অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পিক্সেল ল্যাপটপ নিয়ে আসতে পারে টেক জায়ান্ট গুগল। এটি একটি উচ্চমানের পিক্সেল ল্যাপটপ হতে পারে। গুগলের এই প্রকল্পে একটি নিবেদিত দল কাজ করছে।
কোম্পানির অভ্যন্তরে ল্যাপটপটির কোডনেম হলো ‘স্নোয়ি’। একে ম্যাকবুক প্রো, ডেল এক্সপিএস, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক এর মতো উচ্চমানের ল্যাপটপের সঙ্গে তুলনা করা হচ্ছে। ডিভাইসটিতে উন্নতসব ফিচার অন্তর্ভুক্ত করা হবে।
গুগল পিক্সেল ল্যাপটপ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ল্যাপটপটিতে সম্ভবত ক্রোমওএস–এর পরিবর্তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। পিক্সেল ট্যাবলেট এবং পিক্সেল ল্যাপটপের জন্য ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েড পৃথকভাবে ব্যবহার করার পরিবর্তে উভয় ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে গুগল ধারণা করা হচ্ছে।
প্রিমিয়াম ল্যাপটপ বাজারকে লক্ষ্য করছে গুগল। তাই তারা একটি প্রিমিয়াম বিল্ডে বেশি গুরুত্ব দিতে পারে। কোম্পানি তাদের আসন্ন ল্যাপটপটি পরীক্ষা করার জন্য যেসব ল্যাপটপ বেছে নিয়েছে তাতে এই ইঙ্গিত পাওয়া যায়। তবে এখনো তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে ল্যাপটপটি।
এর আগেও অনেকগুলো ল্যাপটপ বা ক্রোমবুক বাজারে এনেছে গুগল। ২০১৩ সালে গুগলের প্রথম ল্যাপটপ ক্রোমবুক পিক্সেল বাজারে আছে। এটি একটি উচ্চমানের ডিভাইস, যা বেশ দামিও ছিল। এরপর ২০১৫ সালে দ্বিতীয় ক্রোমবুক পিক্সেল উন্মোচন করে গুগল। তারপর আরও সাশ্রয়ী অপশন হিসেবে পিক্সেলবুক এবং পিক্সেলবুক গো বাজারে আনে কোম্পানিটি।
২০১৯ সালে গুগলের সর্বশেষ ল্যাপটপ পিক্সেলবুক গো উন্মোচন করা হয়। তাই আসন্ন ল্যাপটপটি ক্রোমবুক সিরিজের উত্তরসূরি হবে নাকি একটি অ্যান্ড্রয়েডভিত্তিক ল্যাপটপ হিসেবে পরিচিত হবে তা এখনো নিশি চিত নয়।
শুধু এই ডিভাইসটির নিয়েই কাজ করছে না গুগল। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গুগল পিক্সেল ট্যাবলেট ২ নিয়ে কাজ করছে টেক জায়ান্টটি। এই ডিভাইসে উন্নত টেনসর চিপসেট যুক্ত করা হতে পারে এবং এর সঙ্গে অফিশিয়াল কিবোর্ড কভার আসতে পারে। এই ট্যাবলেটটির ক্যামেরা আরও উন্নত করা হতে পারে। এটি প্রথম পিক্সেল ট্যাবলেটের তুলনায় পিক্সেল ট্যাবলেট ২–এ পাতলা বেজেল থাকতে পারে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পিক্সেল ল্যাপটপ নিয়ে আসতে পারে টেক জায়ান্ট গুগল। এটি একটি উচ্চমানের পিক্সেল ল্যাপটপ হতে পারে। গুগলের এই প্রকল্পে একটি নিবেদিত দল কাজ করছে।
কোম্পানির অভ্যন্তরে ল্যাপটপটির কোডনেম হলো ‘স্নোয়ি’। একে ম্যাকবুক প্রো, ডেল এক্সপিএস, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক এর মতো উচ্চমানের ল্যাপটপের সঙ্গে তুলনা করা হচ্ছে। ডিভাইসটিতে উন্নতসব ফিচার অন্তর্ভুক্ত করা হবে।
গুগল পিক্সেল ল্যাপটপ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ল্যাপটপটিতে সম্ভবত ক্রোমওএস–এর পরিবর্তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। পিক্সেল ট্যাবলেট এবং পিক্সেল ল্যাপটপের জন্য ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েড পৃথকভাবে ব্যবহার করার পরিবর্তে উভয় ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে গুগল ধারণা করা হচ্ছে।
প্রিমিয়াম ল্যাপটপ বাজারকে লক্ষ্য করছে গুগল। তাই তারা একটি প্রিমিয়াম বিল্ডে বেশি গুরুত্ব দিতে পারে। কোম্পানি তাদের আসন্ন ল্যাপটপটি পরীক্ষা করার জন্য যেসব ল্যাপটপ বেছে নিয়েছে তাতে এই ইঙ্গিত পাওয়া যায়। তবে এখনো তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে ল্যাপটপটি।
এর আগেও অনেকগুলো ল্যাপটপ বা ক্রোমবুক বাজারে এনেছে গুগল। ২০১৩ সালে গুগলের প্রথম ল্যাপটপ ক্রোমবুক পিক্সেল বাজারে আছে। এটি একটি উচ্চমানের ডিভাইস, যা বেশ দামিও ছিল। এরপর ২০১৫ সালে দ্বিতীয় ক্রোমবুক পিক্সেল উন্মোচন করে গুগল। তারপর আরও সাশ্রয়ী অপশন হিসেবে পিক্সেলবুক এবং পিক্সেলবুক গো বাজারে আনে কোম্পানিটি।
২০১৯ সালে গুগলের সর্বশেষ ল্যাপটপ পিক্সেলবুক গো উন্মোচন করা হয়। তাই আসন্ন ল্যাপটপটি ক্রোমবুক সিরিজের উত্তরসূরি হবে নাকি একটি অ্যান্ড্রয়েডভিত্তিক ল্যাপটপ হিসেবে পরিচিত হবে তা এখনো নিশি চিত নয়।
শুধু এই ডিভাইসটির নিয়েই কাজ করছে না গুগল। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গুগল পিক্সেল ট্যাবলেট ২ নিয়ে কাজ করছে টেক জায়ান্টটি। এই ডিভাইসে উন্নত টেনসর চিপসেট যুক্ত করা হতে পারে এবং এর সঙ্গে অফিশিয়াল কিবোর্ড কভার আসতে পারে। এই ট্যাবলেটটির ক্যামেরা আরও উন্নত করা হতে পারে। এটি প্রথম পিক্সেল ট্যাবলেটের তুলনায় পিক্সেল ট্যাবলেট ২–এ পাতলা বেজেল থাকতে পারে।
অনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
৭ মিনিট আগেবিশ্বের ১৭২টি দেশে খাদ্য গ্রহণের মাত্রা অনুসরণ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এটি একটি বিশেষ ভোগ সূচক। এই সূচক অনুযায়ী নির্দিষ্ট হয়েছে বিশ্বে বেশি খাদ্য গ্রহণকারী দেশ কোনটি। অর্থাৎ কোন দেশের মানুষ বেশি খাচ্ছে বা খাবার পাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই যে তালিকার শীর্ষে রয়েছে...
৩ ঘণ্টা আগেছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৫ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে