ফিচার ডেস্ক
পাপোশের ওপর জুস, তেল বা ময়লার দাগ ঘরের সৌন্দর্যহানি ঘটায়। ঘরে থাকা কিছু উপাদান সঠিক অনুপাতে ব্যবহার করে এসব দাগ তুলে ফেলা সম্ভব।
তবে মনে রাখতে হবে, একই মিশ্রণ বা পরিষ্কারক দিয়ে সব প্রাকৃতিক ও কৃত্রিম তন্তু থেকে দাগ তোলা যায় না। তাই পরিষ্কার করার আগে অল্প মিশ্রণ পাপোশের কোনায় লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এ জন্য যেসব মিশ্রণ বা পরিষ্কারক কাজে লাগাতে পারেন:
ডিশ ওয়াশিং লিকুইড
১ কাপ কুসুম গরম পানিতে ২ থেকে ৩ ফোঁটা ডিশ ওয়াশিং লিকুইড মেশান। এবার পেপার টাওয়েল নিয়ে ঘষে দাগ তুলে নিন। চারদিক পরিষ্কার করার পর মাঝের জায়গাটা পরিষ্কার করুন। চাপ দিয়ে চেপে চেপে দাগ তুলে নিন।
সিরকা
সাদা সিরকা ও সমপরিমাণ পানি স্প্রে বোতলে ভরে নিন। পাপোশে স্প্রে করে পেপার টাওয়েল দিয়ে চাপ দিলে দাগ দূর হবে।
নেইলপলিশ রিমুভার
এর জন্য ড্রাই ফ্রি নেইলপলিশ রিমুভার প্রয়োজন হবে। নেইলপলিশের দাগ তুলতে সাদা কাপড় রিমুভারে ভিজিয়ে নিন। তারপর চেপে চেপে দাগ তুলে ফেলুন। মনে রাখবেন, দাগ পড়ার পর যত দ্রুত তা পরিষ্কার করবেন, তত ভালো ফল পাবেন।
বেকিং সোডা
সময়ের সঙ্গে সঙ্গে পাপোশে উৎকট গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধ দূর করতে বেকিং সোডা পুরো কার্পেটে ছড়িয়ে দিতে হবে। বেকিং সোডার এই গুঁড়া ১ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত রেখে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যত বেশি সময় বেকিং সোডা রাখা হবে, তত বেশি গন্ধ দূর হবে।
সূত্র: বেটার হোমস অ্যান্ড গার্ডেনস
পাপোশের ওপর জুস, তেল বা ময়লার দাগ ঘরের সৌন্দর্যহানি ঘটায়। ঘরে থাকা কিছু উপাদান সঠিক অনুপাতে ব্যবহার করে এসব দাগ তুলে ফেলা সম্ভব।
তবে মনে রাখতে হবে, একই মিশ্রণ বা পরিষ্কারক দিয়ে সব প্রাকৃতিক ও কৃত্রিম তন্তু থেকে দাগ তোলা যায় না। তাই পরিষ্কার করার আগে অল্প মিশ্রণ পাপোশের কোনায় লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এ জন্য যেসব মিশ্রণ বা পরিষ্কারক কাজে লাগাতে পারেন:
ডিশ ওয়াশিং লিকুইড
১ কাপ কুসুম গরম পানিতে ২ থেকে ৩ ফোঁটা ডিশ ওয়াশিং লিকুইড মেশান। এবার পেপার টাওয়েল নিয়ে ঘষে দাগ তুলে নিন। চারদিক পরিষ্কার করার পর মাঝের জায়গাটা পরিষ্কার করুন। চাপ দিয়ে চেপে চেপে দাগ তুলে নিন।
সিরকা
সাদা সিরকা ও সমপরিমাণ পানি স্প্রে বোতলে ভরে নিন। পাপোশে স্প্রে করে পেপার টাওয়েল দিয়ে চাপ দিলে দাগ দূর হবে।
নেইলপলিশ রিমুভার
এর জন্য ড্রাই ফ্রি নেইলপলিশ রিমুভার প্রয়োজন হবে। নেইলপলিশের দাগ তুলতে সাদা কাপড় রিমুভারে ভিজিয়ে নিন। তারপর চেপে চেপে দাগ তুলে ফেলুন। মনে রাখবেন, দাগ পড়ার পর যত দ্রুত তা পরিষ্কার করবেন, তত ভালো ফল পাবেন।
বেকিং সোডা
সময়ের সঙ্গে সঙ্গে পাপোশে উৎকট গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধ দূর করতে বেকিং সোডা পুরো কার্পেটে ছড়িয়ে দিতে হবে। বেকিং সোডার এই গুঁড়া ১ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত রেখে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যত বেশি সময় বেকিং সোডা রাখা হবে, তত বেশি গন্ধ দূর হবে।
সূত্র: বেটার হোমস অ্যান্ড গার্ডেনস
চিংড়ি ভাপা তো অনেক খেয়েছেন। কিন্তু তিলবাটা দিয়ে কখনো রেঁধেছেন? আপনাদের জন্য তিল চিংড়ি ভাপার রেসিপি ও ছবি পাঠিয়েছেন ‘সেরা রাঁধুনি ১৪২৭’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ ও রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
১২ ঘণ্টা আগেদ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতিবছর গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্সের মাধ্যমে বাসযোগ্যতাসহ কিছু মানদণ্ডের মাধ্যমে বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা তৈরি করে। ২০২৫ সালে এই সংস্থাটির তালিকায় বেশ পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে এই তালিকার শীর্ষে ছিল ভিয়েনা। এবার শীর্ষ বসবাসযোগ্য শহরের স্বীকৃতি...
১৭ ঘণ্টা আগেত্বকের পরিপূর্ণ আরাম ও যত্নের জন্য স্পার ভূমিকা অনেক। এই স্পা করতে যাঁরা স্যালন বা পারলারে যেতে পারেন না, তাঁরা ঘরে বসে নিজের মতো যত্ন নিতে পারেন। এর জন্য প্রয়োজন ইচ্ছা ও সময়। ঠিকমতো স্পা করতে পারলে ত্বক আর চুলের ইতিবাচক বদলটা নিজেই দেখতে পাবেন।
১৯ ঘণ্টা আগেওজন বাড়ার সঙ্গে হাঁটুব্যথা, হৃদ্রোগ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো শারীরিক অসুস্থতার ঝুঁকি বাড়ে। তেমনি ত্বকেও দেখা দেয় সোরিয়াসিস, ব্রণ এমনকি ক্যানসারসহ নানান সমস্যা ও রোগ।
২১ ঘণ্টা আগে