৫১ বছর বয়সী হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ মনে করেন, দীর্ঘ মেয়াদি দাম্পত্যে বা সুখী দাম্পত্য জীবন কাটাতে স্বামী ও স্ত্রীর আলাদা বিছানা, এমনকি আলাদা বাড়ি থাকার বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত। এ বিষয়ে তিনি কিছু যুক্তিও দিয়েছেন।
সম্প্রতি ‘লিপস্টিক অন দ্য রিম’ পডকাস্টে আমন্ত্রিত হয়ে দাম্পত্য নিয়ে এমন দার্শনিক মন্তব্য করে বসেন ডিয়াজ। পডকাস্টের হোস্ট মলি সিমস এবং ইমিস গর্মলি যখন তাঁদের স্বামীদের নাক-ডাকা নিয়ে আলোচনা করছিলেন তখনই ডিয়াজ তাঁর মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আলাদা আলাদা বিছানাকে আমাদের স্বাভাবিকভাবে নেওয়া উচিত।’
শুধু বিছানাই নয়, এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর আলাদা আলাদা বাড়িও থাকতে পারে বলে মনে করেন ডিয়াজ। বিষয়টি বোঝাতে গিয়ে তিনি বলেন—‘আমার বাড়ি আছে, তোমারও বাড়ি আছে, মাঝখানে থাকবে আমাদের দুজনের বাড়ি। আমি আমার বিছানায় ঘুমাতে যাবো, তুমি তোমার।’
তবে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। স্বামী-স্ত্রীর মিলনেরও একটি উপায় করে দিয়েছেন হলিউড অভিনেত্রী। এই বিষয়টির সমাধানের জন্য ডিয়াজ যৌথ বাড়িতেই তৃতীয় আরেকটি বিছানার ধারণা দিয়েছেন—সেই বিছানাটিই হবে দুজনের একান্তে সময় কাটানোর উপায়।
তবে এমন ভাবনা মাথায় থাকলেও বিষয়টি এখনই নিজের জীবনে প্রয়োগ করার প্রয়োজন মনে করেননি ডিয়াজ। ২০১৫ সালে ‘গুড শার্লোত্তে’ ব্যান্ডের গিটারিস্ট ব্যাঞ্জি ম্যাডেনকে বিয়ে করেছিলেন তিনি। ২০১৯ সালে এই দম্পতির একমাত্র কন্যা র্যাডিক্সের জন্ম হয়।
এদিকে আলাদা বিছানায় কখনো কখনো সম্পর্ক উপকৃত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরাও। এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্কেডিয়ান নিউরোসায়েন্সের অধ্যাপক রাসেল ফস্টারের ভাষ্যটি হলো—নাক ডাকার জন্য আলাদা কক্ষে স্থানান্তরিত হওয়া সম্পর্কে নতুনত্ব এনে দিতে পারে।
তিনি বলেন, ‘এটি একটি নতুন সম্পর্কের সূচনা যেখানে উভয়ই আদর্শভাবে সুখী হবেন, একে অপরের প্রতি আরও প্রতিক্রিয়াশীল হবেন, কম আবেগপ্রবণ হবেন, কম খিটখিটে হবেন। তাই আমি মনে করি না যে—যদি আপনার একটি আলাদা ঘুমানোর জায়গা থাকে তবে সেখানে আপনার ঘুমাতে দ্বিধা করা উচিত।’
৫১ বছর বয়সী হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ মনে করেন, দীর্ঘ মেয়াদি দাম্পত্যে বা সুখী দাম্পত্য জীবন কাটাতে স্বামী ও স্ত্রীর আলাদা বিছানা, এমনকি আলাদা বাড়ি থাকার বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত। এ বিষয়ে তিনি কিছু যুক্তিও দিয়েছেন।
সম্প্রতি ‘লিপস্টিক অন দ্য রিম’ পডকাস্টে আমন্ত্রিত হয়ে দাম্পত্য নিয়ে এমন দার্শনিক মন্তব্য করে বসেন ডিয়াজ। পডকাস্টের হোস্ট মলি সিমস এবং ইমিস গর্মলি যখন তাঁদের স্বামীদের নাক-ডাকা নিয়ে আলোচনা করছিলেন তখনই ডিয়াজ তাঁর মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আলাদা আলাদা বিছানাকে আমাদের স্বাভাবিকভাবে নেওয়া উচিত।’
শুধু বিছানাই নয়, এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর আলাদা আলাদা বাড়িও থাকতে পারে বলে মনে করেন ডিয়াজ। বিষয়টি বোঝাতে গিয়ে তিনি বলেন—‘আমার বাড়ি আছে, তোমারও বাড়ি আছে, মাঝখানে থাকবে আমাদের দুজনের বাড়ি। আমি আমার বিছানায় ঘুমাতে যাবো, তুমি তোমার।’
তবে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। স্বামী-স্ত্রীর মিলনেরও একটি উপায় করে দিয়েছেন হলিউড অভিনেত্রী। এই বিষয়টির সমাধানের জন্য ডিয়াজ যৌথ বাড়িতেই তৃতীয় আরেকটি বিছানার ধারণা দিয়েছেন—সেই বিছানাটিই হবে দুজনের একান্তে সময় কাটানোর উপায়।
তবে এমন ভাবনা মাথায় থাকলেও বিষয়টি এখনই নিজের জীবনে প্রয়োগ করার প্রয়োজন মনে করেননি ডিয়াজ। ২০১৫ সালে ‘গুড শার্লোত্তে’ ব্যান্ডের গিটারিস্ট ব্যাঞ্জি ম্যাডেনকে বিয়ে করেছিলেন তিনি। ২০১৯ সালে এই দম্পতির একমাত্র কন্যা র্যাডিক্সের জন্ম হয়।
এদিকে আলাদা বিছানায় কখনো কখনো সম্পর্ক উপকৃত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরাও। এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্কেডিয়ান নিউরোসায়েন্সের অধ্যাপক রাসেল ফস্টারের ভাষ্যটি হলো—নাক ডাকার জন্য আলাদা কক্ষে স্থানান্তরিত হওয়া সম্পর্কে নতুনত্ব এনে দিতে পারে।
তিনি বলেন, ‘এটি একটি নতুন সম্পর্কের সূচনা যেখানে উভয়ই আদর্শভাবে সুখী হবেন, একে অপরের প্রতি আরও প্রতিক্রিয়াশীল হবেন, কম আবেগপ্রবণ হবেন, কম খিটখিটে হবেন। তাই আমি মনে করি না যে—যদি আপনার একটি আলাদা ঘুমানোর জায়গা থাকে তবে সেখানে আপনার ঘুমাতে দ্বিধা করা উচিত।’
বিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর আছে, যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক; বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারেন।
৪ ঘণ্টা আগেসাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিকাব, বোরকা ইত্যাদি পোশাক জনপরিসরে নিষিদ্ধ করার প্রবণতা দেখা গেছে। এই পদক্ষেপগুলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় পরিচয় জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সমালোচনা রয়েছে।
৬ ঘণ্টা আগেবাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতেই স্বাস্থ্যকর হালকা নাশতা তৈরি করে নিন। আপনাদের জন্য রঙিন ফ্রুট চাট ও মসলাদার কাবলি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ট্রেইনার অ্যান্ড অ্যাসেসর (কুকিং) ও সেরা রাঁধুনির ১৪২৯ এর ৫ম স্থান জয়ী আলভী রহমান শোভন।
৯ ঘণ্টা আগেআপনি যতই ট্রেন্ড অনুসরণ করুন না কেন, জন্মসূত্রে বাঙালি মানে শাড়ি আপনার আত্মার আত্মা। কিশোরী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—শাড়ি পরার ব্যাপারটা যেন উৎসবতুল্য। আসলে শাড়ি নামের এ পোশাকই তো বৈচিত্র্যময়। শাড়ির রয়েছে রকমফের। আবার কত কায়দায়ই না পরা যায় এটি। তবে আরামের বেলায় হাফ সিল্ক শাড়ির কদরই আলাদা।
৯ ঘণ্টা আগে