পেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘আলফা ১ II’ উন্মোচন করেছে সনি ইলেকট্রনিকস। এই ক্যামেরায় দ্রুত গতিতে উচ্চ রেজল্যুশনের ছবি তোলা যাবে। সেই সঙ্গে এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বেশ কিছু ফিচারও যুক্ত করা হয়েছে। তাই ক্যামেরাটি দিয়ে বন্যপ্রাণী, খেলাধুলার, পোর্ট্রেট ও বিয়ের ছবি তোলা যাবে। ফটো জার্নালিজমসহ বিভিন্ন ব্যবসায়িক কাজে এটি ব্যবহার করা যাবে।
ক্যামেরাটিতে ৫০ দশমিক ১ মেগাপিক্সেলের এক্সমর আরএস সিএমওএস সেন্সর রয়েছে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম ব্ল্যাকআউট-মুক্ত (কালো স্ক্রিন ছাড়াই) ক্রমাগত ছবি তুলতে পারে। এআই প্রযুক্তির মাধ্যমে ছবির মূল বিষয়টি সনাক্ত করতে পারে ক্যামেরাটি। এছাড়া ক্যামেরাটিতে উন্নত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (৮ দশমিক ৫ স্টপ পর্যন্ত) ক্ষমতা রয়েছে।
ক্যামেরাটিতে একটি ‘প্রি-ক্যাপচার’ ফিচার রয়েছে যা শাটার বাটনে চাপ দেওয়ার এক সেকেন্ড আগে পর্যন্ত ছবি রেকর্ড করতে সক্ষম এবং এটি ৮কে ৩০পি এবং ৪কে ১২০ পিভিডিও রেকর্ডিং সমর্থন করে।
উন্নত স্ট্যাবিলাইজেশন মোড এবং ক্যামেরাটি এলইউটি ফাইল সর্মথন করবে।
সনির নতুন ক্যামেরাটিতে ৩ দশমিক ২ ইঞ্চি ৪-এক্সিস মাল্টি-এঙ্গেল এলসিডি স্ক্রিন হয়েছে। ক্যামেরায় আরও ভালো গ্রিপ পাওয়া যাবে এবং কাস্টমাইজ করার জন্য বিভিন্ন বাটন রয়েছে। এছাড়া ২ দশমিক ৫ জিবেস–টি ল্যান ও ৫জি কানেক্টিভিটর মাধ্যমে ছবি সহজেই স্থানান্তর করা যাবে। এর পাশাপাশি সনির ক্রিয়েটর ক্লাউড এর মাধ্যমে অ্যাডোবি লাইটরুম ও গুগল ড্রাইভের সঙ্গে ইন্টিগ্রেশন সম্ভব।
সনির নতুন ক্যামেরার বিশেষ ফিচার হলো—‘ক্যামেরা অথেনটিসিটি সলিউশন’। এটি এআই ব্যবহার করে ছবি তৈরির ক্ষেত্রে ছবির সঙ্গে মেটাডেটা যুক্ত করে। ফিচারটি ভবিষ্যতে একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়া এবার সনি প্লাস্টিক মুক্ত প্যাকেজিং ব্যবহার করছে। প্যাকেজিংটি বাঁশ, আঁখ এবং পুনর্ব্যবহৃত কাগজ থেকে তৈরি।
২০২৪ সালের ডিসেম্বরে ‘আলফা ১ II’ উন্মোচন হবে। এর মূল্য ৬ হাজার ৪৯৯ ডলার। এর সঙ্গে ডুয়েল ব্যাটারি চার্জার ও ডিপ–টাইপ আইপিস ক্যাপ অ্যাক্সেসরিজ থাকবে।
ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে নতুন ক্যামেরাটি ডিজাইন করা হয়েছে। ক্যামেরাটি পেশাদারদের জন্য একটি শক্তিশালী টুল হিসেবে কাজ করবে।
পেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘আলফা ১ II’ উন্মোচন করেছে সনি ইলেকট্রনিকস। এই ক্যামেরায় দ্রুত গতিতে উচ্চ রেজল্যুশনের ছবি তোলা যাবে। সেই সঙ্গে এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বেশ কিছু ফিচারও যুক্ত করা হয়েছে। তাই ক্যামেরাটি দিয়ে বন্যপ্রাণী, খেলাধুলার, পোর্ট্রেট ও বিয়ের ছবি তোলা যাবে। ফটো জার্নালিজমসহ বিভিন্ন ব্যবসায়িক কাজে এটি ব্যবহার করা যাবে।
ক্যামেরাটিতে ৫০ দশমিক ১ মেগাপিক্সেলের এক্সমর আরএস সিএমওএস সেন্সর রয়েছে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম ব্ল্যাকআউট-মুক্ত (কালো স্ক্রিন ছাড়াই) ক্রমাগত ছবি তুলতে পারে। এআই প্রযুক্তির মাধ্যমে ছবির মূল বিষয়টি সনাক্ত করতে পারে ক্যামেরাটি। এছাড়া ক্যামেরাটিতে উন্নত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (৮ দশমিক ৫ স্টপ পর্যন্ত) ক্ষমতা রয়েছে।
ক্যামেরাটিতে একটি ‘প্রি-ক্যাপচার’ ফিচার রয়েছে যা শাটার বাটনে চাপ দেওয়ার এক সেকেন্ড আগে পর্যন্ত ছবি রেকর্ড করতে সক্ষম এবং এটি ৮কে ৩০পি এবং ৪কে ১২০ পিভিডিও রেকর্ডিং সমর্থন করে।
উন্নত স্ট্যাবিলাইজেশন মোড এবং ক্যামেরাটি এলইউটি ফাইল সর্মথন করবে।
সনির নতুন ক্যামেরাটিতে ৩ দশমিক ২ ইঞ্চি ৪-এক্সিস মাল্টি-এঙ্গেল এলসিডি স্ক্রিন হয়েছে। ক্যামেরায় আরও ভালো গ্রিপ পাওয়া যাবে এবং কাস্টমাইজ করার জন্য বিভিন্ন বাটন রয়েছে। এছাড়া ২ দশমিক ৫ জিবেস–টি ল্যান ও ৫জি কানেক্টিভিটর মাধ্যমে ছবি সহজেই স্থানান্তর করা যাবে। এর পাশাপাশি সনির ক্রিয়েটর ক্লাউড এর মাধ্যমে অ্যাডোবি লাইটরুম ও গুগল ড্রাইভের সঙ্গে ইন্টিগ্রেশন সম্ভব।
সনির নতুন ক্যামেরার বিশেষ ফিচার হলো—‘ক্যামেরা অথেনটিসিটি সলিউশন’। এটি এআই ব্যবহার করে ছবি তৈরির ক্ষেত্রে ছবির সঙ্গে মেটাডেটা যুক্ত করে। ফিচারটি ভবিষ্যতে একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়া এবার সনি প্লাস্টিক মুক্ত প্যাকেজিং ব্যবহার করছে। প্যাকেজিংটি বাঁশ, আঁখ এবং পুনর্ব্যবহৃত কাগজ থেকে তৈরি।
২০২৪ সালের ডিসেম্বরে ‘আলফা ১ II’ উন্মোচন হবে। এর মূল্য ৬ হাজার ৪৯৯ ডলার। এর সঙ্গে ডুয়েল ব্যাটারি চার্জার ও ডিপ–টাইপ আইপিস ক্যাপ অ্যাক্সেসরিজ থাকবে।
ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে নতুন ক্যামেরাটি ডিজাইন করা হয়েছে। ক্যামেরাটি পেশাদারদের জন্য একটি শক্তিশালী টুল হিসেবে কাজ করবে।
অনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
৮ মিনিট আগেবিশ্বের ১৭২টি দেশে খাদ্য গ্রহণের মাত্রা অনুসরণ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এটি একটি বিশেষ ভোগ সূচক। এই সূচক অনুযায়ী নির্দিষ্ট হয়েছে বিশ্বে বেশি খাদ্য গ্রহণকারী দেশ কোনটি। অর্থাৎ কোন দেশের মানুষ বেশি খাচ্ছে বা খাবার পাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই যে তালিকার শীর্ষে রয়েছে...
৩ ঘণ্টা আগেছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৬ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে