শোভন সাহা
প্রশ্ন: আন্ডারআর্মের র্যাশ থেকে মুক্তির উপায় কী?
স্নিগ্ধা সাদিক, ঢাকা
আন্ডারআর্মে ময়লা জমে গেলে র্যাশ হতে পারে। তাই নিয়মিত পরিচ্ছন্নতার রুটিন মেনে চলতে হবে। আন্ডারআর্মে যদি অনেক বেশি লোম থাকে, তাহলে তা ভালোভাবে পরিষ্কার এবং আফটার শেভ লোশন ব্যবহার করতে হবে। আন্ডারআর্মে কখনোই ডিওডোরেন্ট স্প্রে ব্যবহার করা উচিত নয়। এর পরিবর্তে রোল অন পারফিউম ব্যবহার করা উত্তম।
প্রশ্ন: আমার ত্বক সংবেদনশীল। ইদানীং মুখে টোনার বা ক্রিম ব্যবহারের সময় ত্বক জ্বালা করে। কিন্তু ত্বকে ক্লিনজার, টোনার ও ময়শ্চারাইজার ছাড়া তেমন কিছুই ব্যবহার করি না। মেকআপও করি না কোনো অনুষ্ঠান না থাকলে।
বীণা গোমেজ, নাটোর
আপনি সম্ভবত দীর্ঘদিন কোনো ক্রিম ব্যবহার করেছেন মুখে, যার কারণে ত্বক এমন সংবেদনশীল হয়ে জ্বালা করছে। কিছুদিন ত্বককে একটু বিশ্রাম দিন। মুখে পেট্রোলিয়াম জেলি ছাড়া আর কিছুই ব্যবহার করবেন না আপাতত। এভাবে এক-দেড় মাস বিশ্রাম দিলে ত্বক পুরু ও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। এরপর একজন ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে কোন ধরনের ক্লিনজার, টোনার, সেরাম ও ক্রিম ব্যবহার করবেন, তা নির্বাচন করে নিতে পারেন।
প্রশ্ন: রং করা চুল মসৃণ করার জন্য কীভাবে যত্ন নিতে পারি?
রামিসা রহমান, চাঁদপুর
রং করার পর চুলে অবশ্যই কালার প্রোটেক্টিং শ্যাম্পু, কন্ডিশনার ও সেরাম ব্যবহার করতে হবে। এ ছাড়া পারলারে বিভিন্ন কালার প্রোটেক্টিং ট্রিটমেন্ট দেওয়া হয় চুলের জন্য। সেগুলো নিলেও উপকার পাবেন।
পরামর্শ: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
প্রশ্ন: আন্ডারআর্মের র্যাশ থেকে মুক্তির উপায় কী?
স্নিগ্ধা সাদিক, ঢাকা
আন্ডারআর্মে ময়লা জমে গেলে র্যাশ হতে পারে। তাই নিয়মিত পরিচ্ছন্নতার রুটিন মেনে চলতে হবে। আন্ডারআর্মে যদি অনেক বেশি লোম থাকে, তাহলে তা ভালোভাবে পরিষ্কার এবং আফটার শেভ লোশন ব্যবহার করতে হবে। আন্ডারআর্মে কখনোই ডিওডোরেন্ট স্প্রে ব্যবহার করা উচিত নয়। এর পরিবর্তে রোল অন পারফিউম ব্যবহার করা উত্তম।
প্রশ্ন: আমার ত্বক সংবেদনশীল। ইদানীং মুখে টোনার বা ক্রিম ব্যবহারের সময় ত্বক জ্বালা করে। কিন্তু ত্বকে ক্লিনজার, টোনার ও ময়শ্চারাইজার ছাড়া তেমন কিছুই ব্যবহার করি না। মেকআপও করি না কোনো অনুষ্ঠান না থাকলে।
বীণা গোমেজ, নাটোর
আপনি সম্ভবত দীর্ঘদিন কোনো ক্রিম ব্যবহার করেছেন মুখে, যার কারণে ত্বক এমন সংবেদনশীল হয়ে জ্বালা করছে। কিছুদিন ত্বককে একটু বিশ্রাম দিন। মুখে পেট্রোলিয়াম জেলি ছাড়া আর কিছুই ব্যবহার করবেন না আপাতত। এভাবে এক-দেড় মাস বিশ্রাম দিলে ত্বক পুরু ও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। এরপর একজন ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে কোন ধরনের ক্লিনজার, টোনার, সেরাম ও ক্রিম ব্যবহার করবেন, তা নির্বাচন করে নিতে পারেন।
প্রশ্ন: রং করা চুল মসৃণ করার জন্য কীভাবে যত্ন নিতে পারি?
রামিসা রহমান, চাঁদপুর
রং করার পর চুলে অবশ্যই কালার প্রোটেক্টিং শ্যাম্পু, কন্ডিশনার ও সেরাম ব্যবহার করতে হবে। এ ছাড়া পারলারে বিভিন্ন কালার প্রোটেক্টিং ট্রিটমেন্ট দেওয়া হয় চুলের জন্য। সেগুলো নিলেও উপকার পাবেন।
পরামর্শ: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
শিশুদের নিয়ে বিমান ভ্রমণে অনেকে ভয় পান। কিন্তু বাস্তবে ব্যাপারটা এত কঠিন নয়; বরং সঠিক প্রস্তুতি থাকলে শিশুকে নিয়ে বিমান ভ্রমণ হতে পারে স্মরণীয়।
২ মিনিট আগেবিদেশ ভ্রমণে গিয়ে সবার আগে পর্যটকেরা ইন্টারনেট সংযোগ নিয়ে সমস্যায় পড়েন। এয়ারপোর্টে নেমেই স্থানীয় সিম খোঁজা, নতুন প্যাকেজ নেওয়া, ফোনের সেটিংস পরিবর্তন—সব মিলিয়ে বিষয়টা বেশ সময়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ। এই সমস্যার আধুনিক সমাধান এখন ই-সিম বা ইলেকট্রনিক সিম।
১ ঘণ্টা আগেথাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর পাতায়ায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। একের পর এক অপরাধের ঘটনায় সমালোচনার মুখে পড়ে অবশেষে আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে শহরটির প্রশাসন। এবার নিরাপত্তা জোরদারে পাতায়া শহরে চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ড্রোন।
২ ঘণ্টা আগেকাজের জন্য ভ্রমণের ব্যাগ হালকা থাকা জরুরি। এতে এয়ারপোর্টের সিকিউরিটি সহজে পেরোনো যায়। এ ছাড়া মিটিং, খাবার কিংবা ক্লায়েন্টের সঙ্গে সাক্ষাতের সময় ভারী লাগেজ টানার পরিশ্রমও হবে না। আর ব্যাগ হালকা মানে লাগেজ ফি কম হওয়া।
২ ঘণ্টা আগে