জীবনধারা ডেস্ক
কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমন্ত্রিত হয়েছেন ফারনাজ আলম। তিনি একাধারে আন্তর্জাতিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার, সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উইমেন্স ওয়ার্ল্ডের পরিচালক। ২২ মে ফারনাজ আলম তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সাদা ফ্লোরাল একটি গাউন পরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রেখেছেন তিনি।
ফারনাজ আলম তাঁর ইনস্টাগ্রামে হ্যান্ডেলে লিখেছেন, ‘স্বপ্ন যেন সত্য়ি হলো। আমি একটু হলেও জানতাম, উইমেন্স ওয়ার্ল্ড ও কণা কসমেটিকসের উদ্য়োগ লাল গালিচায় পা রাখতে আমার পথ তৈরি করে দেবে। এত দিনের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও তীব্র ইচ্ছে আজ আমাকে এই প্রতিদান দিয়েছে। ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমি অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছি। এই মুহূর্তের কথা কখনোই ভুলব না। আমার মতো নারী উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। বাংলাদেশি হিসেবে ও বাংলাদেশের জন্য আমি গর্ববোধ করছি।’
বিদেশ বিভুঁইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে উৎসবের সপ্তম দিনে তিনি পরেন ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘আমেলিয়া ক্যাসাব্লাঙ্কা’র গাউন। পায়ে গলিয়েছেন স্প্যানিশ লাক্সারি ব্র্যান্ড ‘মানোলো ব্লানিকে’র জুতা। কানে পরেছেন ফরাসি ব্র্যান্ড কার্তিয়েরের দুল। মেকআপ করেছেন তাঁর সিগনেচার কণা কসমেটিকস দিয়েই।
২০২২ সালের ৭ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফ্যাশন উৎসব ‘মিডল ইস্ট ফ্যাশন উইক’-এ বাংলাদেশের ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন ফারনাজ আলম। সে বছরের মার্চে অনুষ্ঠিত মিডল ইস্ট ফ্যাশন উইকের প্রথম আসর অটাম-উইন্টার কালেকশনেও অংশ নিয়েছিলেন তিনি।
তথ্যসূত্র: ইনস্টাগ্রাম
কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমন্ত্রিত হয়েছেন ফারনাজ আলম। তিনি একাধারে আন্তর্জাতিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার, সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উইমেন্স ওয়ার্ল্ডের পরিচালক। ২২ মে ফারনাজ আলম তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সাদা ফ্লোরাল একটি গাউন পরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রেখেছেন তিনি।
ফারনাজ আলম তাঁর ইনস্টাগ্রামে হ্যান্ডেলে লিখেছেন, ‘স্বপ্ন যেন সত্য়ি হলো। আমি একটু হলেও জানতাম, উইমেন্স ওয়ার্ল্ড ও কণা কসমেটিকসের উদ্য়োগ লাল গালিচায় পা রাখতে আমার পথ তৈরি করে দেবে। এত দিনের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও তীব্র ইচ্ছে আজ আমাকে এই প্রতিদান দিয়েছে। ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমি অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছি। এই মুহূর্তের কথা কখনোই ভুলব না। আমার মতো নারী উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। বাংলাদেশি হিসেবে ও বাংলাদেশের জন্য আমি গর্ববোধ করছি।’
বিদেশ বিভুঁইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে উৎসবের সপ্তম দিনে তিনি পরেন ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘আমেলিয়া ক্যাসাব্লাঙ্কা’র গাউন। পায়ে গলিয়েছেন স্প্যানিশ লাক্সারি ব্র্যান্ড ‘মানোলো ব্লানিকে’র জুতা। কানে পরেছেন ফরাসি ব্র্যান্ড কার্তিয়েরের দুল। মেকআপ করেছেন তাঁর সিগনেচার কণা কসমেটিকস দিয়েই।
২০২২ সালের ৭ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফ্যাশন উৎসব ‘মিডল ইস্ট ফ্যাশন উইক’-এ বাংলাদেশের ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন ফারনাজ আলম। সে বছরের মার্চে অনুষ্ঠিত মিডল ইস্ট ফ্যাশন উইকের প্রথম আসর অটাম-উইন্টার কালেকশনেও অংশ নিয়েছিলেন তিনি।
তথ্যসূত্র: ইনস্টাগ্রাম
বলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
১০ ঘণ্টা আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
১৯ ঘণ্টা আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
১৯ ঘণ্টা আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
১৯ ঘণ্টা আগে