁধা, তাই চাইলেই হুট করে সেখানে যাওয়ার সুযোগ নেই। এর আগে রয়েছে বেশ কিছু প্রস্তুতি। এখন সেন্ট মার্টিনে যেতে নিতে হবে ট্রাভেল পাস। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপ মোবাইল ফোনে ডাউনলোড করে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্রের। প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার পর পাওয়া যাবে ট্রাভেল পাস। সেই সঙ্গে পাবেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণের গাইডলাইন। এই ট্রাভেল পাস দেখিয়ে জাহাজে ওঠার অনুমতি পাওয়া যাবে।
ভ্রমণে যা নেওয়া যাবে না
মাত্র ৮ বর্গকিলোমিটারের প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। এখানে বছরে ১ লাখের বেশি পর্যটক ভ্রমণ করে। কিন্তু প্লাস্টিক ব্যবহার নিয়ে পর্যটকদের সচেতনতায় ঘাটতি থাকায় দ্বীপটিতে বাড়ছে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ। এটি কমিয়ে আনতে কঠোর নিয়ম বেঁধে দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দ্রব্য নিষিদ্ধ করা হয়েছে সেন্ট মার্টিনে। এ ক্ষেত্রে অনুমোদিত একটি তালিকা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে।
প্রবেশের ক্ষেত্রে যাচাই-বাছাই
সেন্ট মার্টিনের বর্তমান অবস্থায় নিয়মের বাইরে নেই সেখানকার বাসিন্দারা। বাইরে থেকে দ্বীপে ঢুকতে তাঁদেরও দেখাতে হচ্ছে জাতীয় পরিচয়পত্র। কোস্ট গার্ড সদস্যরা যাচাই-বাছাই করার পর প্রবেশের অনুমতি পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিবছর অক্টোবর মাস থেকে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে সেন্ট মার্টিনে। তবে এবারের চিত্র ভিন্ন। বছর প্রায় শেষ হতে চললেও পর্যটকের তেমন দেখা নেই দেশের একমাত্র প্রবালদ্বীপে। এর কারণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া নির্দেশনা। বর্তমানে সেখানে ভ্রমণে যেতে চাইলেও রাতযাপনের সুযোগ থাকছে না ভ্রমণকারীদের। শুধু তা-ই নয়, সেন্ট মার্টিন ভ্রমণ করতে চাইলে এখন থেকে পর্যটকদের প্রয়োজন হবে ট্রাভেল পাস। এর সঙ্গে আরও বিভিন্ন নিয়ম যোগ করা হয়েছে।
সেন্ট মার্টিন ভ্রমণের উপায়
যেহেতু বিভিন্ন নিয়মকানুনে এখন সেন্ট মার্টিন বাঁধা, তাই চাইলেই হুট করে সেখানে যাওয়ার সুযোগ নেই। এর আগে রয়েছে বেশ কিছু প্রস্তুতি। এখন সেন্ট মার্টিনে যেতে নিতে হবে ট্রাভেল পাস। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপ মোবাইল ফোনে ডাউনলোড করে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্রের। প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার পর পাওয়া যাবে ট্রাভেল পাস। সেই সঙ্গে পাবেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণের গাইডলাইন। এই ট্রাভেল পাস দেখিয়ে জাহাজে ওঠার অনুমতি পাওয়া যাবে।
ভ্রমণে যা নেওয়া যাবে না
মাত্র ৮ বর্গকিলোমিটারের প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। এখানে বছরে ১ লাখের বেশি পর্যটক ভ্রমণ করে। কিন্তু প্লাস্টিক ব্যবহার নিয়ে পর্যটকদের সচেতনতায় ঘাটতি থাকায় দ্বীপটিতে বাড়ছে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ। এটি কমিয়ে আনতে কঠোর নিয়ম বেঁধে দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দ্রব্য নিষিদ্ধ করা হয়েছে সেন্ট মার্টিনে। এ ক্ষেত্রে অনুমোদিত একটি তালিকা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে।
প্রবেশের ক্ষেত্রে যাচাই-বাছাই
সেন্ট মার্টিনের বর্তমান অবস্থায় নিয়মের বাইরে নেই সেখানকার বাসিন্দারা। বাইরে থেকে দ্বীপে ঢুকতে তাঁদেরও দেখাতে হচ্ছে জাতীয় পরিচয়পত্র। কোস্ট গার্ড সদস্যরা যাচাই-বাছাই করার পর প্রবেশের অনুমতি পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগে