নাহিন আশরাফ
অমর একুশে বইমেলা মানেই ঘরে নতুন নতুন বই। আগের বইগুলো সঠিকভাবে গুছিয়ে না রাখায় সেগুলোর কিছু নষ্ট হয়ে যায়। তা ছাড়া সুন্দর করে গুছিয়ে না রাখলে প্রয়োজনের সময় সঠিক বই খুঁজে পেতে কষ্ট হয়। তাই কয়েকটি বিষয় মেনে চলতে পারেন—
নতুন বইগুলো কিনে আনার পর পুরোনো সব বই পেছনের সারিতে রাখুন। বইগুলো এমন করে সাজিয়ে রাখুন, যাতে সহজে বইগুলোর নাম চোখে পড়ে।
বইমেলা উপলক্ষে ঘরে একটি নতুন বুকশেলফ কিনতে পারেন। মূল্যবান আসবাব হিসেবে বুকশেলফ ভর্তি বইয়ের তুলনা হয় না।
বই সাজিয়ে রাখার জন্য দেয়ালে বইয়ের তাক তৈরি করে নেওয়া যায়। এতে ঘরের জায়গা যেমন অপচয় হয় না, তেমনি ঘরের সৌন্দর্যও বাড়ে।
যে বইগুলো পড়া হয়ে গেছে, কিন্তু মলাট নতুন, সে বইগুলো বসার ঘরে রাখতে পারেন। আপনার বসার ঘরের এক কোণে বাঁশের কিংবা বেতের ঝুড়িতেও সেই বইগুলো রাখতে পারেন। সে ক্ষেত্রে বইয়ের ওপরে অবশ্যই কোনো কভার দিয়ে ঢেকে দিতে হবে। নইলে ধুলো পড়ার আশঙ্কা থেকে যায়।
একটু হালকা ধাঁচের গল্পের বই শোয়ার ঘরের বেডসাইট টেবিল বা পড়ার টেবিলে রাখতে পারেন। শোয়ার ঘরে বই রাখার জন্য বুকশেলফ কিংবা বইয়ের ঝুড়ির ব্যবস্থাও করে রাখতে পারেন।
আপনার পড়া পুরোনো বইগুলো কোনো লাইব্রেরিতে দান করতে পারেন।
মাঝেমধ্যে বই বের করে রোদে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ধুলো পড়ে যাওয়া বই সপ্তাহে এক দিন সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। সঠিকভাবে যত্ন নিলে আপনার শখের বইটি ভালো থাকবে অনেক দিন।
মডেল: তনয় বিশ্বাস ও রুবাইয়াত অদিতি
পোশাক: এলিট লাইফস্টাইল ও ওয়্যারহাউস
ছবি: হাসান রাজা
অমর একুশে বইমেলা মানেই ঘরে নতুন নতুন বই। আগের বইগুলো সঠিকভাবে গুছিয়ে না রাখায় সেগুলোর কিছু নষ্ট হয়ে যায়। তা ছাড়া সুন্দর করে গুছিয়ে না রাখলে প্রয়োজনের সময় সঠিক বই খুঁজে পেতে কষ্ট হয়। তাই কয়েকটি বিষয় মেনে চলতে পারেন—
নতুন বইগুলো কিনে আনার পর পুরোনো সব বই পেছনের সারিতে রাখুন। বইগুলো এমন করে সাজিয়ে রাখুন, যাতে সহজে বইগুলোর নাম চোখে পড়ে।
বইমেলা উপলক্ষে ঘরে একটি নতুন বুকশেলফ কিনতে পারেন। মূল্যবান আসবাব হিসেবে বুকশেলফ ভর্তি বইয়ের তুলনা হয় না।
বই সাজিয়ে রাখার জন্য দেয়ালে বইয়ের তাক তৈরি করে নেওয়া যায়। এতে ঘরের জায়গা যেমন অপচয় হয় না, তেমনি ঘরের সৌন্দর্যও বাড়ে।
যে বইগুলো পড়া হয়ে গেছে, কিন্তু মলাট নতুন, সে বইগুলো বসার ঘরে রাখতে পারেন। আপনার বসার ঘরের এক কোণে বাঁশের কিংবা বেতের ঝুড়িতেও সেই বইগুলো রাখতে পারেন। সে ক্ষেত্রে বইয়ের ওপরে অবশ্যই কোনো কভার দিয়ে ঢেকে দিতে হবে। নইলে ধুলো পড়ার আশঙ্কা থেকে যায়।
একটু হালকা ধাঁচের গল্পের বই শোয়ার ঘরের বেডসাইট টেবিল বা পড়ার টেবিলে রাখতে পারেন। শোয়ার ঘরে বই রাখার জন্য বুকশেলফ কিংবা বইয়ের ঝুড়ির ব্যবস্থাও করে রাখতে পারেন।
আপনার পড়া পুরোনো বইগুলো কোনো লাইব্রেরিতে দান করতে পারেন।
মাঝেমধ্যে বই বের করে রোদে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ধুলো পড়ে যাওয়া বই সপ্তাহে এক দিন সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। সঠিকভাবে যত্ন নিলে আপনার শখের বইটি ভালো থাকবে অনেক দিন।
মডেল: তনয় বিশ্বাস ও রুবাইয়াত অদিতি
পোশাক: এলিট লাইফস্টাইল ও ওয়্যারহাউস
ছবি: হাসান রাজা
পান্তা খাওয়ার আমাদের প্রাচীন সংস্কৃতি। তবে বৈশাখের প্রথম দিন সকালে পান্তা খাওয়া শহুরে সংস্কৃতির নতুন সংযোজন। বাংলাদেশে এ খাবার প্রায় সারা বছর খাওয়া হয়। পান্তা শরীরের জন্য উপকারী। এতে ভিটামিন বি থাকে। তবে এর পরিমাণ এবং উৎস ফারমেনটেশন প্রক্রিয়ার ওপর নির্ভর করে। সাধারণ ভাতে (বিশেষ করে সাদা চালে) ভি
২ দিন আগেএখন রোদের যে তাপ তাতে ত্বকের সঙ্গে ঘামছে মাথার ত্বক বা স্ক্য়াল্পও। সে কারণে ঘাম জমে আঠালো ও রুক্ষ হয়ে যায় চুল। তার গোড়ায় দীর্ঘক্ষণ ঘাম জমে থাকলে ঠান্ডা লেগে মাথাব্যথা তো হতেই পারে, সঙ্গে হতে পারে মাথার ত্বকে চুলকানি। এ ছাড়া ব্যাকটেরিয়ার সংক্রমণে দেখা দিতে পারে নানান সমস্যা। গরমে এই সমস্যা কমবেশি
৩ দিন আগেদক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। ২০২৪ সালে দেশটিতে প্রায় ১ কোটি ৭৫ লাখ পর্যটক ভ্রমণ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন বাজারে ভিয়েতনামের এমন আধিপত্য দীর্ঘদিনের, যেটিকে আরও এগিয়ে নিতে চাচ্ছে দেশটির সরকার।
৪ দিন আগেবিশাল মরুভূমি, নীল সমুদ্র আর উঁচু পাহাড়ঘেরা সৌদি আরব এখন রোমাঞ্চপ্রেমী পর্যটকদের নতুন গন্তব্য। দেশটির ভৌগোলিক বৈচিত্র্য এতটাই যে সেখানে মরুভূমিতে বালুর ঢেউয়ে গাড়ি চালানো যায়, সমুদ্রে ডাইভিং করা যায়, আবার চাইলে পাহাড়ের মাঝে হারিয়েও যাওয়া যায়।
৪ দিন আগে