Ajker Patrika

বিশুদ্ধ ত্বকের রহস্য

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৮: ০৯
বিশুদ্ধ ত্বকের রহস্য

ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ। এখন বিভিন্ন ধরনের দূষণ যেভাবে বেড়েছে, তাতে এর বিরূপ প্রভাব ত্বকে পড়বে এটাই স্বাভাবিক। এ ছাড়া মেকআপ, ধুলোবালি, তেল, মরা কোষ ও ব্যাকটেরিয়া ত্বকে জমে রোমকূপ বন্ধ করে দেয়। ফলে দিনে দিনে ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে, দেখা দেয় ব্রণ, র‍্যাশসহ অন্যান্য সমস্যা। যদি ত্বককে খুব বেশি নিষ্প্রভ দেখায়, অতিরিক্ত ব্রণ দেখা দেয় ও কোমলতা হারিয়ে যায়, তাহলে বুঝতে হবে এখনই সময় ত্বককে ডিটক্স করার।

ত্বক ডিটক্স করা মানে হচ্ছে আমাদের ত্বকে যেসব ক্ষতিকর উপাদান, দূষণ ও মরা কোষ জমে আছে, সেগুলো যতটা সম্ভব গভীর থেকে অপসারণ করা। ত্বক ডিটক্স বা বিষমুক্তকরণকে রোজকার অভ্যাসে রূপান্তর করতে পারলে ত্বকের হারানো জৌলুশ ফিরে পাওয়া সম্ভব।

স্নান

রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘শরীর ডিটক্স বা বিষমুক্ত করার সবচেয়ে সহজ উপায় নিয়মিত স্নান করা। অনেকে শীতের সময় প্রতিদিন স্নান করতে অনীহা প্রকাশ করেন। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ এ সময়ে অনেক ধুলোবালি থাকে।’

হালকা গরম পানিতে একটুখানি এপসম লবণ বা স্নানের উপযোগী যেকোনো লবণ ও কয়েক ফোঁটা এসেনশিয়াল তেল মেশান। এবার সেই পানিতে গোসল সেরে নিন। খুব ঝরঝরে লাগবে। জানান শারমিন কচি।

জেনে রাখা ভালো

  • স্নানের সময় প্রথমে ঈষদুষ্ণ ও পরে ঠান্ডা পানি ব্যবহার করুন। এতে রোমকূপ দিয়ে ত্বকের গভীরে জমা হওয়া দূষিত পদার্থ সহজে বের হয়ে আসবে।
  •  ব্যায়ামের পর অবশ্যই মুখ ভালো ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলতে হবে। কারণ ঘাম ত্বকে রেখে দেওয়া মানে ব্যাকটেরিয়াকে স্বাগত জানানো।
  • ব্যবহৃত সেলফোন থেকেও অনেক সময় ত্বকে ব্যাকটেরিয়া চলে আসতে পারে। তাই ফোনের স্ক্রিন নিয়মিত স্যানিটাইজ করুন।

 মুখে বারবার হাত দেওয়ার অভ্যাস থেকে বিরত থাকুন। এতে করে তেল, ধুলো, ময়লা ও জীবাণু ত্বকের সংস্পর্শে আসতে পারে।

ছবি: পেক্সেলসডিটক্স পানি

‘ত্বককে বিষমুক্ত করতে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। এর মাধ্যমে শরীরে জমা বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। আর ত্বকে স্বাভাবিক জেল্লা ফুটে ওঠে। শরীর ও ত্বককে বিষমুক্ত করতে ডিটক্স পানি পান করা যায়। ঘরোয়া উপায়ে এই পানি বানানো যায়। এক গ্লাস পানিতে লেবু ও শসা গোল গোল করে কেটে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এর মধ্য়ে একটু আদাকুচিও দেওয়া যায়। সকালে খালি পেটে এই পানি পান করুন।’

ডিটক্স প্যাক উজ্জ্বল, সজীব ত্বকের গোপন রহস্য।
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ

ত্বক থেকে সহজে বিষাক্ত উপাদান অপসারণ করতে প্রাকৃতিক উপকরণে তৈরি প্যাক ব্যবহার করা যেতে পারে।

কয়েকটি প্যাক:

একটা বাটিতে ১ চামচ নিমপাতাবাটা, ১ চামচ বেসন, গোলাপজল ও ১ চা-চামচ দই মিশিয়ে নিন। এ মিশ্রণটি ১০ মিনিট মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে ফেলুন। ত্বক নরম ও উজ্জ্বল হবে।

মডেল: ফারজানা জেরিন মেকআপ: হাসান খান২ চা-চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে আধা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ পুরো শরীরে ম্যাসাজ করে এক ঘণ্টা অপেক্ষা করুন। এরপর ছোট তোয়ালে দিয়ে ত্বক ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে স্নান করে নিন। ত্বক বিষমুক্ত করার জন্য এটা খুব ভালো ও সহজ উপায়।

কোকো পাউডার, কফি, মধু আর টক দই পরিমাণমতো মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। আধা শুকনো হলে ম্যাসাজ করে স্নান করে ফেলুন। চটজলদি ত্বক গভীরভাবে পরিচ্ছন্ন করতে এই প্যাকটির জুড়ি নেই।

সপ্তাহে দুই দিন পানিতে নিমপাতা সেদ্ধ করে সেই পানির ভাপ নিন ৫-৭ মিনিট। এতে মুখ থেকে জীবাণু সব বেরিয়ে আসবে। তবে ভাপ নেওয়ার আগে মুখ ভালোভাবে ডিপ ক্লিনজিং ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। ভাপ নেওয়ার পর কাপড়ে বরফ পেঁচিয়ে পুরো মুখে ঘষে নিন। এতে রোমকূপগুলো বন্ধ হয়ে যাবে। ধুলোবালি প্রবেশ করবে না।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত