অনলাইন ডেস্ক
৩০ বছর বয়সী পোলিশ নারী ক্যারোলিনাকে অনেকেই রূপকথার রুপাঞ্জেল বলে ডাকেন। কারণ নিজের উচ্চতার চেয়েও দীর্ঘ তার মাথার চুলগুলো। এত দীর্ঘ চুল হওয়ার পেছনে কারণও আছে।
ক্যারোলিনা চেকোভস্কার তখন ১৯ বছর বয়স। সেই বয়সেই একটি পারলারে গিয়ে মাথার বাড়ন্ত চুলগুলোকে মাত্র ৩০ সেন্টিমিটার ছোট করেছিলেন তিনি। এতেই খেপে আগুন তার মা আর নানি। আর কখনোই চুল কাটা যাবে না-বলে দেন তারা।
এর পর থেকে আর কখনোই চুল কাটেননি ক্যারোলিনা। চুলের স্বাস্থ্য ধরে রাখতে মাঝে মাঝে চুলের মাথাগুলো একটু ছেঁটে দেন শুধু। এ কাজে তার মা, নানি, বোন এমনকি প্রেমিকও সহযোগিতা করেন।
বর্তমানে ক্যারোলিনার চুলের দৈর্ঘ্য অন্তত ৫ ফুট ৯ ইঞ্চি। যদিও তার দেহের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। এ জন্য তাকে অনেক সমস্যায়ও পড়তে হয়। প্রায়ই চুলের ওপর পা পড়ে যায় তার। এক অনুষ্ঠানে তো একবার তার চুলের ওপর চেয়ারের পায়া পড়ে গিয়েছিল। আর বন্ধুরা মাঝে মধ্যেই পাশে বসতে গিয়ে তার চুলের ওপর বসে পড়ে। দুর্ঘটনায় আঘাত এড়াতে তাই চুলগুলোকে বেশির ভাগ সময় খোঁপা করেই রাখেন। আর ঘুমানোর সময় এগুলোকে বেণি করেন। স্বাস্থ্য ধরে রাখতে ব্যবহার করেন তেল।
অনলাইনে কেউ কেউ চুলগুলো নিয়ে বাজে মন্তব্য করেন। এমনকি কুৎসিত বলতেও ছাড়েননি দু-একজন। তবে এমন চুলের জন্য ক্যারোলিন প্রশংসাই পান বেশি। চুলের বৈশিষ্ট্যের কারণে ইনস্টাগ্রামে তার ফলোয়ারও বাড়ছে ধীরে ধীরে।
চুলের দৈর্ঘ্য নিয়ে তিনি বলেন, ‘আমার চুল সব সময় যে দীর্ঘ ছিল এমন নয়। শিশুকালে এই চুলগুলো আমার কাঁধ অবধি ছিল। কৈশোরে এগুলো আমার কোমর ছুঁয়ে ফেলে। তখন থেকেই এগুলোকে আরও বাড়তে দিতে শুরু করি।’
তিনি জানান, হাইস্কুল শেষে চুলগুলো যখন ঊরু ছুঁতো, সেময়ই কিছুটা ছেঁটে ফেলেছিলেন। এরপরই চুল কাটায় বাগড়া দেন মা আর নানি।
ক্যারোলিনা আরও জানান, তার পরিবারের অন্য নারীদের চুলও স্বাভাবিকের চেয়ে একটু বেশি লম্বা। তাই নিজের দীর্ঘ চুলের জন্য উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনকেও কিছুটা কৃতিত্ব দেন তিনি।
আজকাল যারা চুল লম্বা করতে চান তাদের প্রায়ই নানা পরামর্শ ও উপদেশ দেন ক্যারোলিনা। তিনি বলেন, ‘আমার চুলগুলো অনেক সুন্দর, সিল্কি এবং স্বাস্থ্যবান।’
চুল ধোয়ার পর কন্ডিশনার ব্যবহার করেন জানিয়ে তিনি আরও বলেন, ‘সম্ভব হলে এগুলোকে আমি নিজে নিজেই শুকোতে দেই। আর যদি বেশি তাড়া থাকে তাহলে শীতল কিংবা হালকা উষ্ণ বাতাসে শুকাই।’
যারা চুল লম্বা করতে চান তাদের প্রতি সর্বশেষ পরামর্শ হিসেবে তিনি বলেন, ‘আপনাদের চুলগুলোকে আলতো করে আঁচড়াবেন মাঝে মাঝে, কখনোই টানাটানি করবেন না।’
৩০ বছর বয়সী পোলিশ নারী ক্যারোলিনাকে অনেকেই রূপকথার রুপাঞ্জেল বলে ডাকেন। কারণ নিজের উচ্চতার চেয়েও দীর্ঘ তার মাথার চুলগুলো। এত দীর্ঘ চুল হওয়ার পেছনে কারণও আছে।
ক্যারোলিনা চেকোভস্কার তখন ১৯ বছর বয়স। সেই বয়সেই একটি পারলারে গিয়ে মাথার বাড়ন্ত চুলগুলোকে মাত্র ৩০ সেন্টিমিটার ছোট করেছিলেন তিনি। এতেই খেপে আগুন তার মা আর নানি। আর কখনোই চুল কাটা যাবে না-বলে দেন তারা।
এর পর থেকে আর কখনোই চুল কাটেননি ক্যারোলিনা। চুলের স্বাস্থ্য ধরে রাখতে মাঝে মাঝে চুলের মাথাগুলো একটু ছেঁটে দেন শুধু। এ কাজে তার মা, নানি, বোন এমনকি প্রেমিকও সহযোগিতা করেন।
বর্তমানে ক্যারোলিনার চুলের দৈর্ঘ্য অন্তত ৫ ফুট ৯ ইঞ্চি। যদিও তার দেহের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। এ জন্য তাকে অনেক সমস্যায়ও পড়তে হয়। প্রায়ই চুলের ওপর পা পড়ে যায় তার। এক অনুষ্ঠানে তো একবার তার চুলের ওপর চেয়ারের পায়া পড়ে গিয়েছিল। আর বন্ধুরা মাঝে মধ্যেই পাশে বসতে গিয়ে তার চুলের ওপর বসে পড়ে। দুর্ঘটনায় আঘাত এড়াতে তাই চুলগুলোকে বেশির ভাগ সময় খোঁপা করেই রাখেন। আর ঘুমানোর সময় এগুলোকে বেণি করেন। স্বাস্থ্য ধরে রাখতে ব্যবহার করেন তেল।
অনলাইনে কেউ কেউ চুলগুলো নিয়ে বাজে মন্তব্য করেন। এমনকি কুৎসিত বলতেও ছাড়েননি দু-একজন। তবে এমন চুলের জন্য ক্যারোলিন প্রশংসাই পান বেশি। চুলের বৈশিষ্ট্যের কারণে ইনস্টাগ্রামে তার ফলোয়ারও বাড়ছে ধীরে ধীরে।
চুলের দৈর্ঘ্য নিয়ে তিনি বলেন, ‘আমার চুল সব সময় যে দীর্ঘ ছিল এমন নয়। শিশুকালে এই চুলগুলো আমার কাঁধ অবধি ছিল। কৈশোরে এগুলো আমার কোমর ছুঁয়ে ফেলে। তখন থেকেই এগুলোকে আরও বাড়তে দিতে শুরু করি।’
তিনি জানান, হাইস্কুল শেষে চুলগুলো যখন ঊরু ছুঁতো, সেময়ই কিছুটা ছেঁটে ফেলেছিলেন। এরপরই চুল কাটায় বাগড়া দেন মা আর নানি।
ক্যারোলিনা আরও জানান, তার পরিবারের অন্য নারীদের চুলও স্বাভাবিকের চেয়ে একটু বেশি লম্বা। তাই নিজের দীর্ঘ চুলের জন্য উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনকেও কিছুটা কৃতিত্ব দেন তিনি।
আজকাল যারা চুল লম্বা করতে চান তাদের প্রায়ই নানা পরামর্শ ও উপদেশ দেন ক্যারোলিনা। তিনি বলেন, ‘আমার চুলগুলো অনেক সুন্দর, সিল্কি এবং স্বাস্থ্যবান।’
চুল ধোয়ার পর কন্ডিশনার ব্যবহার করেন জানিয়ে তিনি আরও বলেন, ‘সম্ভব হলে এগুলোকে আমি নিজে নিজেই শুকোতে দেই। আর যদি বেশি তাড়া থাকে তাহলে শীতল কিংবা হালকা উষ্ণ বাতাসে শুকাই।’
যারা চুল লম্বা করতে চান তাদের প্রতি সর্বশেষ পরামর্শ হিসেবে তিনি বলেন, ‘আপনাদের চুলগুলোকে আলতো করে আঁচড়াবেন মাঝে মাঝে, কখনোই টানাটানি করবেন না।’
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে