কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
বাড়ির বিয়ে নিয়ে শখের তো আর শেষ নেই। কোন গানে নাচা হবে, বর-বউ কোন গানে কীভাবে স্টেজে উঠবেন থেকে শুরু করে কাকে কোন শাড়ি দেওয়া হবে, খাবারদাবার কী থাকবে, সে পর্যন্ত থাকে নানান উত্তেজনা। এরই মাঝে ভাবতে হয় বিয়ের ডালা, স্টেজ ও গেট সাজানো, কার্ড ইত্যাদি নিয়েও। এসব আয়োজনে যুক্ত হচ্ছে নান্দনিকতা। রীতির সঙ্গে মিল রেখে ডালা সেজে উঠছে নতুন নতুন অনুষঙ্গে। দাওয়াত কার্ড তৈরি হচ্ছে বিশেষভাবে। অনুষ্ঠানের সংখ্যাও বাড়ছে। আক্দ, হলুদ, মেহেদি, বিয়ে, বউভাতসহ আরও নানান আয়োজন যোগ হয়েছে হালের বিয়ের অনুষ্ঠানে। বাড়ছে ডেসটিনেশন ওয়েডিংয়ের আগ্রহ। ফলে বিয়ের অনুষ্ঠান দারুণভাবে সামাল দিতে জানতে হবে এগুলো সম্পর্কে।
বিয়ের কার্ড
বিয়ের কার্ড বইয়ের প্রচ্ছদের মতো। ফলে এটা নিয়ে ভাবনার নানা বিষয় রয়েছে। বিয়ের কার্ডের কাজ একই থাকলেও এর নান্দনিকতায় যুক্ত হয়েছে অনেক কিছু। কাগজের ধরন, রং, ডিজাইন—সব মিলিয়ে কার্ডে এসেছে ব্যাপক পরিবর্তন। বসেছে কিউআর কোড। মোবাইল ফোনে স্ক্যান করলে সেখান থেকে মিলবে গুগল ম্যাপসহ বিভিন্ন তথ্য। বিয়ের কার্ডে এখন কাঠ ও কাগজের পাশাপাশি কাপড়ও ব্যবহার করা হচ্ছে। নকশার মোটিফে এসেছে দারুণ বদল। আবার অনেকে ই-কার্ড বেছে নিচ্ছেন দাওয়াত দিতে যাওয়ার সময় বাঁচাতে। এখন বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে কাস্টমাইজ বিয়ের কার্ড। আপনার পছন্দে তারা তৈরি করে দেবে সেটি। প্রতিটির দাম ২০০ বা ২৫০ টাকা থেকে শুরু হয়। এরপর নকশা ও উপকরণের ওপর ভিত্তি করে দাম বাড়তে থাকে।
তত্ত্ব সাজানোর ডালা
বিয়ে ও হলুদের ডালা সাজানো বিয়ের অন্যতম কাজ। বর ও কনে উভয়কে হলুদের আয়োজনে রাখি পরানোর একটা নিয়ম মানা হয়। তবে সেই রাখির নকশা বা ধরনে এসেছে বদল। আগে জড়ির রাখি হলেও এখন অনেকে ফুল, মেটাল এমনকি গোল্ড প্লেটেড রাখিও পরেন। রাখি ডালাতে করেই পাঠানো হয় বর-কনের বাড়িতে। এক বাড়ি থেকে অন্য বাড়িতে হলুদ পাঠানোর একটা নিয়ম থাকে হলুদের আয়োজনে। সেই হলুদ পাঠানোর ডালায় আবার থাকতে হবে রকমারি নকশা ও অনুষঙ্গ। এই ডালাগুলো ৩০০ থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। দাম নির্ভর করে ডালার উপকরণ ও সাজানোর প্রক্রিয়ার ওপর। এখন বাঁশের তৈরি ডালাগুলো কাপড়, নেট, আর্টিফিশিয়াল ফুল ও মেটালের বিভিন্ন উপাদানে সাজানো হয়।
অনেকে বউয়ের শাড়ি একটু অন্যভাবে সাজাচ্ছেন, কেউবা বরের শেরওয়ানিটা স্ট্যান্ডে ঝুলিয়ে সি স্ট্যান্ডটা সাজাচ্ছেন সুন্দর করে। অনেকে বাসায় সাজাচ্ছেন বিয়ের ডালা আবার অনেকে সাজিয়ে নেন দোকান কিংবা ওয়েডিং প্ল্যানারের কাছে। কখনো কখনো হলুদের অনুষ্ঠানের থিমের সঙ্গে মিল রেখে সাজিয়ে নেওয়া হয় এসব ডালা।
স্টেজ সাজানো
হলুদের স্টেজ সাজানো হয় ভিন্ন ফুল দিয়ে। সেগুলো হতে পারে প্রাকৃতিক কিংবা কৃত্রিম। এ ছাড়া থাকে কাপড়, কাঠ, শোলা, বিভিন্ন ধরনের এবং রঙের লাইটসহ বিভিন্ন উপাদান। দেশজ সংস্কৃতির অনেক উপকরণ, যেমন মাটির কলসি, হাঁড়ি, হাতপাখা, বেতের সরঞ্জাম কিংবা রিকশার মোটিফ আঁকা বিভিন্ন জিনিস ইত্যাদি থাকে স্টেজ সাজানোর উপকরণ হিসেবে। যাঁরা একটু গোছানো আয়োজন চান, তাঁরা ওয়েডিং প্ল্যানারদের দিয়ে এসব করিয়ে নেন। সে ক্ষেত্রে ডালা ও স্টেজ সাজানো, ছবি তোলা, খাবার—সবকিছুই প্ল্যানাররা আয়োজন করে দেন। তবে এ জন্য একটি নির্দিষ্ট বাজেট দরকার হয়।
ওয়েডিং বিজ বাই বিতস্তার প্ল্যানার বিতস্তা আহমেদ জানান, এখন ৯ থেকে ১০ ধরনের অনুষ্ঠান হচ্ছে বিয়েতে! বেড়েছে ডেসটিনেশন ওয়েডিং। বিতস্তা বলেন, ‘ঢাকার বাইরে ডেসটিনেশন ওয়েডিং করছেন অনেকে। তিন থেকে চার দিনের এই আয়োজনে অতিথিদের নিয়ে যাওয়া, প্রতিটি ইভেন্টের থিম বোঝানো, পোশাকের রং ঠিক করা—সবই করে দেন প্ল্যানাররা।’ তিনি আরও বলেন, আয়োজনের ব্যাপ্তির ওপর নির্ভর করে খরচ। যদি তাঁরা একই সঙ্গে তিনটি অনুষ্ঠানের আয়োজন করেন, সে ক্ষেত্রে যাতায়াত খরচটা কম পড়ে, যা মূল বাজেটকে কিছুটা কমিয়ে আনে।
ঢাকার বাইরে ও ঢাকার ভেতরের যাতায়াত খরচের ক্ষেত্রেও তারতম্য ঘটে। বিতস্তা জানান, হলুদে ডেকরের ক্ষেত্রে ১ লাখ থেকে ২ লাখ টাকা খরচ হয় একটা ভেন্যুর পেছনে। এর বেশিও হতে পারে। এ ছাড়া ছবি তোলার ক্ষেত্রে আয়োজনের সংখ্যা ও সময়ের ওপর নির্ভর করে ৩০ হাজার থেকে শুরু করে ৩ লাখ টাকাও খরচ হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে আয়োজন যাদের, তাদের চাহিদার ওপর।
বাড়ির বিয়ে নিয়ে শখের তো আর শেষ নেই। কোন গানে নাচা হবে, বর-বউ কোন গানে কীভাবে স্টেজে উঠবেন থেকে শুরু করে কাকে কোন শাড়ি দেওয়া হবে, খাবারদাবার কী থাকবে, সে পর্যন্ত থাকে নানান উত্তেজনা। এরই মাঝে ভাবতে হয় বিয়ের ডালা, স্টেজ ও গেট সাজানো, কার্ড ইত্যাদি নিয়েও। এসব আয়োজনে যুক্ত হচ্ছে নান্দনিকতা। রীতির সঙ্গে মিল রেখে ডালা সেজে উঠছে নতুন নতুন অনুষঙ্গে। দাওয়াত কার্ড তৈরি হচ্ছে বিশেষভাবে। অনুষ্ঠানের সংখ্যাও বাড়ছে। আক্দ, হলুদ, মেহেদি, বিয়ে, বউভাতসহ আরও নানান আয়োজন যোগ হয়েছে হালের বিয়ের অনুষ্ঠানে। বাড়ছে ডেসটিনেশন ওয়েডিংয়ের আগ্রহ। ফলে বিয়ের অনুষ্ঠান দারুণভাবে সামাল দিতে জানতে হবে এগুলো সম্পর্কে।
বিয়ের কার্ড
বিয়ের কার্ড বইয়ের প্রচ্ছদের মতো। ফলে এটা নিয়ে ভাবনার নানা বিষয় রয়েছে। বিয়ের কার্ডের কাজ একই থাকলেও এর নান্দনিকতায় যুক্ত হয়েছে অনেক কিছু। কাগজের ধরন, রং, ডিজাইন—সব মিলিয়ে কার্ডে এসেছে ব্যাপক পরিবর্তন। বসেছে কিউআর কোড। মোবাইল ফোনে স্ক্যান করলে সেখান থেকে মিলবে গুগল ম্যাপসহ বিভিন্ন তথ্য। বিয়ের কার্ডে এখন কাঠ ও কাগজের পাশাপাশি কাপড়ও ব্যবহার করা হচ্ছে। নকশার মোটিফে এসেছে দারুণ বদল। আবার অনেকে ই-কার্ড বেছে নিচ্ছেন দাওয়াত দিতে যাওয়ার সময় বাঁচাতে। এখন বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে কাস্টমাইজ বিয়ের কার্ড। আপনার পছন্দে তারা তৈরি করে দেবে সেটি। প্রতিটির দাম ২০০ বা ২৫০ টাকা থেকে শুরু হয়। এরপর নকশা ও উপকরণের ওপর ভিত্তি করে দাম বাড়তে থাকে।
তত্ত্ব সাজানোর ডালা
বিয়ে ও হলুদের ডালা সাজানো বিয়ের অন্যতম কাজ। বর ও কনে উভয়কে হলুদের আয়োজনে রাখি পরানোর একটা নিয়ম মানা হয়। তবে সেই রাখির নকশা বা ধরনে এসেছে বদল। আগে জড়ির রাখি হলেও এখন অনেকে ফুল, মেটাল এমনকি গোল্ড প্লেটেড রাখিও পরেন। রাখি ডালাতে করেই পাঠানো হয় বর-কনের বাড়িতে। এক বাড়ি থেকে অন্য বাড়িতে হলুদ পাঠানোর একটা নিয়ম থাকে হলুদের আয়োজনে। সেই হলুদ পাঠানোর ডালায় আবার থাকতে হবে রকমারি নকশা ও অনুষঙ্গ। এই ডালাগুলো ৩০০ থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। দাম নির্ভর করে ডালার উপকরণ ও সাজানোর প্রক্রিয়ার ওপর। এখন বাঁশের তৈরি ডালাগুলো কাপড়, নেট, আর্টিফিশিয়াল ফুল ও মেটালের বিভিন্ন উপাদানে সাজানো হয়।
অনেকে বউয়ের শাড়ি একটু অন্যভাবে সাজাচ্ছেন, কেউবা বরের শেরওয়ানিটা স্ট্যান্ডে ঝুলিয়ে সি স্ট্যান্ডটা সাজাচ্ছেন সুন্দর করে। অনেকে বাসায় সাজাচ্ছেন বিয়ের ডালা আবার অনেকে সাজিয়ে নেন দোকান কিংবা ওয়েডিং প্ল্যানারের কাছে। কখনো কখনো হলুদের অনুষ্ঠানের থিমের সঙ্গে মিল রেখে সাজিয়ে নেওয়া হয় এসব ডালা।
স্টেজ সাজানো
হলুদের স্টেজ সাজানো হয় ভিন্ন ফুল দিয়ে। সেগুলো হতে পারে প্রাকৃতিক কিংবা কৃত্রিম। এ ছাড়া থাকে কাপড়, কাঠ, শোলা, বিভিন্ন ধরনের এবং রঙের লাইটসহ বিভিন্ন উপাদান। দেশজ সংস্কৃতির অনেক উপকরণ, যেমন মাটির কলসি, হাঁড়ি, হাতপাখা, বেতের সরঞ্জাম কিংবা রিকশার মোটিফ আঁকা বিভিন্ন জিনিস ইত্যাদি থাকে স্টেজ সাজানোর উপকরণ হিসেবে। যাঁরা একটু গোছানো আয়োজন চান, তাঁরা ওয়েডিং প্ল্যানারদের দিয়ে এসব করিয়ে নেন। সে ক্ষেত্রে ডালা ও স্টেজ সাজানো, ছবি তোলা, খাবার—সবকিছুই প্ল্যানাররা আয়োজন করে দেন। তবে এ জন্য একটি নির্দিষ্ট বাজেট দরকার হয়।
ওয়েডিং বিজ বাই বিতস্তার প্ল্যানার বিতস্তা আহমেদ জানান, এখন ৯ থেকে ১০ ধরনের অনুষ্ঠান হচ্ছে বিয়েতে! বেড়েছে ডেসটিনেশন ওয়েডিং। বিতস্তা বলেন, ‘ঢাকার বাইরে ডেসটিনেশন ওয়েডিং করছেন অনেকে। তিন থেকে চার দিনের এই আয়োজনে অতিথিদের নিয়ে যাওয়া, প্রতিটি ইভেন্টের থিম বোঝানো, পোশাকের রং ঠিক করা—সবই করে দেন প্ল্যানাররা।’ তিনি আরও বলেন, আয়োজনের ব্যাপ্তির ওপর নির্ভর করে খরচ। যদি তাঁরা একই সঙ্গে তিনটি অনুষ্ঠানের আয়োজন করেন, সে ক্ষেত্রে যাতায়াত খরচটা কম পড়ে, যা মূল বাজেটকে কিছুটা কমিয়ে আনে।
ঢাকার বাইরে ও ঢাকার ভেতরের যাতায়াত খরচের ক্ষেত্রেও তারতম্য ঘটে। বিতস্তা জানান, হলুদে ডেকরের ক্ষেত্রে ১ লাখ থেকে ২ লাখ টাকা খরচ হয় একটা ভেন্যুর পেছনে। এর বেশিও হতে পারে। এ ছাড়া ছবি তোলার ক্ষেত্রে আয়োজনের সংখ্যা ও সময়ের ওপর নির্ভর করে ৩০ হাজার থেকে শুরু করে ৩ লাখ টাকাও খরচ হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে আয়োজন যাদের, তাদের চাহিদার ওপর।
চল্লিশ বছর বয়সের পর চোখের নিচে বলিরেখা দেখা, ত্বকের অনুজ্জ্বল ভাব আরও স্পষ্ট হতে শুরু করে। এ সময় যত ব্যস্তই থাকুন না কেন, দিনের একটু সময় নিজের জন্য বরাদ্দ রাখুন, নিজের যত্ন নিন। খাদ্যতালিকায় শরীর ও ত্বকের উপযোগী খাবারকে প্রাধান্য দিন। তবেই ত্বক হাসবে নতুন করে।
৪ ঘণ্টা আগেসারা দিন হাতের ত্বকের ওপর সূর্যরশ্মির প্রচণ্ড অত্যাচার চলে। ফলে খুব স্বাভাবিকভাবে হাতের ত্বকের রং মুখের ত্বকের তুলনায় গাঢ় হয়ে যায়। প্রায় সবার ক্ষেত্রে দেখা যায় মুখের রঙের তুলনায় হাতের রং একটু গাঢ়। ফলে পুরো দেহের ত্বকের রঙের এই ভারসাম্যহীনতা দূর করতে হাতের যত্ন নিতে হবে একটু মনে করেই।
১৪ ঘণ্টা আগেনবম থেকে এগারো শতকের জাপানে ছাতা ছিল কেবল ক্ষমতাবানদের ব্যবহার্য জিনিস। তখন শাসক বা ধর্মীয় নেতাদের মাথার ওপর সম্মান ও আধ্যাত্মিক ছায়ার প্রতীক হিসেবে দীর্ঘ হাতলযুক্ত বড় ছাতা ধরা হতো। বারো শতকের পর সাধারণ মানুষও ছাতা ব্যবহার শুরু করে।
১ দিন আগেড. উইনগার্ডের মতে, মশা কাকে বেশি কামড়াবে, তার ৮৫ শতাংশ নির্ভর করে আমাদের জেনেটিক বৈশিষ্ট্যের ওপর। তবে বাকি অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। তিনি গ্রীষ্মকালে মশার হাত থেকে বাঁচতে ৫টি বৈজ্ঞানিক উপায় জানিয়েছেন।
১ দিন আগে