Ajker Patrika

যেখানে পানি কাচের মতো স্বচ্ছ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

জীবন বাঁচাতে পানির বিকল্প কিছু নেই। এই পানি কোথাও নোনা, কোথাও মিষ্টি। সব পানিই খাওয়ার উপযোগী নয়। কিছু পানি এতই স্বচ্ছ, যার কারণে ওই এলাকা হয়ে ওঠে বিখ্যাত। এই স্বচ্ছ পানির জায়গাগুলো প্রকৃতির অপার সৌন্দর্য হয়ে ধরা দেয় মানুষের চোখে।

গ্রিসের লেফকাদা দ্বীপের উপকূলবর্তী এগ্রেমনি দ্বীপ পানির অপার সৌন্দর্যের উদাহরণ। খাড়া আর অমসৃণ সিঁড়ি পেরিয়ে, সাদা বালু মাড়িয়ে এর স্বচ্ছ নীল পানির কাছে পৌঁছাতে হয়। জায়গাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় লোকসমাগম কম হলেও যাঁরা সত্যিকারের সাগরপ্রেমী, তাঁদের কাছে এ জায়গা বহুল আকাঙ্ক্ষিত।

আমেরিকার উল্লেখযোগ্য সুন্দর হ্রদগুলোর মধ্যে মাযামা আগ্নেয় পর্বতের কিছু হ্রদকে সৌন্দর্যের দিক থেকে এগিয়ে রাখেন পর্যটকেরা। ক্রেটার হ্রদ তার অন্যতম। ১ হাজার ৯৪৩ ফুট গভীর এই হ্রদে সূর্যের আলো পৌঁছায় মাত্র ৪০০ ফুট পর্যন্ত। আশপাশে কোনো নদী বা ঢেউয়ের উৎপত্তিস্থল না থাকায় হ্রদটি সব সময় শান্ত। যে কারণে এর পানিও কাচের মতো স্বচ্ছ। যাঁরা গভীর পানিতে ডাইভ দিতে চান, তাঁরা এই হ্রদ বেছে নেন। ভিয়েতনামের কন সান দ্বীপ মূলত কন দাওয়ের ১৬টি দ্বীপপুঞ্জের ১টি। ভিয়েতনাম থেকে ১১০ মাইল দূরবর্তী দক্ষিণ উপকূলে এই দ্বীপের অবস্থান। দ্বীপের ওপরে ছড়িয়ে-ছিটিয়ে আছে স্বর্ণালি বালুকণা, পাশে রয়েছে নীল পানি। নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার জন্য নির্জন ‘দাম ত্রে’ উপহ্রদও ঘুরে আসা যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত