টুইটার পরিবর্তন করে এক্স নাম নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটি ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে বলে দাবি করেছেন ইলন মাস্ক। ‘এক্স’ এর মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৫৪ কোটিতে উঠেছে বলে সম্প্রতি এক পোস্টে তিনি জানান।
টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে গত ৫ জুলাই ‘থ্রেডস’ নামে নতুন প্ল্যাটফর্ম চালু করে মেটা। তখন থেকে ব্যবহারকারী বেড়ে যাওয়ার দাবি করছে এই কোম্পানির নির্বাহীরা। যদিও এর মধ্যে বিজ্ঞাপনী আয় কমেছে। সংগঠনের পরিবর্তন আনার মাধ্যমে বিজ্ঞাপনী আয় বাড়ানোর চেষ্টা করছে এই কোম্পানি।
গত বছর মে মাসে টুইটারে প্রায় ২৩ কোটি সক্রিয় ব্যবহারকারী ছিল। এরপর অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেন। গত নভেম্বর টুইটারের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে প্রায় ২৬ কোটি হয়েছিল বলে মাস্ক জানান।
মাস্ক দায়িত্ব গ্রহণের পর থেকে কোম্পানি বেশ কিছু ব্যবসায়িক পরিবর্তন করেছে। ভেরিফায়েড ব্লু টিক এখন পেইড পরিষেবা। বিজ্ঞাপন বিক্রির একটি অংশ নির্বাচিত কন্টেন্ট নির্মাতাদের দেবে প্ল্যাটফর্মটি।
গত মে মাসে মাস্ক এনবিসি ইউনিভার্সালের সাবেক বিজ্ঞাপনী প্রধান লিন্ডা ইয়াক্কারিনোকে এক্সের সিইও মনোনীত করেন। এ থেকে ধারণা করা হয়, বিজ্ঞাপন বাড়ানোই এখন সংস্থাটির প্রধান লক্ষ্য। যদিও প্ল্যাটফর্মটির কাজ ছিলো সাবস্ক্রিপশন বাড়ানো।
চলতি মাসের শুরুতে মাস্ক বলেছেন, এক্সের বিজ্ঞাপনী আয় প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এর ঋণের পরিমাণও অনেক।
এদিকে টুইটারকে এক্স হিসেবে পুনরায় নামকরণ আইনিভাবে জটিল হতে পারে। এক্স একটি বহুল ব্যবহৃত ট্রেডমার্ক। এ নিয়ে আইনি লড়াই হতে পারে। এই অক্ষরের উপর মেটা ও মাইক্রোসফটের মেধাস্বত্ত্ব আছে।
ট্রেডমার্ক অ্যাটর্নি জশ গার্বেন বলেন, ‘কেউ না কেউ টুইটারের বিরুদ্ধে এই বিষয়ে মামলা করবে- এটি শতভাগ নিশ্চিত।’
যুক্তরাজ্যে এই এক্স বর্ণ নিয়ে প্রায় ৯০০টির মতো প্রতিষ্ঠানের সক্রিয় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আছে বলে জানান তিনি।
২০০৩ সাল থেকে মাইক্রোসফট এক্সবক্স ভিডিও গেইম সিস্টেমের জন্য এক্স ট্রেডমার্ক ব্যবহার করে আসছে। মেটা প্ল্যাটফর্ম ২০১৯ সালে সফটওয়্যার ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নীল সাদায় আবৃত ‘এক্স’ বর্ণ নিবন্ধিত করে।
গার্বেন বলেন, ‘টু্ইটারের এক্স ব্র্যান্ড সমতায় হুমকি না মনে হলে মেটা ও মাইক্রোসফট মামলা করবে না।’
এই বিষয়ে তিন প্রতিষ্ঠানের কেউই মন্তব্য করেনি।
টুইটার পরিবর্তন করে এক্স নাম নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমটি ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে বলে দাবি করেছেন ইলন মাস্ক। ‘এক্স’ এর মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৫৪ কোটিতে উঠেছে বলে সম্প্রতি এক পোস্টে তিনি জানান।
টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে গত ৫ জুলাই ‘থ্রেডস’ নামে নতুন প্ল্যাটফর্ম চালু করে মেটা। তখন থেকে ব্যবহারকারী বেড়ে যাওয়ার দাবি করছে এই কোম্পানির নির্বাহীরা। যদিও এর মধ্যে বিজ্ঞাপনী আয় কমেছে। সংগঠনের পরিবর্তন আনার মাধ্যমে বিজ্ঞাপনী আয় বাড়ানোর চেষ্টা করছে এই কোম্পানি।
গত বছর মে মাসে টুইটারে প্রায় ২৩ কোটি সক্রিয় ব্যবহারকারী ছিল। এরপর অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেন। গত নভেম্বর টুইটারের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে প্রায় ২৬ কোটি হয়েছিল বলে মাস্ক জানান।
মাস্ক দায়িত্ব গ্রহণের পর থেকে কোম্পানি বেশ কিছু ব্যবসায়িক পরিবর্তন করেছে। ভেরিফায়েড ব্লু টিক এখন পেইড পরিষেবা। বিজ্ঞাপন বিক্রির একটি অংশ নির্বাচিত কন্টেন্ট নির্মাতাদের দেবে প্ল্যাটফর্মটি।
গত মে মাসে মাস্ক এনবিসি ইউনিভার্সালের সাবেক বিজ্ঞাপনী প্রধান লিন্ডা ইয়াক্কারিনোকে এক্সের সিইও মনোনীত করেন। এ থেকে ধারণা করা হয়, বিজ্ঞাপন বাড়ানোই এখন সংস্থাটির প্রধান লক্ষ্য। যদিও প্ল্যাটফর্মটির কাজ ছিলো সাবস্ক্রিপশন বাড়ানো।
চলতি মাসের শুরুতে মাস্ক বলেছেন, এক্সের বিজ্ঞাপনী আয় প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এর ঋণের পরিমাণও অনেক।
এদিকে টুইটারকে এক্স হিসেবে পুনরায় নামকরণ আইনিভাবে জটিল হতে পারে। এক্স একটি বহুল ব্যবহৃত ট্রেডমার্ক। এ নিয়ে আইনি লড়াই হতে পারে। এই অক্ষরের উপর মেটা ও মাইক্রোসফটের মেধাস্বত্ত্ব আছে।
ট্রেডমার্ক অ্যাটর্নি জশ গার্বেন বলেন, ‘কেউ না কেউ টুইটারের বিরুদ্ধে এই বিষয়ে মামলা করবে- এটি শতভাগ নিশ্চিত।’
যুক্তরাজ্যে এই এক্স বর্ণ নিয়ে প্রায় ৯০০টির মতো প্রতিষ্ঠানের সক্রিয় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আছে বলে জানান তিনি।
২০০৩ সাল থেকে মাইক্রোসফট এক্সবক্স ভিডিও গেইম সিস্টেমের জন্য এক্স ট্রেডমার্ক ব্যবহার করে আসছে। মেটা প্ল্যাটফর্ম ২০১৯ সালে সফটওয়্যার ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নীল সাদায় আবৃত ‘এক্স’ বর্ণ নিবন্ধিত করে।
গার্বেন বলেন, ‘টু্ইটারের এক্স ব্র্যান্ড সমতায় হুমকি না মনে হলে মেটা ও মাইক্রোসফট মামলা করবে না।’
এই বিষয়ে তিন প্রতিষ্ঠানের কেউই মন্তব্য করেনি।
অনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১ ঘণ্টা আগেবিশ্বের ১৭২টি দেশে খাদ্য গ্রহণের মাত্রা অনুসরণ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এটি একটি বিশেষ ভোগ সূচক। এই সূচক অনুযায়ী নির্দিষ্ট হয়েছে বিশ্বে বেশি খাদ্য গ্রহণকারী দেশ কোনটি। অর্থাৎ কোন দেশের মানুষ বেশি খাচ্ছে বা খাবার পাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই যে তালিকার শীর্ষে রয়েছে...
৪ ঘণ্টা আগেছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১৮ ঘণ্টা আগে