জীবনধারা ডেস্ক
সম্প্রতি নেটদুনিয়ায় যে খবরটি নিয়ে কথা হচ্ছে, তা হলো- দীপিকা পাড়ুকোন মা হতে যাচ্ছেন। ভক্তকুল এরইমধ্য়ে ভাবতে বসে গেছেন, সর্বদা উজ্জ্বল এই নায়িকা গর্ভকালের এই সময়টায় কীভাবে নিজের যত্ন নিচ্ছেন। নিজের খাদ্য়াভাস, ফিটনেস ও ভালো থাকার জন্য কী কী করছেন এই পাঠান তারকা? জেনে নিন এখানেই-
যেভাবে সকাল শুরু করেন
কোটি কোটি ফলোয়ার রয়েছে বলেই কি দীপিকার সকাল শুরু হয় ইনস্টাগ্রাম স্ক্রল করে? মোটেই না। বরং সেসময় ফোন থেকে একটু দূরে থাকতেই বেশি ভালোবাসেন তিনি। তাঁর সকাল শুরু হয় ইতিবাচক ভাবনা ও শরীরের উপযোগী স্ট্রেচিংয়ের মাধ্য়মে।
পুষ্টিকর সকালের নাশতা
ব্যালান্সড ডায়েটে বরাবরই বিশ্বাসী এ তারকা। প্লেটে প্রোটিন ও কার্বহাইড্রেটের ভারসাম্য রাখেন।
শরীর ও মনের যত্নে
শরীরচর্চা ও মানসিক শান্তিতে এবার আরও মনোযোগ দিয়েছেন তিনি।প্রকৃতির কাছাকাছি বসে যোগব্যায়াম যেমন করেন, তেমনি স্ট্রেচ ও মেডিটেশন্ও করেন মনে করে।
মেকআপ যতটা সম্ভব এড়িয়ে
বাজিরাও মাস্তানি বরাবরই নো মেকআপ লুকে আত্মবিশ্বাসী। আর এখন তো রাসায়নিক উপকরণকে যতটা না বলা যায় ততই মা ও অনাগত সন্তানের জন্য মঙ্গল। তবে বাদামি রঙা মসৃণ ত্বকের যত্নে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিটিএম পদ্ধতি। মানে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিংয়ের ওপরে ত্বকের জন্য ভালো আর কোনো দাওয়াই নেই তার কাছে। ঘুমাতে যাওয়ার আগে এই পদ্ধতিতে তো ত্বকের যত্ন নেনই, পাশাপাশি পর্যাপ্ত পানি পান করেন, যাতে ত্বক হাইড্রেটেড থাকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সম্প্রতি নেটদুনিয়ায় যে খবরটি নিয়ে কথা হচ্ছে, তা হলো- দীপিকা পাড়ুকোন মা হতে যাচ্ছেন। ভক্তকুল এরইমধ্য়ে ভাবতে বসে গেছেন, সর্বদা উজ্জ্বল এই নায়িকা গর্ভকালের এই সময়টায় কীভাবে নিজের যত্ন নিচ্ছেন। নিজের খাদ্য়াভাস, ফিটনেস ও ভালো থাকার জন্য কী কী করছেন এই পাঠান তারকা? জেনে নিন এখানেই-
যেভাবে সকাল শুরু করেন
কোটি কোটি ফলোয়ার রয়েছে বলেই কি দীপিকার সকাল শুরু হয় ইনস্টাগ্রাম স্ক্রল করে? মোটেই না। বরং সেসময় ফোন থেকে একটু দূরে থাকতেই বেশি ভালোবাসেন তিনি। তাঁর সকাল শুরু হয় ইতিবাচক ভাবনা ও শরীরের উপযোগী স্ট্রেচিংয়ের মাধ্য়মে।
পুষ্টিকর সকালের নাশতা
ব্যালান্সড ডায়েটে বরাবরই বিশ্বাসী এ তারকা। প্লেটে প্রোটিন ও কার্বহাইড্রেটের ভারসাম্য রাখেন।
শরীর ও মনের যত্নে
শরীরচর্চা ও মানসিক শান্তিতে এবার আরও মনোযোগ দিয়েছেন তিনি।প্রকৃতির কাছাকাছি বসে যোগব্যায়াম যেমন করেন, তেমনি স্ট্রেচ ও মেডিটেশন্ও করেন মনে করে।
মেকআপ যতটা সম্ভব এড়িয়ে
বাজিরাও মাস্তানি বরাবরই নো মেকআপ লুকে আত্মবিশ্বাসী। আর এখন তো রাসায়নিক উপকরণকে যতটা না বলা যায় ততই মা ও অনাগত সন্তানের জন্য মঙ্গল। তবে বাদামি রঙা মসৃণ ত্বকের যত্নে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিটিএম পদ্ধতি। মানে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিংয়ের ওপরে ত্বকের জন্য ভালো আর কোনো দাওয়াই নেই তার কাছে। ঘুমাতে যাওয়ার আগে এই পদ্ধতিতে তো ত্বকের যত্ন নেনই, পাশাপাশি পর্যাপ্ত পানি পান করেন, যাতে ত্বক হাইড্রেটেড থাকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুতা ডিজাইনে আলিম লতিফের রয়েছে ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি। আলিম লতিফ বিশ্বাস করেন, জুতা কখনোই লৈঙ্গিকভিত্ত ছিল না। রাজা চতুর্দশ লুই থেকে শুরু করে গ্ল্যাম রকের যুগ পর্যন্ত, পুরুষেরা প্ল্যাটফর্ম জুতা (উঁচু হিলযুক্ত) পরতেন। কিন্তু হঠাৎ করে কেন তা হারিয়ে গেল? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি তাঁর ব্র্যান্ড
১০ ঘণ্টা আগেকত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
৩ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
৩ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
৩ দিন আগে