শারমিন কচি
গোসলের সময় লবণ ব্যবহার করলে কি ত্বক উজ্জ্বল হয়? ত্বকের ময়লা কাটাতে কি সাধারণ লবণ ব্যবহার করা যায়?
লিপি আক্তার, মাদারীপুর
অবশ্যই । লবণ ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়। লবণপানির এই গোসল সল্ট বাথ নামে পরিচিত। লবণে থাকা সোডিয়াম ক্লোরাইড শরীরের ব্যথা কমানোর পাশাপাশি পরিষ্কারক হিসেবেও উপকারী। মৃত কোষ দূর করতেও লবণের জুড়ি নেই। আমাদের ত্বক সরাসরি সোডিয়াম ও ম্যাগনেশিয়াম শোষণ করতে সক্ষম। গোসলের পানিতে সি সল্ট মিশিয়ে নিতে পারেন। এতে শরীর যেমন ঝরঝরে হবে, তেমনি শরীরে ব্যথা থাকলে কমবে সেটাও। ১ কাপের ৪ ভাগের ১ ভাগ সি সল্ট, ১ কাপের ৪ ভাগের ১ ভাগ ম্যাগনেশিয়াম সালফেট ও ১ কাপের ৪ ভাগের ১ ভাগ বেকিং সোডা কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। মানসিক চাপ কমাতেও এই গোসল কার্যকর।
চুলের আগা ফেটে যাচ্ছিল বলে খানিকটা ছেঁটে দিয়েছি। তবু নিষ্প্রভ দেখায়। কী করণীয়?
নিপা বিনতে বারেক, নেত্রকোনা
নিয়মিত হট অয়েল ম্যাসাজ নিতে হবে। এ ছাড়া সপ্তাহে দুদিন চুলে প্রোটিন প্যাক লাগাতে হবে। একটি ডিম ভালো করে ফেটিয়ে তার সঙ্গে ৩ চামচ নারকেল তেল বা অলিভ অয়েল এবং ১ চা-চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলের গোড়ায় ঘষে ঘষে লাগিয়ে মাথা ম্যাসাজ করুন। সব শেষে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
গোসলের সময় লবণ ব্যবহার করলে কি ত্বক উজ্জ্বল হয়? ত্বকের ময়লা কাটাতে কি সাধারণ লবণ ব্যবহার করা যায়?
লিপি আক্তার, মাদারীপুর
অবশ্যই । লবণ ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়। লবণপানির এই গোসল সল্ট বাথ নামে পরিচিত। লবণে থাকা সোডিয়াম ক্লোরাইড শরীরের ব্যথা কমানোর পাশাপাশি পরিষ্কারক হিসেবেও উপকারী। মৃত কোষ দূর করতেও লবণের জুড়ি নেই। আমাদের ত্বক সরাসরি সোডিয়াম ও ম্যাগনেশিয়াম শোষণ করতে সক্ষম। গোসলের পানিতে সি সল্ট মিশিয়ে নিতে পারেন। এতে শরীর যেমন ঝরঝরে হবে, তেমনি শরীরে ব্যথা থাকলে কমবে সেটাও। ১ কাপের ৪ ভাগের ১ ভাগ সি সল্ট, ১ কাপের ৪ ভাগের ১ ভাগ ম্যাগনেশিয়াম সালফেট ও ১ কাপের ৪ ভাগের ১ ভাগ বেকিং সোডা কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। মানসিক চাপ কমাতেও এই গোসল কার্যকর।
চুলের আগা ফেটে যাচ্ছিল বলে খানিকটা ছেঁটে দিয়েছি। তবু নিষ্প্রভ দেখায়। কী করণীয়?
নিপা বিনতে বারেক, নেত্রকোনা
নিয়মিত হট অয়েল ম্যাসাজ নিতে হবে। এ ছাড়া সপ্তাহে দুদিন চুলে প্রোটিন প্যাক লাগাতে হবে। একটি ডিম ভালো করে ফেটিয়ে তার সঙ্গে ৩ চামচ নারকেল তেল বা অলিভ অয়েল এবং ১ চা-চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলের গোড়ায় ঘষে ঘষে লাগিয়ে মাথা ম্যাসাজ করুন। সব শেষে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
৩ দিন আগে