প্রযুক্তি ডেস্ক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে রিল দেখে সময় পার করছেন অনেকে। ইনস্টাগ্রামের পর এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে রিলের বন্যা। অনেকের কাছে এটা ভীষণ বিনোদনমূলক, আবার অনেকে হচ্ছেন বিরক্ত। রিল যাঁদের কাছে বিনোদন তাঁরা তো দেখবেনই। কিন্তু যাঁরা রিল দেখতে চান না, তাঁদের জন্যও আছে ব্যবস্থা। সেটিংসে কিছুটা পরিবর্তন আনলেই রিলবিহীন ফেসবুক ব্যবহার করতে পারবেন যে কেউ।
অবিরাম রিল দেখা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো, ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার করা। ফেসবুক ব্যবহার করে যা দেখতে পছন্দ করেন, নিজের অ্যাকাউন্ট থেকে আপনি তাই দেখতে পাবেন। তাই ফেসবুক অ্যালগরিদমকে বোঝাতে হবে আপনি কী দেখতে চান আর কী দেখতে চান না। যা দেখতে চান না, সেটাকে কয়েক দিন টানা হাইড করে রাখলে আর সেই বিষয়গুলো আপনার সামনে আসবে না।
রিল দেখার জন্য টাইমলাইনে যখন নোটিফিকেশন আসবে, তখনই সেটাকে হাইড করতে হবে। হাইড করার জন্য রিলের নিচের ডান দিকের কোনার তিন ডট আইকনে ক্লিক করে ‘হাইড রিল’ অপশনে ক্লিক করতে হবে। এভাবে যদি বেশ কয়েক দিন হাইড করা যায়, তাহলে পরে আর রিল আসবে না। এরপরও যদি হঠাৎ রিল সামনে চলে আসে, তাহলে চালু থাকা অবস্থায় রিলের নিচের তিন ডট আইকনে ক্লিক করে আগের নিয়মে হাইড করতে হবে। এটাও বেশ কয়েক দিন করা গেলে রিল আর সামনে আসবে না।
ফেসবুকের পুরোনো সংস্করণগুলোতে রিল দেখা যায় না। অ্যান্ড্রয়েড বা আইফোনে পুরোনো সংস্করণের ফেসবুক ব্যবহার করলে ঝড়ের মতো আসা রিল দেখা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যমে রিল দেখে সময় পার করছেন অনেকে। ইনস্টাগ্রামের পর এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে রিলের বন্যা। অনেকের কাছে এটা ভীষণ বিনোদনমূলক, আবার অনেকে হচ্ছেন বিরক্ত। রিল যাঁদের কাছে বিনোদন তাঁরা তো দেখবেনই। কিন্তু যাঁরা রিল দেখতে চান না, তাঁদের জন্যও আছে ব্যবস্থা। সেটিংসে কিছুটা পরিবর্তন আনলেই রিলবিহীন ফেসবুক ব্যবহার করতে পারবেন যে কেউ।
অবিরাম রিল দেখা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো, ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার করা। ফেসবুক ব্যবহার করে যা দেখতে পছন্দ করেন, নিজের অ্যাকাউন্ট থেকে আপনি তাই দেখতে পাবেন। তাই ফেসবুক অ্যালগরিদমকে বোঝাতে হবে আপনি কী দেখতে চান আর কী দেখতে চান না। যা দেখতে চান না, সেটাকে কয়েক দিন টানা হাইড করে রাখলে আর সেই বিষয়গুলো আপনার সামনে আসবে না।
রিল দেখার জন্য টাইমলাইনে যখন নোটিফিকেশন আসবে, তখনই সেটাকে হাইড করতে হবে। হাইড করার জন্য রিলের নিচের ডান দিকের কোনার তিন ডট আইকনে ক্লিক করে ‘হাইড রিল’ অপশনে ক্লিক করতে হবে। এভাবে যদি বেশ কয়েক দিন হাইড করা যায়, তাহলে পরে আর রিল আসবে না। এরপরও যদি হঠাৎ রিল সামনে চলে আসে, তাহলে চালু থাকা অবস্থায় রিলের নিচের তিন ডট আইকনে ক্লিক করে আগের নিয়মে হাইড করতে হবে। এটাও বেশ কয়েক দিন করা গেলে রিল আর সামনে আসবে না।
ফেসবুকের পুরোনো সংস্করণগুলোতে রিল দেখা যায় না। অ্যান্ড্রয়েড বা আইফোনে পুরোনো সংস্করণের ফেসবুক ব্যবহার করলে ঝড়ের মতো আসা রিল দেখা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১ ঘণ্টা আগেবিশ্বের ১৭২টি দেশে খাদ্য গ্রহণের মাত্রা অনুসরণ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এটি একটি বিশেষ ভোগ সূচক। এই সূচক অনুযায়ী নির্দিষ্ট হয়েছে বিশ্বে বেশি খাদ্য গ্রহণকারী দেশ কোনটি। অর্থাৎ কোন দেশের মানুষ বেশি খাচ্ছে বা খাবার পাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই যে তালিকার শীর্ষে রয়েছে...
৪ ঘণ্টা আগেছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১৮ ঘণ্টা আগে