‘কেমনে প্রকাশি কব কত ভালোবাসি
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া...’
রবীন্দ্রনাথ ঠাকুর
শত সহস্রবার ভেবেও না মিলেছে কূল, না মিলেছে কিনারা; প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা আজও বলা হয়ে উঠল না! কেন বলা হয়ে ওঠেনি? অজানা আতঙ্ক, অজানা ভয় বরাবরই পিছু ডেকেছে, পথ আগলে রেখে আর সামনে এগোতে দেয়নি। যদি প্রত্যাখ্যান করে সে? যদি করে অভিমান! এত দিনের বন্ধু বন্ধু সম্পর্কটা বা পরিচিত আগলের চেনা ফিরতি হাসিটাও যদি আর ধরা না দেয়? তখন তো যেটুকু আছে তাও জলে যাবে। এসব ভেবে যাঁরা দিন পার করছিলেন, তাঁরা এবার একটু সাহস করুন। বুঝতেই তো পারছেন ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয়ে গেছে। প্রকৃতিও সেজে উঠতে শুরু করেছে বসন্তের সাজে। তবে কেন এই রৌদ্র ঝলমলে দিনেই ভালোবাসার কথা জানিয়ে দিচ্ছেন না তাঁকে?
৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে বলেই আমরা জানি। জীবনের নতুন পথচলার শুরু হোক না এ দিন থেকেই। কিন্তু কীভাবে জানাবেন ভালোবাসার কথা?
নিজের সত্তাকে মেলে ধরুন
প্রেম নিবেদনের সময় ও প্রেমের প্রথম দিনগুলোয় দেখা যায় প্রিয় মানুষটিকে খুশি করার জন্য অন্যজন এমন কিছু কাজ করে ফেলেন, এমন কিছু কথা বলেন ও প্রতিশ্রুতি দেন যা আদতে সত্য নয়। বাস্তবে হয়তো তিনি নিজেই এই কাজগুলো করেন না বা বিষয়গুলোর সঙ্গে একমত নন। কেবল প্রিয় মানুষটি যেন সঙ্গ না ছাড়েন তাই–ই এসব করা ও বলা। এই ব্যাপারগুলো সম্পর্কের পরবর্তী সময়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কারণ দিন শেষে প্রতিটি মানুষই আলাদা। প্রত্যেকের বিশ্বাস, আদর্শ, চিন্তার জায়গা ভিন্ন। তাই প্রেম নিবেদনের সময়ই নিজের সবকিছু খুলে বলুন। একমত হলে নিশ্চয়ই প্রিয় মানুষটি আপনার হাত ছাড়বেন না কখনোই।
যত্নের রেশ থাকা চাই
যত্ন ছাড়া কোনো সম্পর্কই বাঁচে না। তাই প্রেম নিবেদনের সময় প্রিয় মানুষটির প্রতি যত্ন প্রদর্শন করা জরুরি। তাঁর জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে যান। নিয়ে যেতে পারেন তাঁর পছন্দের যেকোনো ফুল। যদি তিনি চকলেট খেতে ভালোবাসেন, তাও নিতে পারেন। কোনো রেস্তোরাঁয় দেখা করলে প্রিয়দর্শিনীকে চেয়ার টেনে দিন বসার জন্য। অন্যদিকে প্রিয় পুরুষটির দিকেও যত্ন সহকারে ন্যাপকিন এগিয়ে দিন। কফিতে চিনি দিয়ে নেড়ে দিন। ব্যাপারগুলো খুবই ছোট ছোট। কিন্তু এগুলোর রেশ থাকে আজীবন। এরপর যখন আপনি মনের কথাগুলো বলবেন, তখন পুরো আবহটাই চমৎকার রূপে ধরা দেবে।
দরজায় ফুল রেখে আসুন
সরাসরি ভালোবাসার কথা বলার সুযোগ না হলে প্রিয় মানুষটির দরজার সামনে ফুলের বড় তোড়া রেখে আসুন। সম্ভব হলে তার ভেতর ছোট্ট চিরকুট বা কার্ড গুঁজে দিন। সঙ্গে থাকতে পারে চকলেটও। তবে এভাবে প্রেম নিবেদন তখনই করা ভালো, যদি মানুষটির সঙ্গে আপনার ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।
ডিনার ডেট
সহকর্মী বা বন্ধু এদের মধ্যে কারও প্রেমে পড়লে ও নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে ডিনার ডেটের নিমন্ত্রণ করতেই পারেন। ক্যান্ডেল লাইট ডিনারেই মনের কথা বলে ফেলতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও স্টাইলক্রেজ অবলম্বনে
‘কেমনে প্রকাশি কব কত ভালোবাসি
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া...’
রবীন্দ্রনাথ ঠাকুর
শত সহস্রবার ভেবেও না মিলেছে কূল, না মিলেছে কিনারা; প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা আজও বলা হয়ে উঠল না! কেন বলা হয়ে ওঠেনি? অজানা আতঙ্ক, অজানা ভয় বরাবরই পিছু ডেকেছে, পথ আগলে রেখে আর সামনে এগোতে দেয়নি। যদি প্রত্যাখ্যান করে সে? যদি করে অভিমান! এত দিনের বন্ধু বন্ধু সম্পর্কটা বা পরিচিত আগলের চেনা ফিরতি হাসিটাও যদি আর ধরা না দেয়? তখন তো যেটুকু আছে তাও জলে যাবে। এসব ভেবে যাঁরা দিন পার করছিলেন, তাঁরা এবার একটু সাহস করুন। বুঝতেই তো পারছেন ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয়ে গেছে। প্রকৃতিও সেজে উঠতে শুরু করেছে বসন্তের সাজে। তবে কেন এই রৌদ্র ঝলমলে দিনেই ভালোবাসার কথা জানিয়ে দিচ্ছেন না তাঁকে?
৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে বলেই আমরা জানি। জীবনের নতুন পথচলার শুরু হোক না এ দিন থেকেই। কিন্তু কীভাবে জানাবেন ভালোবাসার কথা?
নিজের সত্তাকে মেলে ধরুন
প্রেম নিবেদনের সময় ও প্রেমের প্রথম দিনগুলোয় দেখা যায় প্রিয় মানুষটিকে খুশি করার জন্য অন্যজন এমন কিছু কাজ করে ফেলেন, এমন কিছু কথা বলেন ও প্রতিশ্রুতি দেন যা আদতে সত্য নয়। বাস্তবে হয়তো তিনি নিজেই এই কাজগুলো করেন না বা বিষয়গুলোর সঙ্গে একমত নন। কেবল প্রিয় মানুষটি যেন সঙ্গ না ছাড়েন তাই–ই এসব করা ও বলা। এই ব্যাপারগুলো সম্পর্কের পরবর্তী সময়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কারণ দিন শেষে প্রতিটি মানুষই আলাদা। প্রত্যেকের বিশ্বাস, আদর্শ, চিন্তার জায়গা ভিন্ন। তাই প্রেম নিবেদনের সময়ই নিজের সবকিছু খুলে বলুন। একমত হলে নিশ্চয়ই প্রিয় মানুষটি আপনার হাত ছাড়বেন না কখনোই।
যত্নের রেশ থাকা চাই
যত্ন ছাড়া কোনো সম্পর্কই বাঁচে না। তাই প্রেম নিবেদনের সময় প্রিয় মানুষটির প্রতি যত্ন প্রদর্শন করা জরুরি। তাঁর জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে যান। নিয়ে যেতে পারেন তাঁর পছন্দের যেকোনো ফুল। যদি তিনি চকলেট খেতে ভালোবাসেন, তাও নিতে পারেন। কোনো রেস্তোরাঁয় দেখা করলে প্রিয়দর্শিনীকে চেয়ার টেনে দিন বসার জন্য। অন্যদিকে প্রিয় পুরুষটির দিকেও যত্ন সহকারে ন্যাপকিন এগিয়ে দিন। কফিতে চিনি দিয়ে নেড়ে দিন। ব্যাপারগুলো খুবই ছোট ছোট। কিন্তু এগুলোর রেশ থাকে আজীবন। এরপর যখন আপনি মনের কথাগুলো বলবেন, তখন পুরো আবহটাই চমৎকার রূপে ধরা দেবে।
দরজায় ফুল রেখে আসুন
সরাসরি ভালোবাসার কথা বলার সুযোগ না হলে প্রিয় মানুষটির দরজার সামনে ফুলের বড় তোড়া রেখে আসুন। সম্ভব হলে তার ভেতর ছোট্ট চিরকুট বা কার্ড গুঁজে দিন। সঙ্গে থাকতে পারে চকলেটও। তবে এভাবে প্রেম নিবেদন তখনই করা ভালো, যদি মানুষটির সঙ্গে আপনার ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।
ডিনার ডেট
সহকর্মী বা বন্ধু এদের মধ্যে কারও প্রেমে পড়লে ও নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে ডিনার ডেটের নিমন্ত্রণ করতেই পারেন। ক্যান্ডেল লাইট ডিনারেই মনের কথা বলে ফেলতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও স্টাইলক্রেজ অবলম্বনে
ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১৫ ঘণ্টা আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২০ ঘণ্টা আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগেহেঁশেলের জানালা দিয়ে বৃষ্টি দেখছেন বুঝি? উফ, ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বৃষ্টিভেজা বাতাস বইছে। চট করে দুপুর বা রাতের খাবারের মেনুটা বদলে ফেলবেন নাকি? খিচুড়ির সঙ্গে একটা ভিন্ন পদের মুরগির মাংস হলে জমে যায় কিন্তু! আপনাদের জন্য চিকেন স্টিমার কারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি...
২ দিন আগে