৫১ বছর বয়সী হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ মনে করেন, দীর্ঘ মেয়াদি দাম্পত্যে বা সুখী দাম্পত্য জীবন কাটাতে স্বামী ও স্ত্রীর আলাদা বিছানা, এমনকি আলাদা বাড়ি থাকার বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত। এ বিষয়ে তিনি কিছু যুক্তিও দিয়েছেন।
সম্প্রতি ‘লিপস্টিক অন দ্য রিম’ পডকাস্টে আমন্ত্রিত হয়ে দাম্পত্য নিয়ে এমন দার্শনিক মন্তব্য করে বসেন ডিয়াজ। পডকাস্টের হোস্ট মলি সিমস এবং ইমিস গর্মলি যখন তাঁদের স্বামীদের নাক-ডাকা নিয়ে আলোচনা করছিলেন তখনই ডিয়াজ তাঁর মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আলাদা আলাদা বিছানাকে আমাদের স্বাভাবিকভাবে নেওয়া উচিত।’
শুধু বিছানাই নয়, এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর আলাদা আলাদা বাড়িও থাকতে পারে বলে মনে করেন ডিয়াজ। বিষয়টি বোঝাতে গিয়ে তিনি বলেন—‘আমার বাড়ি আছে, তোমারও বাড়ি আছে, মাঝখানে থাকবে আমাদের দুজনের বাড়ি। আমি আমার বিছানায় ঘুমাতে যাবো, তুমি তোমার।’
তবে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। স্বামী-স্ত্রীর মিলনেরও একটি উপায় করে দিয়েছেন হলিউড অভিনেত্রী। এই বিষয়টির সমাধানের জন্য ডিয়াজ যৌথ বাড়িতেই তৃতীয় আরেকটি বিছানার ধারণা দিয়েছেন—সেই বিছানাটিই হবে দুজনের একান্তে সময় কাটানোর উপায়।
তবে এমন ভাবনা মাথায় থাকলেও বিষয়টি এখনই নিজের জীবনে প্রয়োগ করার প্রয়োজন মনে করেননি ডিয়াজ। ২০১৫ সালে ‘গুড শার্লোত্তে’ ব্যান্ডের গিটারিস্ট ব্যাঞ্জি ম্যাডেনকে বিয়ে করেছিলেন তিনি। ২০১৯ সালে এই দম্পতির একমাত্র কন্যা র্যাডিক্সের জন্ম হয়।
এদিকে আলাদা বিছানায় কখনো কখনো সম্পর্ক উপকৃত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরাও। এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্কেডিয়ান নিউরোসায়েন্সের অধ্যাপক রাসেল ফস্টারের ভাষ্যটি হলো—নাক ডাকার জন্য আলাদা কক্ষে স্থানান্তরিত হওয়া সম্পর্কে নতুনত্ব এনে দিতে পারে।
তিনি বলেন, ‘এটি একটি নতুন সম্পর্কের সূচনা যেখানে উভয়ই আদর্শভাবে সুখী হবেন, একে অপরের প্রতি আরও প্রতিক্রিয়াশীল হবেন, কম আবেগপ্রবণ হবেন, কম খিটখিটে হবেন। তাই আমি মনে করি না যে—যদি আপনার একটি আলাদা ঘুমানোর জায়গা থাকে তবে সেখানে আপনার ঘুমাতে দ্বিধা করা উচিত।’
৫১ বছর বয়সী হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ মনে করেন, দীর্ঘ মেয়াদি দাম্পত্যে বা সুখী দাম্পত্য জীবন কাটাতে স্বামী ও স্ত্রীর আলাদা বিছানা, এমনকি আলাদা বাড়ি থাকার বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত। এ বিষয়ে তিনি কিছু যুক্তিও দিয়েছেন।
সম্প্রতি ‘লিপস্টিক অন দ্য রিম’ পডকাস্টে আমন্ত্রিত হয়ে দাম্পত্য নিয়ে এমন দার্শনিক মন্তব্য করে বসেন ডিয়াজ। পডকাস্টের হোস্ট মলি সিমস এবং ইমিস গর্মলি যখন তাঁদের স্বামীদের নাক-ডাকা নিয়ে আলোচনা করছিলেন তখনই ডিয়াজ তাঁর মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আলাদা আলাদা বিছানাকে আমাদের স্বাভাবিকভাবে নেওয়া উচিত।’
শুধু বিছানাই নয়, এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর আলাদা আলাদা বাড়িও থাকতে পারে বলে মনে করেন ডিয়াজ। বিষয়টি বোঝাতে গিয়ে তিনি বলেন—‘আমার বাড়ি আছে, তোমারও বাড়ি আছে, মাঝখানে থাকবে আমাদের দুজনের বাড়ি। আমি আমার বিছানায় ঘুমাতে যাবো, তুমি তোমার।’
তবে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। স্বামী-স্ত্রীর মিলনেরও একটি উপায় করে দিয়েছেন হলিউড অভিনেত্রী। এই বিষয়টির সমাধানের জন্য ডিয়াজ যৌথ বাড়িতেই তৃতীয় আরেকটি বিছানার ধারণা দিয়েছেন—সেই বিছানাটিই হবে দুজনের একান্তে সময় কাটানোর উপায়।
তবে এমন ভাবনা মাথায় থাকলেও বিষয়টি এখনই নিজের জীবনে প্রয়োগ করার প্রয়োজন মনে করেননি ডিয়াজ। ২০১৫ সালে ‘গুড শার্লোত্তে’ ব্যান্ডের গিটারিস্ট ব্যাঞ্জি ম্যাডেনকে বিয়ে করেছিলেন তিনি। ২০১৯ সালে এই দম্পতির একমাত্র কন্যা র্যাডিক্সের জন্ম হয়।
এদিকে আলাদা বিছানায় কখনো কখনো সম্পর্ক উপকৃত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরাও। এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্কেডিয়ান নিউরোসায়েন্সের অধ্যাপক রাসেল ফস্টারের ভাষ্যটি হলো—নাক ডাকার জন্য আলাদা কক্ষে স্থানান্তরিত হওয়া সম্পর্কে নতুনত্ব এনে দিতে পারে।
তিনি বলেন, ‘এটি একটি নতুন সম্পর্কের সূচনা যেখানে উভয়ই আদর্শভাবে সুখী হবেন, একে অপরের প্রতি আরও প্রতিক্রিয়াশীল হবেন, কম আবেগপ্রবণ হবেন, কম খিটখিটে হবেন। তাই আমি মনে করি না যে—যদি আপনার একটি আলাদা ঘুমানোর জায়গা থাকে তবে সেখানে আপনার ঘুমাতে দ্বিধা করা উচিত।’
ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১৬ ঘণ্টা আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২১ ঘণ্টা আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগেহেঁশেলের জানালা দিয়ে বৃষ্টি দেখছেন বুঝি? উফ, ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বৃষ্টিভেজা বাতাস বইছে। চট করে দুপুর বা রাতের খাবারের মেনুটা বদলে ফেলবেন নাকি? খিচুড়ির সঙ্গে একটা ভিন্ন পদের মুরগির মাংস হলে জমে যায় কিন্তু! আপনাদের জন্য চিকেন স্টিমার কারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি...
২ দিন আগে