Ajker Patrika

ভ্রমণে সঙ্গে রাখা জরুরি

তানবির শেখ
Thumbnail image

ভ্রমণে যাওয়া এক অপূর্ব অভিজ্ঞতা। তবে এই অভিজ্ঞতা নিতে যাওয়ার সময় নিজের সুরক্ষার জন্য কিছু জিনিসপত্র সঙ্গে রাখা জরুরি।

মোবাইল ফোন ও ইন্টারনেট
দেশে হোক বা বিদেশে, হাতে মোবাইল ফোন আর তাতে ইন্টারনেট-সংযোগ থাকা মানে মুশকিল আসান। টিকিট কাটা, হোটেল বুকিং থেকে অর্থ লেনদেন এবং সামাজিক যোগাযোগ—সবকিছুই করা যাবে এই একটি ডিভাইস দিয়ে। তাই দেশে, বিদেশে যেখানেই যান না কেন, মোবাইল ফোন ও ইন্টারনেট-সংযোগ নিশ্চিত করুন। 

পাসপোর্ট ও ভিসা প্রমাণপত্র
বিদেশে এই দুটি দলিল আপনার ভ্রমণের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অংশ। দেশে ভ্রমণের সময় এনআইডি কার্ড সঙ্গে রাখুন। এ ছাড়া সঙ্গে রাখুন প্রতিষ্ঠানের পরিচয়পত্র।

জরুরি চিকিৎসা কার্ড
ভ্রমণে দ্রুত যেকোনো চিকিৎসার প্রয়োজনে এটি সহায়তা করবে।

ট্রাভেল ইনস্যুরেন্স ডকুমেন্ট
ভ্রমণে অপ্রত্যাশিত ঘটনা বা অসুবিধার আশঙ্কা থাকে। ট্রাভেল ইনস্যুরেন্স আপনাকে সেই সবের অনেক কিছু থেকে রক্ষায় সাহায্য করবে।

ট্রাভেল গাইড বা ম্যাপ
অপরিচিত অঞ্চল সম্পর্কে জানা যায় গাইড বই বা ম্যাপ থেকে। এগুলো আপনার ভ্রমণ সুবিধাজনক করে তুলবে। তাই যেখানেই যাবেন, সঙ্গে সেই অঞ্চলের ম্যাপ আর হ্যান্ডবুক সঙ্গে রাখুন। এখন অবশ্য গুগলের অ্যাকসেস থাকলে, সেগুলো পাওয়া খুব সহজ।

ক্যাশ ও কার্ড
সাময়িক অসুবিধায় নগদ টাকা জরুরি হতে পারে। তাই ভ্রমণের সময় সঙ্গে কিছু খুচরা টাকা রাখুন। আর বেশি টাকা বা বিল মেটানোর জন্য ব্যবহার করুন কার্ড কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস।

মোবাইল ফোন ও চার্জার
যোগাযোগ রক্ষা, সুবিধা ও অসুবিধার সময় এ ডিভাইস আপনাকে সহায়তা করবে, তাই সঙ্গে রাখুন। 

ওষুধ ও পরিচর্যাসামগ্রী
প্রয়োজনের সময় স্বাস্থ্যসেবার জন্য ওষুধ প্রয়োজন হতে পারে। এ ছাড়া রোদ ও পোকামাকড় থেকে নিজেকে রক্ষা করতে সঙ্গে রাখুন পরিচর্যাসামগ্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত