মেহরাব মাসাঈদ হাবিব
জ্যৈষ্ঠের খরতাপ রেহাই দিচ্ছে না। এর ওপর বুঝে ওঠার আগেই আকাশ ভেঙে ঝরঝর নামে বৃষ্টি। একটা অলিখিত প্রস্তুতি নিয়েই বাইরে বের হতে হয়। ছাতা বা রেইনকোট তো রাখতেই হবে। নইলে বিপত্তি। এর ওপর আপনার যদি থাকে বাইক বা স্কুটি, তাহলে বাড়তি প্রস্তুতি নিয়েই বের হতে হবে। তা ছাড়া সামনে আসছে বর্ষাকাল। যেকোনো সময়ই নামতে পারে মুষলধারে বৃষ্টি। আবার বৃষ্টির পরেই পড়তে পারে তীব্র গরম। বৃষ্টি আর গরম এই দুটিকে সামাল দিয়ে বাইকারদের বাইক ও স্কুটি চালানোর সময় অনেক বিষয় লক্ষ রাখা উচিত। এই সময়ে মোটরসাইকেল রক্ষণাবেক্ষণ, চালানো, চালক ও আরোহীর পোশাক, জুতা–সবই হওয়া উচিত আবহাওয়ার সঙ্গে মানানসই।
উল্লেখ করতেই হয়, ঢাকায় এক জায়গা থেকে অন্য জায়গা কম সময়ে পৌঁছে দিতে সাহায্য করছে অ্যাপচালিত বাইকগুলো। ফলে বাইকের চালকসহ যাত্রীদেরও কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। না হলে যাত্রীরা সমস্যায় তো পড়বেনই, সঙ্গে মোটরসাইকেলও যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে বা ইঞ্জিন বসে যেতে পারে। মনে রাখবেন, বৃষ্টির দিনে ভেজা ও পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল চালানো কিন্তু গরমের দিনের চেয়ে বেশ কঠিন।
পার্কিং
বৃষ্টির দিনে মোটরসাইকেল পার্ক করতে হবে ছাদের নিচে, যাতে বৃষ্টির পানি না পড়ে। অথবা ওয়াটারপ্রুফ কভার দিয়ে মোটরসাইকেল ঢেকে রাখতে হবে। না হলে মোটরসাইকেলের সিট ভিজে যাবে এবং বলা বাহুল্য ভেজা সিটে কেউই বসতে চাইবে না। এ ছাড়া বৃষ্টির পানি সিট ভেজানো ছাড়াও অনেক সময় ইঞ্জিনের যন্ত্রাংশে জমে থাকতে পারে। ফলে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদি সমস্যা।
টায়ারে নজর
বর্ষাকালে রাস্তা পিচ্ছিল থাকে। এ জন্য বিশেষভাবে খেয়াল রাখতে হবে বাইকের টায়ারের দিকে। যদি টায়ারের রাবার ক্ষয় হয়ে যায়, তাহলে বর্ষাকাল শুরুর আগেই তা পাল্টে ফেলুন। মোটরসাইকেলের টায়ারের ট্রেডের গভীরতা যেন দুই মিলিমিটারের বেশি হয়, সেটা নিশ্চিত করতে হবে। এ ছাড়া টায়ারের প্রেশার ঠিক আছে কি না, সেটাও দেখতে হবে।
ইঞ্জিনের দেখভাল
বর্ষাকালে যত্ন নিতে হবে মোটরসাইকেলের ইঞ্জিনেরও। মোটরসাইকেল ভিজে গেলে ইঞ্জিন বসে যেতে পারে এবং এর ফলে স্টার্ট হবে না। এ ছাড়া মোটরসাইকেলের ইলেকট্রিক সিস্টেম ভিজে গিয়ে শর্টসার্কিট হলেও ইঞ্জিন স্টার্ট হবে না। কাজেই ইঞ্জিনে যাতে পানি না ঢোকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
ব্রেক ঠিকঠাক
বৃষ্টিতে মোটরসাইকেলের যেসব যন্ত্রাংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, তার মধ্যে ব্রেক অন্যতম। বৃষ্টির ফলে অনেক সময় ব্রেক তার কর্মক্ষমতা হারায়। কাজেই বৃষ্টির দিনে বাইরে বের হওয়ার আগে ব্রেক চেক করে নিতে ভুলবেন না। যদি ডিস্ক ব্রেক থাকে আপনার বাইকে, তাহলে ডিস্কগুলো পরিষ্কার রাখবেন।
হেডলাইট
বৃষ্টিতে মোটরসাইকেলের হেডলাইটে পানি ঢুকে সেটি নষ্ট হয়ে যেতে পারে। কাজেই নিজের নিরাপদ ভ্রমণের তাগিদে অবশ্যই হেডলাইট চেক করে নিতে হবে।
চালকদের জন্য
চালক ও যাত্রীর নিরাপত্তা মোটরসাইকেলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চালক হিসেবে আপনি যতক্ষণ নিরাপদ থাকবেন, ততক্ষণই মোটরসাইকেল নিরাপদে রাখতে পারবেন। কাজেই বাইক বা স্কুটি নিয়ে যখনই আপনি বৃষ্টির দিনে বের হবেন, অবশ্যই সঙ্গে হেলমেট রাখবেন। এটি যেকোনো দুর্ঘটনাজনিত আঘাত থেকে আপনার মাথা রক্ষা করবে। এ ছাড়া ভালো হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন, যাতে হ্যান্ডেল গ্রিপ করতে সহজ হয়। বৃষ্টিতে ভেজা এবং ঠান্ডা লাগার হাত থেকে বাঁচতে ভালো মানের রেইনকোট ব্যবহার করুন। বাইকে পুরোনো তোয়ালে বা ওয়াইপার রাখুন। এতে বৃষ্টিতে সিট ভিজে গেলে মুছে নেওয়া যাবে।
যাত্রীদের জন্য
যাঁরা নিয়মিত যাত্রী হিসেবে বাইক ব্যবহার করেন, তাঁদেরও কিছু দায়িত্ব রয়েছে।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কিলস
জীবনধারা সম্পর্কিত আরও পড়ুন:
জ্যৈষ্ঠের খরতাপ রেহাই দিচ্ছে না। এর ওপর বুঝে ওঠার আগেই আকাশ ভেঙে ঝরঝর নামে বৃষ্টি। একটা অলিখিত প্রস্তুতি নিয়েই বাইরে বের হতে হয়। ছাতা বা রেইনকোট তো রাখতেই হবে। নইলে বিপত্তি। এর ওপর আপনার যদি থাকে বাইক বা স্কুটি, তাহলে বাড়তি প্রস্তুতি নিয়েই বের হতে হবে। তা ছাড়া সামনে আসছে বর্ষাকাল। যেকোনো সময়ই নামতে পারে মুষলধারে বৃষ্টি। আবার বৃষ্টির পরেই পড়তে পারে তীব্র গরম। বৃষ্টি আর গরম এই দুটিকে সামাল দিয়ে বাইকারদের বাইক ও স্কুটি চালানোর সময় অনেক বিষয় লক্ষ রাখা উচিত। এই সময়ে মোটরসাইকেল রক্ষণাবেক্ষণ, চালানো, চালক ও আরোহীর পোশাক, জুতা–সবই হওয়া উচিত আবহাওয়ার সঙ্গে মানানসই।
উল্লেখ করতেই হয়, ঢাকায় এক জায়গা থেকে অন্য জায়গা কম সময়ে পৌঁছে দিতে সাহায্য করছে অ্যাপচালিত বাইকগুলো। ফলে বাইকের চালকসহ যাত্রীদেরও কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। না হলে যাত্রীরা সমস্যায় তো পড়বেনই, সঙ্গে মোটরসাইকেলও যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে বা ইঞ্জিন বসে যেতে পারে। মনে রাখবেন, বৃষ্টির দিনে ভেজা ও পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল চালানো কিন্তু গরমের দিনের চেয়ে বেশ কঠিন।
পার্কিং
বৃষ্টির দিনে মোটরসাইকেল পার্ক করতে হবে ছাদের নিচে, যাতে বৃষ্টির পানি না পড়ে। অথবা ওয়াটারপ্রুফ কভার দিয়ে মোটরসাইকেল ঢেকে রাখতে হবে। না হলে মোটরসাইকেলের সিট ভিজে যাবে এবং বলা বাহুল্য ভেজা সিটে কেউই বসতে চাইবে না। এ ছাড়া বৃষ্টির পানি সিট ভেজানো ছাড়াও অনেক সময় ইঞ্জিনের যন্ত্রাংশে জমে থাকতে পারে। ফলে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদি সমস্যা।
টায়ারে নজর
বর্ষাকালে রাস্তা পিচ্ছিল থাকে। এ জন্য বিশেষভাবে খেয়াল রাখতে হবে বাইকের টায়ারের দিকে। যদি টায়ারের রাবার ক্ষয় হয়ে যায়, তাহলে বর্ষাকাল শুরুর আগেই তা পাল্টে ফেলুন। মোটরসাইকেলের টায়ারের ট্রেডের গভীরতা যেন দুই মিলিমিটারের বেশি হয়, সেটা নিশ্চিত করতে হবে। এ ছাড়া টায়ারের প্রেশার ঠিক আছে কি না, সেটাও দেখতে হবে।
ইঞ্জিনের দেখভাল
বর্ষাকালে যত্ন নিতে হবে মোটরসাইকেলের ইঞ্জিনেরও। মোটরসাইকেল ভিজে গেলে ইঞ্জিন বসে যেতে পারে এবং এর ফলে স্টার্ট হবে না। এ ছাড়া মোটরসাইকেলের ইলেকট্রিক সিস্টেম ভিজে গিয়ে শর্টসার্কিট হলেও ইঞ্জিন স্টার্ট হবে না। কাজেই ইঞ্জিনে যাতে পানি না ঢোকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
ব্রেক ঠিকঠাক
বৃষ্টিতে মোটরসাইকেলের যেসব যন্ত্রাংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, তার মধ্যে ব্রেক অন্যতম। বৃষ্টির ফলে অনেক সময় ব্রেক তার কর্মক্ষমতা হারায়। কাজেই বৃষ্টির দিনে বাইরে বের হওয়ার আগে ব্রেক চেক করে নিতে ভুলবেন না। যদি ডিস্ক ব্রেক থাকে আপনার বাইকে, তাহলে ডিস্কগুলো পরিষ্কার রাখবেন।
হেডলাইট
বৃষ্টিতে মোটরসাইকেলের হেডলাইটে পানি ঢুকে সেটি নষ্ট হয়ে যেতে পারে। কাজেই নিজের নিরাপদ ভ্রমণের তাগিদে অবশ্যই হেডলাইট চেক করে নিতে হবে।
চালকদের জন্য
চালক ও যাত্রীর নিরাপত্তা মোটরসাইকেলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চালক হিসেবে আপনি যতক্ষণ নিরাপদ থাকবেন, ততক্ষণই মোটরসাইকেল নিরাপদে রাখতে পারবেন। কাজেই বাইক বা স্কুটি নিয়ে যখনই আপনি বৃষ্টির দিনে বের হবেন, অবশ্যই সঙ্গে হেলমেট রাখবেন। এটি যেকোনো দুর্ঘটনাজনিত আঘাত থেকে আপনার মাথা রক্ষা করবে। এ ছাড়া ভালো হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন, যাতে হ্যান্ডেল গ্রিপ করতে সহজ হয়। বৃষ্টিতে ভেজা এবং ঠান্ডা লাগার হাত থেকে বাঁচতে ভালো মানের রেইনকোট ব্যবহার করুন। বাইকে পুরোনো তোয়ালে বা ওয়াইপার রাখুন। এতে বৃষ্টিতে সিট ভিজে গেলে মুছে নেওয়া যাবে।
যাত্রীদের জন্য
যাঁরা নিয়মিত যাত্রী হিসেবে বাইক ব্যবহার করেন, তাঁদেরও কিছু দায়িত্ব রয়েছে।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কিলস
জীবনধারা সম্পর্কিত আরও পড়ুন:
চীনে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে অ্যাডাল্ট প্যাসিফায়ার বা প্রাপ্তবয়স্কদের চুষনি। এগুলো আকারে বড় এবং বৈচিত্র্যময় নকশায় বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। দাঁত বিশেষজ্ঞরা এই প্রবণতাকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।
২৪ মিনিট আগেসিদ্ধান্ত গ্রহণ কোনো জাদুবিদ্যা নয়, এটা চর্চার বিষয়। আপনি যত বেশি সিদ্ধান্ত নেবেন, তত বেশি শিখবেন। ভুল করলেও পিছিয়ে যাবেন না। মনে রাখবেন, আপনি সিদ্ধান্তের দাস নন, বরং সিদ্ধান্ত আপনার নিয়ন্ত্রণে! সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও অনুশীলনের মাধ্যমে বাড়ে। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন।
২ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবশেষে তাদের নতুন ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে ধাপে ধাপে চালু হবে এই ‘এন্ট্রি–এক্সিট সিস্টেম’, যা হাতে পাসপোর্টে সিল দেওয়ার পরিবর্তে স্বয়ংক্রিয় নিবন্ধন প্রক্রিয়া চালু করবে।
৫ ঘণ্টা আগেঅফিস শেষে বাড়ি গিয়ে জানলেন, রাতে অতিথি আসবে। দু’রকমের মাংস আর কয়েক পদের ভাজা তৈরি করা সম্ভব না। শুধু পোলাও আর একটা মাংসের আইটেম তৈরি করার সময়টুকুই হাতে রয়েছে; সেক্ষেত্রে পোলাওয়ের স্বাদটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যায় তাহলেই রাতের খাবারটা জমে যাবে। সাধারণ পোলাওয়ের পরিবর্তে তৈরি করতে পারেন...
৯ ঘণ্টা আগে