তানবির শেখ
ভ্রমণে যাওয়া এক অপূর্ব অভিজ্ঞতা। তবে এই অভিজ্ঞতা নিতে যাওয়ার সময় নিজের সুরক্ষার জন্য কিছু জিনিসপত্র সঙ্গে রাখা জরুরি।
মোবাইল ফোন ও ইন্টারনেট
দেশে হোক বা বিদেশে, হাতে মোবাইল ফোন আর তাতে ইন্টারনেট-সংযোগ থাকা মানে মুশকিল আসান। টিকিট কাটা, হোটেল বুকিং থেকে অর্থ লেনদেন এবং সামাজিক যোগাযোগ—সবকিছুই করা যাবে এই একটি ডিভাইস দিয়ে। তাই দেশে, বিদেশে যেখানেই যান না কেন, মোবাইল ফোন ও ইন্টারনেট-সংযোগ নিশ্চিত করুন।
পাসপোর্ট ও ভিসা প্রমাণপত্র
বিদেশে এই দুটি দলিল আপনার ভ্রমণের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অংশ। দেশে ভ্রমণের সময় এনআইডি কার্ড সঙ্গে রাখুন। এ ছাড়া সঙ্গে রাখুন প্রতিষ্ঠানের পরিচয়পত্র।
জরুরি চিকিৎসা কার্ড
ভ্রমণে দ্রুত যেকোনো চিকিৎসার প্রয়োজনে এটি সহায়তা করবে।
ট্রাভেল ইনস্যুরেন্স ডকুমেন্ট
ভ্রমণে অপ্রত্যাশিত ঘটনা বা অসুবিধার আশঙ্কা থাকে। ট্রাভেল ইনস্যুরেন্স আপনাকে সেই সবের অনেক কিছু থেকে রক্ষায় সাহায্য করবে।
ট্রাভেল গাইড বা ম্যাপ
অপরিচিত অঞ্চল সম্পর্কে জানা যায় গাইড বই বা ম্যাপ থেকে। এগুলো আপনার ভ্রমণ সুবিধাজনক করে তুলবে। তাই যেখানেই যাবেন, সঙ্গে সেই অঞ্চলের ম্যাপ আর হ্যান্ডবুক সঙ্গে রাখুন। এখন অবশ্য গুগলের অ্যাকসেস থাকলে, সেগুলো পাওয়া খুব সহজ।
ক্যাশ ও কার্ড
সাময়িক অসুবিধায় নগদ টাকা জরুরি হতে পারে। তাই ভ্রমণের সময় সঙ্গে কিছু খুচরা টাকা রাখুন। আর বেশি টাকা বা বিল মেটানোর জন্য ব্যবহার করুন কার্ড কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস।
মোবাইল ফোন ও চার্জার
যোগাযোগ রক্ষা, সুবিধা ও অসুবিধার সময় এ ডিভাইস আপনাকে সহায়তা করবে, তাই সঙ্গে রাখুন।
ওষুধ ও পরিচর্যাসামগ্রী
প্রয়োজনের সময় স্বাস্থ্যসেবার জন্য ওষুধ প্রয়োজন হতে পারে। এ ছাড়া রোদ ও পোকামাকড় থেকে নিজেকে রক্ষা করতে সঙ্গে রাখুন পরিচর্যাসামগ্রী।
ভ্রমণে যাওয়া এক অপূর্ব অভিজ্ঞতা। তবে এই অভিজ্ঞতা নিতে যাওয়ার সময় নিজের সুরক্ষার জন্য কিছু জিনিসপত্র সঙ্গে রাখা জরুরি।
মোবাইল ফোন ও ইন্টারনেট
দেশে হোক বা বিদেশে, হাতে মোবাইল ফোন আর তাতে ইন্টারনেট-সংযোগ থাকা মানে মুশকিল আসান। টিকিট কাটা, হোটেল বুকিং থেকে অর্থ লেনদেন এবং সামাজিক যোগাযোগ—সবকিছুই করা যাবে এই একটি ডিভাইস দিয়ে। তাই দেশে, বিদেশে যেখানেই যান না কেন, মোবাইল ফোন ও ইন্টারনেট-সংযোগ নিশ্চিত করুন।
পাসপোর্ট ও ভিসা প্রমাণপত্র
বিদেশে এই দুটি দলিল আপনার ভ্রমণের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অংশ। দেশে ভ্রমণের সময় এনআইডি কার্ড সঙ্গে রাখুন। এ ছাড়া সঙ্গে রাখুন প্রতিষ্ঠানের পরিচয়পত্র।
জরুরি চিকিৎসা কার্ড
ভ্রমণে দ্রুত যেকোনো চিকিৎসার প্রয়োজনে এটি সহায়তা করবে।
ট্রাভেল ইনস্যুরেন্স ডকুমেন্ট
ভ্রমণে অপ্রত্যাশিত ঘটনা বা অসুবিধার আশঙ্কা থাকে। ট্রাভেল ইনস্যুরেন্স আপনাকে সেই সবের অনেক কিছু থেকে রক্ষায় সাহায্য করবে।
ট্রাভেল গাইড বা ম্যাপ
অপরিচিত অঞ্চল সম্পর্কে জানা যায় গাইড বই বা ম্যাপ থেকে। এগুলো আপনার ভ্রমণ সুবিধাজনক করে তুলবে। তাই যেখানেই যাবেন, সঙ্গে সেই অঞ্চলের ম্যাপ আর হ্যান্ডবুক সঙ্গে রাখুন। এখন অবশ্য গুগলের অ্যাকসেস থাকলে, সেগুলো পাওয়া খুব সহজ।
ক্যাশ ও কার্ড
সাময়িক অসুবিধায় নগদ টাকা জরুরি হতে পারে। তাই ভ্রমণের সময় সঙ্গে কিছু খুচরা টাকা রাখুন। আর বেশি টাকা বা বিল মেটানোর জন্য ব্যবহার করুন কার্ড কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস।
মোবাইল ফোন ও চার্জার
যোগাযোগ রক্ষা, সুবিধা ও অসুবিধার সময় এ ডিভাইস আপনাকে সহায়তা করবে, তাই সঙ্গে রাখুন।
ওষুধ ও পরিচর্যাসামগ্রী
প্রয়োজনের সময় স্বাস্থ্যসেবার জন্য ওষুধ প্রয়োজন হতে পারে। এ ছাড়া রোদ ও পোকামাকড় থেকে নিজেকে রক্ষা করতে সঙ্গে রাখুন পরিচর্যাসামগ্রী।
জুতা ডিজাইনে আলিম লতিফের রয়েছে ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি। আলিম লতিফ বিশ্বাস করেন, জুতা কখনোই লৈঙ্গিকভিত্ত ছিল না। রাজা চতুর্দশ লুই থেকে শুরু করে গ্ল্যাম রকের যুগ পর্যন্ত, পুরুষেরা প্ল্যাটফর্ম জুতা (উঁচু হিলযুক্ত) পরতেন। কিন্তু হঠাৎ করে কেন তা হারিয়ে গেল? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি তাঁর ব্র্যান্ড
৮ ঘণ্টা আগেকত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
৩ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
৩ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
৩ দিন আগে