কানাডায় ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ করা হলেও ব্যবহারকারীর সংখ্যায় তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছে। বেসরকারি ডেটা ট্রাকিং কোম্পানির তথ্যের ভিত্তিতে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত জুলাইতে কানাডা সরকার ডিজিটাল প্লাটফর্মে সংবাদ প্রকাশে নতুন আইন করে। এই আইন অনুযায়ী, গুগল বা ফেসবুক কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ তাদের প্লাটফর্মে প্রকাশ করলে সংবাদ প্রকাশককে তার জন্য অর্থ দিতে হবে।
নতুন আইনে অসন্তুষ্ট হয়ে মেটা কানাডার সংবাদ ফেসবুকে প্রকাশ বন্ধের পাশাপাশি আগের নিউজের লিংকও মুছে ফেলে। এই পদক্ষেপের ফলে কানাডার সরকারের তীব্র সমালোচনার মুখোমুখি হয় মেটা।
ডিজিটাল ডেটা বিশ্লেষণ কোম্পানি সিমিলারওয়েব বলছে, আগস্ট মাসের শুরু থেকে মেটা কোম্পানি কানাডার ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ করে। তাতেও প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেনি।
আরেকটি ডেটা বিশ্লেষণ কোম্পানি ডেটাডটএআই বলছে, এই প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তবে মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত জুন মাসে কানাডার সংসদে ‘দ্য অনলাইন নিউজ অ্যাক্ট’ পাস করা হয়। কানাডার সংবাদ প্রকাশকদের কনটেন্ট ব্যবহারের জন্য এই আইনটি গুগল ও মেটার মতো প্ল্যাটফর্মগুলিকে প্রকাশকদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে বাধ্য করে ৷
মেটা ও গুগল উভয় কোম্পানি বলছে, এ আইন তাদের ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মেটা বলছে, সংবাদের লিংকগুলি ফেসবুক ফিডের ৩ শতাংশেরও কম কনটেন্ট তৈরি করে ও কোম্পানির কাছে এর কোনো অর্থনৈতিক মূল্য নেই।
কানাডায় ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ করা হলেও ব্যবহারকারীর সংখ্যায় তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছে। বেসরকারি ডেটা ট্রাকিং কোম্পানির তথ্যের ভিত্তিতে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত জুলাইতে কানাডা সরকার ডিজিটাল প্লাটফর্মে সংবাদ প্রকাশে নতুন আইন করে। এই আইন অনুযায়ী, গুগল বা ফেসবুক কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ তাদের প্লাটফর্মে প্রকাশ করলে সংবাদ প্রকাশককে তার জন্য অর্থ দিতে হবে।
নতুন আইনে অসন্তুষ্ট হয়ে মেটা কানাডার সংবাদ ফেসবুকে প্রকাশ বন্ধের পাশাপাশি আগের নিউজের লিংকও মুছে ফেলে। এই পদক্ষেপের ফলে কানাডার সরকারের তীব্র সমালোচনার মুখোমুখি হয় মেটা।
ডিজিটাল ডেটা বিশ্লেষণ কোম্পানি সিমিলারওয়েব বলছে, আগস্ট মাসের শুরু থেকে মেটা কোম্পানি কানাডার ফেসবুকে সংবাদ প্রকাশ বন্ধ করে। তাতেও প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেনি।
আরেকটি ডেটা বিশ্লেষণ কোম্পানি ডেটাডটএআই বলছে, এই প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তবে মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত জুন মাসে কানাডার সংসদে ‘দ্য অনলাইন নিউজ অ্যাক্ট’ পাস করা হয়। কানাডার সংবাদ প্রকাশকদের কনটেন্ট ব্যবহারের জন্য এই আইনটি গুগল ও মেটার মতো প্ল্যাটফর্মগুলিকে প্রকাশকদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে বাধ্য করে ৷
মেটা ও গুগল উভয় কোম্পানি বলছে, এ আইন তাদের ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মেটা বলছে, সংবাদের লিংকগুলি ফেসবুক ফিডের ৩ শতাংশেরও কম কনটেন্ট তৈরি করে ও কোম্পানির কাছে এর কোনো অর্থনৈতিক মূল্য নেই।
অনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১ ঘণ্টা আগেবিশ্বের ১৭২টি দেশে খাদ্য গ্রহণের মাত্রা অনুসরণ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এটি একটি বিশেষ ভোগ সূচক। এই সূচক অনুযায়ী নির্দিষ্ট হয়েছে বিশ্বে বেশি খাদ্য গ্রহণকারী দেশ কোনটি। অর্থাৎ কোন দেশের মানুষ বেশি খাচ্ছে বা খাবার পাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই যে তালিকার শীর্ষে রয়েছে...
৪ ঘণ্টা আগেছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১৮ ঘণ্টা আগে