ফিচার ডেস্ক
পাপোশের ওপর জুস, তেল বা ময়লার দাগ ঘরের সৌন্দর্যহানি ঘটায়। ঘরে থাকা কিছু উপাদান সঠিক অনুপাতে ব্যবহার করে এসব দাগ তুলে ফেলা সম্ভব।
তবে মনে রাখতে হবে, একই মিশ্রণ বা পরিষ্কারক দিয়ে সব প্রাকৃতিক ও কৃত্রিম তন্তু থেকে দাগ তোলা যায় না। তাই পরিষ্কার করার আগে অল্প মিশ্রণ পাপোশের কোনায় লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এ জন্য যেসব মিশ্রণ বা পরিষ্কারক কাজে লাগাতে পারেন:
ডিশ ওয়াশিং লিকুইড
১ কাপ কুসুম গরম পানিতে ২ থেকে ৩ ফোঁটা ডিশ ওয়াশিং লিকুইড মেশান। এবার পেপার টাওয়েল নিয়ে ঘষে দাগ তুলে নিন। চারদিক পরিষ্কার করার পর মাঝের জায়গাটা পরিষ্কার করুন। চাপ দিয়ে চেপে চেপে দাগ তুলে নিন।
সিরকা
সাদা সিরকা ও সমপরিমাণ পানি স্প্রে বোতলে ভরে নিন। পাপোশে স্প্রে করে পেপার টাওয়েল দিয়ে চাপ দিলে দাগ দূর হবে।
নেইলপলিশ রিমুভার
এর জন্য ড্রাই ফ্রি নেইলপলিশ রিমুভার প্রয়োজন হবে। নেইলপলিশের দাগ তুলতে সাদা কাপড় রিমুভারে ভিজিয়ে নিন। তারপর চেপে চেপে দাগ তুলে ফেলুন। মনে রাখবেন, দাগ পড়ার পর যত দ্রুত তা পরিষ্কার করবেন, তত ভালো ফল পাবেন।
বেকিং সোডা
সময়ের সঙ্গে সঙ্গে পাপোশে উৎকট গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধ দূর করতে বেকিং সোডা পুরো কার্পেটে ছড়িয়ে দিতে হবে। বেকিং সোডার এই গুঁড়া ১ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত রেখে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যত বেশি সময় বেকিং সোডা রাখা হবে, তত বেশি গন্ধ দূর হবে।
সূত্র: বেটার হোমস অ্যান্ড গার্ডেনস
পাপোশের ওপর জুস, তেল বা ময়লার দাগ ঘরের সৌন্দর্যহানি ঘটায়। ঘরে থাকা কিছু উপাদান সঠিক অনুপাতে ব্যবহার করে এসব দাগ তুলে ফেলা সম্ভব।
তবে মনে রাখতে হবে, একই মিশ্রণ বা পরিষ্কারক দিয়ে সব প্রাকৃতিক ও কৃত্রিম তন্তু থেকে দাগ তোলা যায় না। তাই পরিষ্কার করার আগে অল্প মিশ্রণ পাপোশের কোনায় লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এ জন্য যেসব মিশ্রণ বা পরিষ্কারক কাজে লাগাতে পারেন:
ডিশ ওয়াশিং লিকুইড
১ কাপ কুসুম গরম পানিতে ২ থেকে ৩ ফোঁটা ডিশ ওয়াশিং লিকুইড মেশান। এবার পেপার টাওয়েল নিয়ে ঘষে দাগ তুলে নিন। চারদিক পরিষ্কার করার পর মাঝের জায়গাটা পরিষ্কার করুন। চাপ দিয়ে চেপে চেপে দাগ তুলে নিন।
সিরকা
সাদা সিরকা ও সমপরিমাণ পানি স্প্রে বোতলে ভরে নিন। পাপোশে স্প্রে করে পেপার টাওয়েল দিয়ে চাপ দিলে দাগ দূর হবে।
নেইলপলিশ রিমুভার
এর জন্য ড্রাই ফ্রি নেইলপলিশ রিমুভার প্রয়োজন হবে। নেইলপলিশের দাগ তুলতে সাদা কাপড় রিমুভারে ভিজিয়ে নিন। তারপর চেপে চেপে দাগ তুলে ফেলুন। মনে রাখবেন, দাগ পড়ার পর যত দ্রুত তা পরিষ্কার করবেন, তত ভালো ফল পাবেন।
বেকিং সোডা
সময়ের সঙ্গে সঙ্গে পাপোশে উৎকট গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধ দূর করতে বেকিং সোডা পুরো কার্পেটে ছড়িয়ে দিতে হবে। বেকিং সোডার এই গুঁড়া ১ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত রেখে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যত বেশি সময় বেকিং সোডা রাখা হবে, তত বেশি গন্ধ দূর হবে।
সূত্র: বেটার হোমস অ্যান্ড গার্ডেনস
সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি, ক্রমবর্ধমান অর্থনীতি এবং বিশ্ববিখ্যাত রন্ধনশৈলীর জন্য পরিচিত পোল্যান্ড। মধ্য ইউরোপের এই সুন্দর দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুযোগের এক আকর্ষণীয় কেন্দ্র। তৃতীয় দেশের নাগরিকেরা, যার মধ্যে বাংলাদেশিরাও অন্তর্ভুক্ত, পোল্যান্ডে স্থায়ী বসবাসের অনুমতিপত্রের জন্য আবেদন...
৬ ঘণ্টা আগেখাসির মাংসের নানান পদ তো রেঁধেছেন, এবার অতিথি এলে না হয় ভিন্ন স্বাদেই খাসির মাংস রান্না করলেন। আপনাদের জন্য সহজ উপায়ে খাসির মাংস রান্নার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেশরতের ভীষণ গরম। রাতের খাবারে মুখরোচক কোনো খাবার খেতে ইচ্ছা করছে? কিন্তু গরমে খেয়ে আরাম পাওয়া যাবে, এমন সহজ রান্না কী হতে পারে, তা ভেবেই পাচ্ছেন না, তাই তো? আপনাদের জন্য ভাজা কই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেঋতুভেদে ত্বকযত্নের উপকরণ বদলাতে হয়। নইলে সেই প্রবাদের মতো, সময়ের গান অসময়ে হয়ে যায়। তাতে ত্বকের উপকার হয় না। শরৎকালের আবহাওয়া খানিক উদ্ভ্রান্তের মতো আচরণ করে। এই প্রচণ্ড গরম তো এই বৃষ্টি। এদিকে সারাক্ষণ বইছে ঝিরিঝিরি হওয়া। ভ্যাপসা গরমে ঘাম হচ্ছে প্রচুর।
১ দিন আগে