বিভাবরী রায়
‘সারা মন কেন তুমি চোখে সাজালে,/ কত কী রয়েছে লেখা কাজলে কাজলে।’
কিশোর কুমারের গাওয়া এই গান গুনলেই ভেসে ওঠে এমন এক মুখশ্রী, যার চোখেই হৃদয়ের সব গল্প ফুটে উঠেছে। আর এ কারণেই হয়তো বলা হয়, চোখ মনের কথা বলে। চোখেই ভেসে ওঠে আনন্দের হাসি, চোখেই থাকে প্রেম আবার এ চোখেই লেখা থাকে বেদনার গল্প।
যাঁরা সাজতে একেবারেই পছন্দ করেন না, তাঁরাও বাইরে বের হলে চোখের নিচে বা ওপরে কাজল বুলিয়ে নেন। নারীর কাজলমাখা চোখ নিয়ে যুগ যুগ ধরে বহু গান, কবিতা লেখা হয়েছে। কেউ কাজলকালো চোখের প্রেমে পড়েছেন, কেউ এই চোখকে ভেবেছেন আশ্রয়। আবার এই চোখেই কেউ দেখেছেন নিজের ভবিষ্যৎ। কবি-সাহিত্য়িক-গীতিকারেরা নানান উপমা তৈরি করেছেন যাঁদের চোখ দেখে, তাঁদের বেশির ভাগেরই কিন্তু টানা কাজল বেশি পছন্দ। ‘কালো মেয়ের কালো হরিণ চোখ’ কিংবা ‘পাখির নীড়ের মতো’ বনলতা সেনের চোখ পেতে কত কসরতই না করতে হয়! টানা কাজলে চোখ সাজানোর ট্রেন্ডও চলছে এখন। কী করে সাজবেন টানা কাজলে?
চোখ সাজাতে যা যা লাগবে
টানা কাজলে চোখ সাজাতে প্রয়োজন হবে মাত্র দুটি জিনিস, ভালো ব্র্যান্ডের একটি প্রাইমার ও আইলাইনার। চোখ আরও বেশি ড্রামাটিক করে তুলতে লেন্স পরতে পারেন। তবে সটা একান্তই নিজের পছন্দ।
শুরুতে চোখে একটি ভালো বেস তৈরি করতে হবে। সে জন্য খুব ভালো করে চোখ পরিষ্কার, টোনিং ও ময়েশ্চারাইজ করে নিন। যদি আপনার চোখের চার পাশে লালচে, ডার্ক সার্কেল বা ফোলা ভাব থাকে, তবে চোখের সেরাম বা আই ক্রিম ব্যবহার করুন। এরপর চোখের পাতায় মেকআপ ভালোভাবে বসবে, সেটা নিশ্চিত করতে প্রাইমার লাগিয়ে নিন।
এবার পালা আইলাইনার বাছাইয়ের। বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও ধরনের আইলাইনার পাওয়া যায়। আপনি বেছে নিতে পারেন লিকুইড আইলাইনার, যেগুলো সরু ব্রাশ দিয়ে সহজেই চোখে ব্যবহার করা যায়। অথবা বেছে নিতে পারেন জেল-বেসড আইলাইনার। ক্যাটস আই আঁকার ক্ষেত্রে সাধারণত বাঁকানো ব্রাশ ভালো কাজে দেয়। চেষ্টা করবেন ফেল্ট টিপ ব্রাশ বেছে নিতে। তাহলে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে ক্যাটস আই আঁকা বেশি সহজ হবে।
প্রস্তুতি শেষ হলে এবার ধাপে ধাপে চোখ সাজানো শুরু করুন।
কাজল ব্যবহারে সতর্কতা
⦁ অন্যের ব্যবহার করা কাজল ব্যবহার করবেন না। এতে চোখের সংক্রমণ ছড়াতে পারে।
⦁ ঘুমানোর আগে কাজল পরিষ্কার করুন।
⦁ চোখ ওঠা বা চোখে কোনো ধরনের সংক্রমণ থাকলে কাজল ব্যবহার করবেন না।
⦁ দীর্ঘ সময় ধরে চোখে কাজল রাখা যাবে না। তাতে চোখে জ্বালা বা লাল হয়ে যাওয়াসহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য
‘সারা মন কেন তুমি চোখে সাজালে,/ কত কী রয়েছে লেখা কাজলে কাজলে।’
কিশোর কুমারের গাওয়া এই গান গুনলেই ভেসে ওঠে এমন এক মুখশ্রী, যার চোখেই হৃদয়ের সব গল্প ফুটে উঠেছে। আর এ কারণেই হয়তো বলা হয়, চোখ মনের কথা বলে। চোখেই ভেসে ওঠে আনন্দের হাসি, চোখেই থাকে প্রেম আবার এ চোখেই লেখা থাকে বেদনার গল্প।
যাঁরা সাজতে একেবারেই পছন্দ করেন না, তাঁরাও বাইরে বের হলে চোখের নিচে বা ওপরে কাজল বুলিয়ে নেন। নারীর কাজলমাখা চোখ নিয়ে যুগ যুগ ধরে বহু গান, কবিতা লেখা হয়েছে। কেউ কাজলকালো চোখের প্রেমে পড়েছেন, কেউ এই চোখকে ভেবেছেন আশ্রয়। আবার এই চোখেই কেউ দেখেছেন নিজের ভবিষ্যৎ। কবি-সাহিত্য়িক-গীতিকারেরা নানান উপমা তৈরি করেছেন যাঁদের চোখ দেখে, তাঁদের বেশির ভাগেরই কিন্তু টানা কাজল বেশি পছন্দ। ‘কালো মেয়ের কালো হরিণ চোখ’ কিংবা ‘পাখির নীড়ের মতো’ বনলতা সেনের চোখ পেতে কত কসরতই না করতে হয়! টানা কাজলে চোখ সাজানোর ট্রেন্ডও চলছে এখন। কী করে সাজবেন টানা কাজলে?
চোখ সাজাতে যা যা লাগবে
টানা কাজলে চোখ সাজাতে প্রয়োজন হবে মাত্র দুটি জিনিস, ভালো ব্র্যান্ডের একটি প্রাইমার ও আইলাইনার। চোখ আরও বেশি ড্রামাটিক করে তুলতে লেন্স পরতে পারেন। তবে সটা একান্তই নিজের পছন্দ।
শুরুতে চোখে একটি ভালো বেস তৈরি করতে হবে। সে জন্য খুব ভালো করে চোখ পরিষ্কার, টোনিং ও ময়েশ্চারাইজ করে নিন। যদি আপনার চোখের চার পাশে লালচে, ডার্ক সার্কেল বা ফোলা ভাব থাকে, তবে চোখের সেরাম বা আই ক্রিম ব্যবহার করুন। এরপর চোখের পাতায় মেকআপ ভালোভাবে বসবে, সেটা নিশ্চিত করতে প্রাইমার লাগিয়ে নিন।
এবার পালা আইলাইনার বাছাইয়ের। বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও ধরনের আইলাইনার পাওয়া যায়। আপনি বেছে নিতে পারেন লিকুইড আইলাইনার, যেগুলো সরু ব্রাশ দিয়ে সহজেই চোখে ব্যবহার করা যায়। অথবা বেছে নিতে পারেন জেল-বেসড আইলাইনার। ক্যাটস আই আঁকার ক্ষেত্রে সাধারণত বাঁকানো ব্রাশ ভালো কাজে দেয়। চেষ্টা করবেন ফেল্ট টিপ ব্রাশ বেছে নিতে। তাহলে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে ক্যাটস আই আঁকা বেশি সহজ হবে।
প্রস্তুতি শেষ হলে এবার ধাপে ধাপে চোখ সাজানো শুরু করুন।
কাজল ব্যবহারে সতর্কতা
⦁ অন্যের ব্যবহার করা কাজল ব্যবহার করবেন না। এতে চোখের সংক্রমণ ছড়াতে পারে।
⦁ ঘুমানোর আগে কাজল পরিষ্কার করুন।
⦁ চোখ ওঠা বা চোখে কোনো ধরনের সংক্রমণ থাকলে কাজল ব্যবহার করবেন না।
⦁ দীর্ঘ সময় ধরে চোখে কাজল রাখা যাবে না। তাতে চোখে জ্বালা বা লাল হয়ে যাওয়াসহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য
২০৫০ সালের মধ্যে ডুবে যেতে পারে টুভালু। বিশ্বে প্রথম পরিবেশ ভিত্তিক গণ-পুনর্বাসন পরিকল্পনা করা হয়েছে টুভালুকে নিয়ে। টুভালুর মানুষদের জন্য প্রথম জলবায়ু ভিত্তিক অভিবাসন ‘ক্লাইমেট ভিসা’ চালু করেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডও দেশটির জন্য বিশেষ কোটায় ভিসার ব্যবস্থা করেছে।
৪ ঘণ্টা আগেবিষয়টি এখন বেশ জটিল হয়ে গেছে। একদিকে ব্যক্তিজীবন, পরিবার, সামাজিকতা আর অন্যদিকে অফিসের কাজ, প্রমোশন, ক্যারিয়ার। এ দুটির মধ্যে ভারসাম্য রক্ষা সত্যি কঠিন হয়ে গেছে এখন। অথচ এই দুটির ভারসাম্যের কথা সব সময় বলা হয়। কীভাবে এটি করবেন?
৬ ঘণ্টা আগে১৮৪১ সালে ব্রিটিশ উদ্যোক্তা টমাস কুক প্রথম বাণিজ্যিক ভ্রমণসেবা চালু করেন। এই উদ্যোগই পরবর্তীকালে ট্রাভেল এজেন্সির ভিত্তি তৈরি করে দেয়। তাঁর এই যুগান্তকারী পদক্ষেপ পর্যটনশিল্পকে বদলে দিয়েছে অতিদ্রুত। সাধারণ মানুষকে সহজে ও সস্তায় ভ্রমণ করার সুযোগ এনে দিয়েছে।
১ দিন আগেবৃষ্টির পানিতে গোসল করারও অনেক সুফল রয়েছে। ত্বক, চুল ও শরীরের জন্য বেশ উপকারী বৃষ্টির পানি। তবে বলে রাখা ভালো, বৃষ্টি শুরুর প্রথম কিছুক্ষণ না ভেজা ভালো। বৃষ্টির প্রথম ধাক্কায় বায়ুমণ্ডলে থাকা ধূলিকণা কিংবা অন্যান্য ক্ষতিকর পদার্থ মাটিতে নেমে যায়। তারপর ইচ্ছেমতো ভিজুন।
১ দিন আগে