৩০ বছর বয়সী পোলিশ নারী ক্যারোলিনাকে অনেকেই রূপকথার রুপাঞ্জেল বলে ডাকেন। কারণ নিজের উচ্চতার চেয়েও দীর্ঘ তার মাথার চুলগুলো। এত দীর্ঘ চুল হওয়ার পেছনে কারণও আছে।
ক্যারোলিনা চেকোভস্কার তখন ১৯ বছর বয়স। সেই বয়সেই একটি পারলারে গিয়ে মাথার বাড়ন্ত চুলগুলোকে মাত্র ৩০ সেন্টিমিটার ছোট করেছিলেন তিনি। এতেই খেপে আগুন তার মা আর নানি। আর কখনোই চুল কাটা যাবে না-বলে দেন তারা।
এর পর থেকে আর কখনোই চুল কাটেননি ক্যারোলিনা। চুলের স্বাস্থ্য ধরে রাখতে মাঝে মাঝে চুলের মাথাগুলো একটু ছেঁটে দেন শুধু। এ কাজে তার মা, নানি, বোন এমনকি প্রেমিকও সহযোগিতা করেন।
বর্তমানে ক্যারোলিনার চুলের দৈর্ঘ্য অন্তত ৫ ফুট ৯ ইঞ্চি। যদিও তার দেহের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। এ জন্য তাকে অনেক সমস্যায়ও পড়তে হয়। প্রায়ই চুলের ওপর পা পড়ে যায় তার। এক অনুষ্ঠানে তো একবার তার চুলের ওপর চেয়ারের পায়া পড়ে গিয়েছিল। আর বন্ধুরা মাঝে মধ্যেই পাশে বসতে গিয়ে তার চুলের ওপর বসে পড়ে। দুর্ঘটনায় আঘাত এড়াতে তাই চুলগুলোকে বেশির ভাগ সময় খোঁপা করেই রাখেন। আর ঘুমানোর সময় এগুলোকে বেণি করেন। স্বাস্থ্য ধরে রাখতে ব্যবহার করেন তেল।
অনলাইনে কেউ কেউ চুলগুলো নিয়ে বাজে মন্তব্য করেন। এমনকি কুৎসিত বলতেও ছাড়েননি দু-একজন। তবে এমন চুলের জন্য ক্যারোলিন প্রশংসাই পান বেশি। চুলের বৈশিষ্ট্যের কারণে ইনস্টাগ্রামে তার ফলোয়ারও বাড়ছে ধীরে ধীরে।
চুলের দৈর্ঘ্য নিয়ে তিনি বলেন, ‘আমার চুল সব সময় যে দীর্ঘ ছিল এমন নয়। শিশুকালে এই চুলগুলো আমার কাঁধ অবধি ছিল। কৈশোরে এগুলো আমার কোমর ছুঁয়ে ফেলে। তখন থেকেই এগুলোকে আরও বাড়তে দিতে শুরু করি।’
তিনি জানান, হাইস্কুল শেষে চুলগুলো যখন ঊরু ছুঁতো, সেময়ই কিছুটা ছেঁটে ফেলেছিলেন। এরপরই চুল কাটায় বাগড়া দেন মা আর নানি।
ক্যারোলিনা আরও জানান, তার পরিবারের অন্য নারীদের চুলও স্বাভাবিকের চেয়ে একটু বেশি লম্বা। তাই নিজের দীর্ঘ চুলের জন্য উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনকেও কিছুটা কৃতিত্ব দেন তিনি।
আজকাল যারা চুল লম্বা করতে চান তাদের প্রায়ই নানা পরামর্শ ও উপদেশ দেন ক্যারোলিনা। তিনি বলেন, ‘আমার চুলগুলো অনেক সুন্দর, সিল্কি এবং স্বাস্থ্যবান।’
চুল ধোয়ার পর কন্ডিশনার ব্যবহার করেন জানিয়ে তিনি আরও বলেন, ‘সম্ভব হলে এগুলোকে আমি নিজে নিজেই শুকোতে দেই। আর যদি বেশি তাড়া থাকে তাহলে শীতল কিংবা হালকা উষ্ণ বাতাসে শুকাই।’
যারা চুল লম্বা করতে চান তাদের প্রতি সর্বশেষ পরামর্শ হিসেবে তিনি বলেন, ‘আপনাদের চুলগুলোকে আলতো করে আঁচড়াবেন মাঝে মাঝে, কখনোই টানাটানি করবেন না।’
৩০ বছর বয়সী পোলিশ নারী ক্যারোলিনাকে অনেকেই রূপকথার রুপাঞ্জেল বলে ডাকেন। কারণ নিজের উচ্চতার চেয়েও দীর্ঘ তার মাথার চুলগুলো। এত দীর্ঘ চুল হওয়ার পেছনে কারণও আছে।
ক্যারোলিনা চেকোভস্কার তখন ১৯ বছর বয়স। সেই বয়সেই একটি পারলারে গিয়ে মাথার বাড়ন্ত চুলগুলোকে মাত্র ৩০ সেন্টিমিটার ছোট করেছিলেন তিনি। এতেই খেপে আগুন তার মা আর নানি। আর কখনোই চুল কাটা যাবে না-বলে দেন তারা।
এর পর থেকে আর কখনোই চুল কাটেননি ক্যারোলিনা। চুলের স্বাস্থ্য ধরে রাখতে মাঝে মাঝে চুলের মাথাগুলো একটু ছেঁটে দেন শুধু। এ কাজে তার মা, নানি, বোন এমনকি প্রেমিকও সহযোগিতা করেন।
বর্তমানে ক্যারোলিনার চুলের দৈর্ঘ্য অন্তত ৫ ফুট ৯ ইঞ্চি। যদিও তার দেহের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। এ জন্য তাকে অনেক সমস্যায়ও পড়তে হয়। প্রায়ই চুলের ওপর পা পড়ে যায় তার। এক অনুষ্ঠানে তো একবার তার চুলের ওপর চেয়ারের পায়া পড়ে গিয়েছিল। আর বন্ধুরা মাঝে মধ্যেই পাশে বসতে গিয়ে তার চুলের ওপর বসে পড়ে। দুর্ঘটনায় আঘাত এড়াতে তাই চুলগুলোকে বেশির ভাগ সময় খোঁপা করেই রাখেন। আর ঘুমানোর সময় এগুলোকে বেণি করেন। স্বাস্থ্য ধরে রাখতে ব্যবহার করেন তেল।
অনলাইনে কেউ কেউ চুলগুলো নিয়ে বাজে মন্তব্য করেন। এমনকি কুৎসিত বলতেও ছাড়েননি দু-একজন। তবে এমন চুলের জন্য ক্যারোলিন প্রশংসাই পান বেশি। চুলের বৈশিষ্ট্যের কারণে ইনস্টাগ্রামে তার ফলোয়ারও বাড়ছে ধীরে ধীরে।
চুলের দৈর্ঘ্য নিয়ে তিনি বলেন, ‘আমার চুল সব সময় যে দীর্ঘ ছিল এমন নয়। শিশুকালে এই চুলগুলো আমার কাঁধ অবধি ছিল। কৈশোরে এগুলো আমার কোমর ছুঁয়ে ফেলে। তখন থেকেই এগুলোকে আরও বাড়তে দিতে শুরু করি।’
তিনি জানান, হাইস্কুল শেষে চুলগুলো যখন ঊরু ছুঁতো, সেময়ই কিছুটা ছেঁটে ফেলেছিলেন। এরপরই চুল কাটায় বাগড়া দেন মা আর নানি।
ক্যারোলিনা আরও জানান, তার পরিবারের অন্য নারীদের চুলও স্বাভাবিকের চেয়ে একটু বেশি লম্বা। তাই নিজের দীর্ঘ চুলের জন্য উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনকেও কিছুটা কৃতিত্ব দেন তিনি।
আজকাল যারা চুল লম্বা করতে চান তাদের প্রায়ই নানা পরামর্শ ও উপদেশ দেন ক্যারোলিনা। তিনি বলেন, ‘আমার চুলগুলো অনেক সুন্দর, সিল্কি এবং স্বাস্থ্যবান।’
চুল ধোয়ার পর কন্ডিশনার ব্যবহার করেন জানিয়ে তিনি আরও বলেন, ‘সম্ভব হলে এগুলোকে আমি নিজে নিজেই শুকোতে দেই। আর যদি বেশি তাড়া থাকে তাহলে শীতল কিংবা হালকা উষ্ণ বাতাসে শুকাই।’
যারা চুল লম্বা করতে চান তাদের প্রতি সর্বশেষ পরামর্শ হিসেবে তিনি বলেন, ‘আপনাদের চুলগুলোকে আলতো করে আঁচড়াবেন মাঝে মাঝে, কখনোই টানাটানি করবেন না।’
ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১৪ ঘণ্টা আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১৯ ঘণ্টা আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগেহেঁশেলের জানালা দিয়ে বৃষ্টি দেখছেন বুঝি? উফ, ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বৃষ্টিভেজা বাতাস বইছে। চট করে দুপুর বা রাতের খাবারের মেনুটা বদলে ফেলবেন নাকি? খিচুড়ির সঙ্গে একটা ভিন্ন পদের মুরগির মাংস হলে জমে যায় কিন্তু! আপনাদের জন্য চিকেন স্টিমার কারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি...
২ দিন আগে