একঘেয়ে চোখসাজের দিন শেষ। উৎসবের সাজে চোখ সাজাতে নজর দেওয়া চাই চলতি ট্রেন্ডে। আবার ঋতুর কথা ভুললে চলবে কেন? শীতল হাওয়া যখন বইছে চারদিকে, তখন চোখের সাজেই উষ্ণতা খুঁজে নিন। তা ছাড়া শীতের কাপড়ে যখন উৎসবের রঙিন পোশাক আধখানি ঢেকেই রয়েছে, তখন সাজসজ্জার পর্বটা চোখের পাতায় সেরে নেওয়াই ভালো নয় কি! লাল ও সবুজ রঙে কীভাবে চোখ সাজাবেন, সেই পরামর্শ দিয়েছেন শোভন মেকওভারের স্বত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা। লিখেছেন সানজিদা সামরিন।
আপার আইলিডে সমৃদ্ধির সবুজ
পোশাক যদি হয় একরঙা বা প্রিন্টের সবুজ, তাহলে চোখের ওপরের পাতাজুড়ে সবুজ আইশ্যাডো ব্রাশ করে নিতে পারেন। শিমারি হলে খুব ভালো দেখাবে। ম্যাটও মন্দ হবে না, যদি ফলস আইল্যাশ পরে মাসকারা বুলিয়ে নেওয়া যায়। চোখের ওপরের পাতায় ফেলিন স্টাইলে আইলাইনার বুলিয়ে নিতে পারেন। কনট্রাস্ট বজায় রাখতে ঠোঁটে ও গালে হালকা গোলাপি, পিচ বা ন্যুড রঙের লিপস্টিক ও ব্লাশন বুলিয়ে নিতে পারেন।
চোখের পাতায় শক্তির লাল
চোখের পাতাজুড়ে লাল রঙের আইশ্যাডো দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না; বরং চোখের পাতায় সবুজের কোনো শেড বুলিয়ে ক্রিজ ডিফাইন করতে পারেন লাল বা মেরুন রঙের আইলাইনার দিয়ে। এ ক্ষেত্রে ঠোঁটে লাল লিপস্টিক পরা যেতে পারে। চোখ ফোকাসে রাখতে চাইলে ঠোঁটে বুলিয়ে নিন ন্য়ুড শেডের কোনো লিপ কালার।
লাইনিংয়েই কাজ সারা
সবুজ: শুধু কালারফুল আইলাইনার বা কাজল দিয়েই কিন্তু চোখ সাজাতে পারেন। সবুজ আই পেনসিল বা লাইনার দিয়ে চোখের ওপরে উইংস টেনে নিতে
পারেন। ভ্রুর নিচে একটু হাইলাইটার বুলিয়ে নিন। মেকআপ শেষ করুন ঠোঁটে কুল টোনের লিপস্টিক দিয়ে। এই চোখের সাজের সঙ্গে একরঙা সাটিনের সবুজ কোনো শেডের পোশাক ভালো লাগবে।
লাল: লাল রঙের কোনো শেডের আই পেনসিল দিয়ে চোখের ওপর মোটা করে রেখা টানুন। শিমারি লাল আইশ্যাডো এক কোট বুলিয়ে নিন এই রেখার ওপর। কালো রঙের আইলাইনার দিয়ে চিকন রেখা টেনে নিন চোখের ওপর। এবার লাল লিপস্টিক বুলিয়ে নিন ঠোঁটে।
একঘেয়ে চোখসাজের দিন শেষ। উৎসবের সাজে চোখ সাজাতে নজর দেওয়া চাই চলতি ট্রেন্ডে। আবার ঋতুর কথা ভুললে চলবে কেন? শীতল হাওয়া যখন বইছে চারদিকে, তখন চোখের সাজেই উষ্ণতা খুঁজে নিন। তা ছাড়া শীতের কাপড়ে যখন উৎসবের রঙিন পোশাক আধখানি ঢেকেই রয়েছে, তখন সাজসজ্জার পর্বটা চোখের পাতায় সেরে নেওয়াই ভালো নয় কি! লাল ও সবুজ রঙে কীভাবে চোখ সাজাবেন, সেই পরামর্শ দিয়েছেন শোভন মেকওভারের স্বত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা। লিখেছেন সানজিদা সামরিন।
আপার আইলিডে সমৃদ্ধির সবুজ
পোশাক যদি হয় একরঙা বা প্রিন্টের সবুজ, তাহলে চোখের ওপরের পাতাজুড়ে সবুজ আইশ্যাডো ব্রাশ করে নিতে পারেন। শিমারি হলে খুব ভালো দেখাবে। ম্যাটও মন্দ হবে না, যদি ফলস আইল্যাশ পরে মাসকারা বুলিয়ে নেওয়া যায়। চোখের ওপরের পাতায় ফেলিন স্টাইলে আইলাইনার বুলিয়ে নিতে পারেন। কনট্রাস্ট বজায় রাখতে ঠোঁটে ও গালে হালকা গোলাপি, পিচ বা ন্যুড রঙের লিপস্টিক ও ব্লাশন বুলিয়ে নিতে পারেন।
চোখের পাতায় শক্তির লাল
চোখের পাতাজুড়ে লাল রঙের আইশ্যাডো দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না; বরং চোখের পাতায় সবুজের কোনো শেড বুলিয়ে ক্রিজ ডিফাইন করতে পারেন লাল বা মেরুন রঙের আইলাইনার দিয়ে। এ ক্ষেত্রে ঠোঁটে লাল লিপস্টিক পরা যেতে পারে। চোখ ফোকাসে রাখতে চাইলে ঠোঁটে বুলিয়ে নিন ন্য়ুড শেডের কোনো লিপ কালার।
লাইনিংয়েই কাজ সারা
সবুজ: শুধু কালারফুল আইলাইনার বা কাজল দিয়েই কিন্তু চোখ সাজাতে পারেন। সবুজ আই পেনসিল বা লাইনার দিয়ে চোখের ওপরে উইংস টেনে নিতে
পারেন। ভ্রুর নিচে একটু হাইলাইটার বুলিয়ে নিন। মেকআপ শেষ করুন ঠোঁটে কুল টোনের লিপস্টিক দিয়ে। এই চোখের সাজের সঙ্গে একরঙা সাটিনের সবুজ কোনো শেডের পোশাক ভালো লাগবে।
লাল: লাল রঙের কোনো শেডের আই পেনসিল দিয়ে চোখের ওপর মোটা করে রেখা টানুন। শিমারি লাল আইশ্যাডো এক কোট বুলিয়ে নিন এই রেখার ওপর। কালো রঙের আইলাইনার দিয়ে চিকন রেখা টেনে নিন চোখের ওপর। এবার লাল লিপস্টিক বুলিয়ে নিন ঠোঁটে।
২০২৪ সালের এপ্রিলে কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর শিল্পী লিসা লাবুবু পুতুল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ইনস্টাগ্রাম স্টোরিই লাবুবুকে জনপ্রিয় করে তোলে। ২০১৯ সালে বাজারে এলেও এত বছরে খুব একটা জনপ্রিয়তা পায়নি বিদঘুটে দেখতে এই পুতুলগুলো।
৮ ঘণ্টা আগেএখন আমড়ার সময়। বাজারে বেশ সস্তায় পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের আমড়া। শখের রাঁধুনি যাঁরা এই প্রথমবারের মতো আমড়ার আচার তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য আমড়া কুচির টক ঝাল মিষ্টি আচারের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগেঅফিস থেকে বাড়ি ফিরেই তড়িঘড়ি—দাওয়াতে যেতে হবে। ওদিকে সারা দিনের স্ট্রেসে ত্বক নিষ্প্রভ দেখাচ্ছে। বেশ সময় নিয়ে ত্বকচর্চা করার উপায়ও তো নেই, তাহলে? ঝটপট ত্বকের ক্লান্তি দূর করতে কয়েকটা টোটকা জেনে নিলেই সমস্যা থেকে মুক্তি মিলবে।
১ দিন আগেএকজন গর্ভবতী তাঁর অনাগত সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে প্রস্তুতি নেন। এ সময় তিনি সঙ্গীর কাছ থেকে ভালোবাসা, সাহায্য ও সহমর্মিতা আশা করেন। এসব পাওয়ার পরিবর্তে যদি তিনি আবিষ্কার করেন, তাঁর সঙ্গী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন; তাহলে এর ফল তাঁর শরীর ও মনের ওপর প্রভাব ফেলে। পাশাপাশি অনাগত সন্তানের...
১ দিন আগে