নিজস্ব প্রতিবেদক
গত ১৪ ডিসেম্বর চট্টগ্রাম-সেন্ট মার্টিন রুটে চলাচল শুরু করেছে বিলাসবহুল জাহাজ ‘এমভি বে ওয়ান’। কর্ণফুলী ক্রুজলাইনের পাঁচ তারকা মানের সাততলা এই প্রমোদতরিটি চট্টগ্রামের পতেঙ্গা থেকে ছাড়বে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে। এটি সেন্ট মার্টিন পৌঁছাবে শুক্রবার ভোরে। সেখানে এক দিন এক রাত থেকে শনিবার সকাল ১০টায় সেন্ট মার্টিন থেকে পতেঙ্গার উদ্দেশে ছেড়ে যাবে এমভি বে ওয়ান। এটি পতেঙ্গায় পৌঁছাবে সেদিন সন্ধ্যায়।
এ যাত্রায় যাঁরা চট্টগ্রামে না ফিরে কক্সবাজার যেতে চান, তাঁদের জন্য যেকোনো দিন এই প্রতিষ্ঠানের এমভি কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি বার আউলিয়া নামে দুটি জাহাজ প্রস্তুত রয়েছে। সেন্ট মার্টিন ক্রুজে চেপে সাগর থেকে পুরো প্রবালদ্বীপ ও ছেঁড়াদ্বীপের নয়নাভিরাম সূর্যাস্ত দেখার ব্যবস্থা রয়েছে।
সড়কপথে চট্টগ্রাম থেকে প্রায় ২৮২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যেতে হয়। কিন্তু এমভি বে ওয়ানে নৌপথে কোনো ঝামেলা ছাড়াই সেখানে যাওয়া যায়। নৌপথে যাত্রার বাড়তি পাওনা বিলাসবহুল জাহাজে নদী ও সাগরের বৈচিত্র্যপূর্ণ রূপ দেখার সুযোগ। রাতের সমুদ্র এবং এর সঙ্গে যুক্ত জীবনের টুকরো টুকরো দৃশ্যের দেখা পাওয়া যায় শুধু নৌপথে গেলেই। এ ছাড়া জাহাজে রয়েছে লাইভ মিউজিক শো। চাইলে সেখানে আপনি গানও করতে পারেন। রেস্তোরাঁ ও ক্যাফেতে রয়েছে সুস্বাদু খাদ্যের বিশাল সম্ভার। চলন্ত জাহাজের ব্যালকনিতে চা-কফির আড্ডাসহ বিভিন্ন বিষয় উপভোগ করতে করতে পৌঁছে যাওয়া যাবে সেন্ট মার্টিন।
ফিরতি পথে দিনের আলোয় দেখা যাবে সাগরের সৌন্দর্য। নীল সাগর ক্রমেই শেষ হয়ে আসবে। চোখে পড়বে ট্রলারে করে জেলেদের মাছ ধরা। সি ভিউ বুফেতে সাগর দেখতে দেখতে উপভোগ করা যাবে দুপুরের খাবার; আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই সাগরে সূর্যাস্তের অপরূপ দৃশ্য।
৪০০ ফুট দৈর্ঘ্যের সাততলা প্রমোদতরি এমভি বে ওয়ান কেন্দ্রীয়ভাবে শীতাতপনিয়ন্ত্রিত। এক হাজার আসনের এই জাহাজটিতে রয়েছে সাধারণ চেয়ার থেকে বিলাসবহুল কেবিন, সি ভিউ, রুফটপ বুফেসহ একাধিক রেস্তোরাঁ, আইসক্রিম ও কফিবার, ব্র্যান্ডশপ ইত্যাদি। জাহাজ পরিচালনা ও পর্যটকদের সেবা দেওয়ার জন্য এতে নাবিক আছেন ১০০ জন।
বঙ্গোপসাগর পাড়ি দিতে হয় বলে জাহাজে প্রত্যেক যাত্রীর জন্য রয়েছে লাইফ জ্যাকেট, জীবনতরিসহ যাবতীয় নিরাপত্তা সরঞ্জাম। এ জাহাজে ঢেউ থেকে নিজের ভারসাম্য রক্ষার জন্য আছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। ফলে ঢেউয়ের মুখেও জাহাজ খুব একটা দোলে না।
যোগাযোগ:
০৯৬১০ ৮৪৯৯৭০
০১৮৭০ ৭৩২৫৯৮
ওয়েবসাইট: www.karnafuly cruiseline.com
ফেসবুক: facebook.com/ KarnafulyShipBuildersLimited
গত ১৪ ডিসেম্বর চট্টগ্রাম-সেন্ট মার্টিন রুটে চলাচল শুরু করেছে বিলাসবহুল জাহাজ ‘এমভি বে ওয়ান’। কর্ণফুলী ক্রুজলাইনের পাঁচ তারকা মানের সাততলা এই প্রমোদতরিটি চট্টগ্রামের পতেঙ্গা থেকে ছাড়বে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে। এটি সেন্ট মার্টিন পৌঁছাবে শুক্রবার ভোরে। সেখানে এক দিন এক রাত থেকে শনিবার সকাল ১০টায় সেন্ট মার্টিন থেকে পতেঙ্গার উদ্দেশে ছেড়ে যাবে এমভি বে ওয়ান। এটি পতেঙ্গায় পৌঁছাবে সেদিন সন্ধ্যায়।
এ যাত্রায় যাঁরা চট্টগ্রামে না ফিরে কক্সবাজার যেতে চান, তাঁদের জন্য যেকোনো দিন এই প্রতিষ্ঠানের এমভি কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি বার আউলিয়া নামে দুটি জাহাজ প্রস্তুত রয়েছে। সেন্ট মার্টিন ক্রুজে চেপে সাগর থেকে পুরো প্রবালদ্বীপ ও ছেঁড়াদ্বীপের নয়নাভিরাম সূর্যাস্ত দেখার ব্যবস্থা রয়েছে।
সড়কপথে চট্টগ্রাম থেকে প্রায় ২৮২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যেতে হয়। কিন্তু এমভি বে ওয়ানে নৌপথে কোনো ঝামেলা ছাড়াই সেখানে যাওয়া যায়। নৌপথে যাত্রার বাড়তি পাওনা বিলাসবহুল জাহাজে নদী ও সাগরের বৈচিত্র্যপূর্ণ রূপ দেখার সুযোগ। রাতের সমুদ্র এবং এর সঙ্গে যুক্ত জীবনের টুকরো টুকরো দৃশ্যের দেখা পাওয়া যায় শুধু নৌপথে গেলেই। এ ছাড়া জাহাজে রয়েছে লাইভ মিউজিক শো। চাইলে সেখানে আপনি গানও করতে পারেন। রেস্তোরাঁ ও ক্যাফেতে রয়েছে সুস্বাদু খাদ্যের বিশাল সম্ভার। চলন্ত জাহাজের ব্যালকনিতে চা-কফির আড্ডাসহ বিভিন্ন বিষয় উপভোগ করতে করতে পৌঁছে যাওয়া যাবে সেন্ট মার্টিন।
ফিরতি পথে দিনের আলোয় দেখা যাবে সাগরের সৌন্দর্য। নীল সাগর ক্রমেই শেষ হয়ে আসবে। চোখে পড়বে ট্রলারে করে জেলেদের মাছ ধরা। সি ভিউ বুফেতে সাগর দেখতে দেখতে উপভোগ করা যাবে দুপুরের খাবার; আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই সাগরে সূর্যাস্তের অপরূপ দৃশ্য।
৪০০ ফুট দৈর্ঘ্যের সাততলা প্রমোদতরি এমভি বে ওয়ান কেন্দ্রীয়ভাবে শীতাতপনিয়ন্ত্রিত। এক হাজার আসনের এই জাহাজটিতে রয়েছে সাধারণ চেয়ার থেকে বিলাসবহুল কেবিন, সি ভিউ, রুফটপ বুফেসহ একাধিক রেস্তোরাঁ, আইসক্রিম ও কফিবার, ব্র্যান্ডশপ ইত্যাদি। জাহাজ পরিচালনা ও পর্যটকদের সেবা দেওয়ার জন্য এতে নাবিক আছেন ১০০ জন।
বঙ্গোপসাগর পাড়ি দিতে হয় বলে জাহাজে প্রত্যেক যাত্রীর জন্য রয়েছে লাইফ জ্যাকেট, জীবনতরিসহ যাবতীয় নিরাপত্তা সরঞ্জাম। এ জাহাজে ঢেউ থেকে নিজের ভারসাম্য রক্ষার জন্য আছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। ফলে ঢেউয়ের মুখেও জাহাজ খুব একটা দোলে না।
যোগাযোগ:
০৯৬১০ ৮৪৯৯৭০
০১৮৭০ ৭৩২৫৯৮
ওয়েবসাইট: www.karnafuly cruiseline.com
ফেসবুক: facebook.com/ KarnafulyShipBuildersLimited
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে