Ajker Patrika

কত কী রয়েছে লেখা কাজলে কাজলে

বিভাবরী রায়
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৯: ৩৯
টানা কাজলে চোখ সাজানোর ট্রেন্ড চলছে এখন। মডেল: লোপা মুদ্রা দাস, ছবি: ফুহাদ হাসান
টানা কাজলে চোখ সাজানোর ট্রেন্ড চলছে এখন। মডেল: লোপা মুদ্রা দাস, ছবি: ফুহাদ হাসান

‘সারা মন কেন তুমি চোখে সাজালে,/ কত কী রয়েছে লেখা কাজলে কাজলে।’

কিশোর কুমারের গাওয়া এই গান গুনলেই ভেসে ওঠে এমন এক মুখশ্রী, যার চোখেই হৃদয়ের সব গল্প ফুটে উঠেছে। আর এ কারণেই হয়তো বলা হয়, চোখ মনের কথা বলে। চোখেই ভেসে ওঠে আনন্দের হাসি, চোখেই থাকে প্রেম আবার এ চোখেই লেখা থাকে বেদনার গল্প।

যাঁরা সাজতে একেবারেই পছন্দ করেন না, তাঁরাও বাইরে বের হলে চোখের নিচে বা ওপরে কাজল বুলিয়ে নেন। নারীর কাজলমাখা চোখ নিয়ে যুগ যুগ ধরে বহু গান, কবিতা লেখা হয়েছে। কেউ কাজলকালো চোখের প্রেমে পড়েছেন, কেউ এই চোখকে ভেবেছেন আশ্রয়। আবার এই চোখেই কেউ দেখেছেন নিজের ভবিষ্যৎ। কবি-সাহিত্য়িক-গীতিকারেরা নানান উপমা তৈরি করেছেন যাঁদের চোখ দেখে, তাঁদের বেশির ভাগেরই কিন্তু টানা কাজল বেশি পছন্দ। ‘কালো মেয়ের কালো হরিণ চোখ’ কিংবা ‘পাখির নীড়ের মতো’ বনলতা সেনের চোখ পেতে কত কসরতই না করতে হয়! টানা কাজলে চোখ সাজানোর ট্রেন্ডও চলছে এখন। কী করে সাজবেন টানা কাজলে?

টানা কাজলে চোখ সাজাতে প্রয়োজন হবে মাত্র দুটি জিনিস, ভালো ব্র্যান্ডের একটি প্রাইমার ও আইলাইনার। মডেল: লোপা মুদ্রা দাস, ছবি: ফুহাদ হাসান
টানা কাজলে চোখ সাজাতে প্রয়োজন হবে মাত্র দুটি জিনিস, ভালো ব্র্যান্ডের একটি প্রাইমার ও আইলাইনার। মডেল: লোপা মুদ্রা দাস, ছবি: ফুহাদ হাসান

চোখ সাজাতে যা যা লাগবে

টানা কাজলে চোখ সাজাতে প্রয়োজন হবে মাত্র দুটি জিনিস, ভালো ব্র্যান্ডের একটি প্রাইমার ও আইলাইনার। চোখ আরও বেশি ড্রামাটিক করে তুলতে লেন্স পরতে পারেন। তবে সটা একান্তই নিজের পছন্দ।

শুরুতে চোখে একটি ভালো বেস তৈরি করতে হবে। সে জন্য খুব ভালো করে চোখ পরিষ্কার, টোনিং ও ময়েশ্চারাইজ করে নিন। যদি আপনার চোখের চার পাশে লালচে, ডার্ক সার্কেল বা ফোলা ভাব থাকে, তবে চোখের সেরাম বা আই ক্রিম ব্যবহার করুন। এরপর চোখের পাতায় মেকআপ ভালোভাবে বসবে, সেটা নিশ্চিত করতে প্রাইমার লাগিয়ে নিন।

লিকুইড ও জেল-বেসড আইলাইনার ব্যবহার করতে পারেন চোখে কাজল দেওয়ার জন্য। মডেল: লোপা মুদ্রা দাস, ছবি: ফুহাদ হাসান
লিকুইড ও জেল-বেসড আইলাইনার ব্যবহার করতে পারেন চোখে কাজল দেওয়ার জন্য। মডেল: লোপা মুদ্রা দাস, ছবি: ফুহাদ হাসান

এবার পালা আইলাইনার বাছাইয়ের। বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও ধরনের আইলাইনার পাওয়া যায়। আপনি বেছে নিতে পারেন লিকুইড আইলাইনার, যেগুলো সরু ব্রাশ দিয়ে সহজেই চোখে ব্যবহার করা যায়। অথবা বেছে নিতে পারেন জেল-বেসড আইলাইনার। ক্যাটস আই আঁকার ক্ষেত্রে সাধারণত বাঁকানো ব্রাশ ভালো কাজে দেয়। চেষ্টা করবেন ফেল্ট টিপ ব্রাশ বেছে নিতে। তাহলে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে ক্যাটস আই আঁকা বেশি সহজ হবে।

প্রস্তুতি শেষ হলে এবার ধাপে ধাপে চোখ সাজানো শুরু করুন।

  • প্রথমে চোখের ওপরের ল্যাশ লাইন ধরে ধীরে ধীরে দাগ টানুন। ছোট ছোট স্ট্রোক দিয়ে শুরু করুন। তাড়াহুড়ো করলে দাগ বাঁকা হয়ে যেতে পারে। আপনি যদি অল্প অল্প করে দাগ টানতে থাকেন, তাহলে প্রয়োজনমতো ধীরে ধীরে পুরুত্ব বাড়াতে পারবেন।
  • আপনার ক্যাটস আই সাজে চোখের কোনায় যে বাঁকানো ডানার (ফ্লিক) মতো আকৃতিটি থাকে, তা কতটুকু লম্বা ও বাঁকানো হবে, সেটা এবার ঠিক করতে হবে। এ ক্ষেত্রে সব থেকে সহজ হবে আপনার চোখের প্রাকৃতিক আকৃতি অনুসরণ করা। কল্পনা করুন, আপনার চোখের নিচের ল্যাশ লাইনটি প্রসারিত হলে কেমন দেখাতে পারে। সেই আন্দাজ করে ডানার মতো অংশে একটা আউটলাইন এঁকে নিন। আঁকার জন্য আইশ্যাডো ও ছোট কোনাচে ধরনের ব্রাশ ব্যবহার করুন।
  • একবার ডানার আকৃতির একটা অবয়ব এঁকে নিলে বাকিটা বেশ সহজ। আইলাইনার ব্যবহার করে ছোট ছোট বিন্দু এঁকে ফ্লিকের চূড়ান্ত আকৃতি নির্ধারণ করে নিন। আঁকা নিয়ে সন্তুষ্ট হলে পরে বিন্দুগুলো যোগ করে দিন এবং আপনার ল্যাশ লাইনের ওপরে যে লাইনটি আঁকা হয়েছে, তার সঙ্গে যুক্ত করুন। এবার ফাঁপা আকৃতির মাঝের অংশ পূরণ করুন।
  • যদি আকৃতিটি একটু ঘোলাটে হয় অথবা আঁকার সময় কোনো ভুল হয়ে যায়, তাহলে আপনি তা সংশোধন করতে কটন সোয়াব বা কনসিলার ব্যবহার করতে পারেন।

কাজল ব্যবহারে সতর্কতা

⦁ অন্যের ব্যবহার করা কাজল ব্যবহার করবেন না। এতে চোখের সংক্রমণ ছড়াতে পারে।

⦁ ঘুমানোর আগে কাজল পরিষ্কার করুন।

⦁ চোখ ওঠা বা চোখে কোনো ধরনের সংক্রমণ থাকলে কাজল ব্যবহার করবেন না।

⦁ দীর্ঘ সময় ধরে চোখে কাজল রাখা যাবে না। তাতে চোখে জ্বালা বা লাল হয়ে যাওয়াসহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।

সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সালিস না মেনে মামলা, ক্ষিপ্ত মেম্বার-চেয়ারম্যানরা হত্যা করেন মা ও ছেলে-মেয়েকে: র‍্যাব

‘ভিজিএফ কার্ড চাওয়ায়’ নারীনেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন করেন বিএনপি নেতা

নিউইয়র্কে মামদানির জয়ে ক্ষোভে ফুঁসছে মোদি সমর্থকেরা

‘আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট’ মালয়েশিয়াফেরত ৩ জন, মামলার প্রস্তুতি

বিশেষ বিমানে ২৫০ জনকে সীমান্তে এনেছে ভারত, শিগগিরই ‘পুশইন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত