ঐশানী মোদক
‘রঙিন চশমায় পুরো দুনিয়া রঙিন!’
আমরা সবাই এ কথাটি কাউকে না কাউকে বলতে শুনেছি। এই রঙিন চশমা বলতে তারা যে বস্তুটির কথা বোঝায়, সেটি মূলত রোদচশমা বা সানগ্লাস। চোখের সুরক্ষা ও ফ্যাশন অনুষঙ্গ–দুই কারণেই এটি আমাদের পরম সঙ্গী।
সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করতে শুধু যে গ্রীষ্মকালেই সানগ্লাস ব্যবহার করতে হবে, তা নয়। অতিরিক্ত সূর্যালোকে তৈরি হওয়া মাথাব্যথা অথবা মাইগ্রেনের সমস্যা থেকে কিছুটা হলেও সুবিধা দিতে পারে সানগ্লাস। আবার যাঁরা মোটরসাইকেলে যাতায়াত করেন, তাঁদেরও এটি অপরিহার্য সঙ্গী।
তাই বলে সানগ্লাস কিনেই পরে ফেললাম, বিষয়টা তেমন নয়। এরও কিছু নিয়মকানুন বা মেনে চলার বিষয় আছে। সানগ্লাস কেনার সময় সেগুলো বিবেচনায় রাখতে হবে।
অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা
কেনার আগে দেখে নিতে হবে সানগ্লাসের লেবেলে ইউভি৪০০ বা ইউভিএ কিংবা ইউভিবি রশ্মি থেকে শতভাগ সুরক্ষা দেয় এমন তথ্য লেখা আছে কি না।
দেখতে ভালো লাগলেই কিনে ফেলবেন না
হুবহু এক রকম দেখতে দুই জোড়া সানগ্লাস পরার পরেও একজন ব্যক্তিকে ভিন্ন দেখাতে পারে। মুখের আকৃতি-প্রকৃতির সঙ্গে সানগ্লাসের প্রকৃত মেলবন্ধন বোঝার জন্য কেনার আগে সেটি পরে আয়নায় নিজেকে দেখে নেওয়ার বিকল্প নেই।
সঠিক মাপের সানগ্লাসটাই কিনুন
মুখের আকৃতি তো বটেই, চোখের পাশ থেকে কান পর্যন্ত যতটুকু জায়গা আছে, সেখানে সানগ্লাস ঠিকমতো বসছে কি না, তা যাচাই করে নিতে ভুলবেন না। সানগ্লাস কেনার আগে-পরে দেখুন যে আপনার চোখ, কান ও নাকের ওপর সেটি সঠিকভাবে বসেছে কি না।
মুখের আদল অনুযায়ী যাচাই করুন
লম্বাটে বা শুকনো চেহারায় যে সানগ্লাস মানায়, গোলাকার বা চৌকোনা চেহারায় সেটি মানাবে না। তাই আপনার মুখের ধরন বুঝুন এবং সে অনুযায়ী সানগ্লাস কিনুন। গোলাকার চেহারায় চার কোনা সানগ্লাস বেশি মানানসই। আবার ডিম্বাকার চেহারায় যদিও প্রায় সব আকৃতির সানগ্লাসই মানায়, তবে গোল ফ্রেমগুলো একটু বেশিই মানানসই হয়।
কেস আছে কি না, দেখুন
সবশেষে সানগ্লাসের সঙ্গে সেটি রাখার কেস আছে কি না, দেখে নিন। কেসের ব্যবস্থা ছাড়া সানগ্লাস কেনা মানেই এটা হারানো বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা।
সানগ্লাসের যত্ন আত্তি
‘রঙিন চশমায় পুরো দুনিয়া রঙিন!’
আমরা সবাই এ কথাটি কাউকে না কাউকে বলতে শুনেছি। এই রঙিন চশমা বলতে তারা যে বস্তুটির কথা বোঝায়, সেটি মূলত রোদচশমা বা সানগ্লাস। চোখের সুরক্ষা ও ফ্যাশন অনুষঙ্গ–দুই কারণেই এটি আমাদের পরম সঙ্গী।
সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করতে শুধু যে গ্রীষ্মকালেই সানগ্লাস ব্যবহার করতে হবে, তা নয়। অতিরিক্ত সূর্যালোকে তৈরি হওয়া মাথাব্যথা অথবা মাইগ্রেনের সমস্যা থেকে কিছুটা হলেও সুবিধা দিতে পারে সানগ্লাস। আবার যাঁরা মোটরসাইকেলে যাতায়াত করেন, তাঁদেরও এটি অপরিহার্য সঙ্গী।
তাই বলে সানগ্লাস কিনেই পরে ফেললাম, বিষয়টা তেমন নয়। এরও কিছু নিয়মকানুন বা মেনে চলার বিষয় আছে। সানগ্লাস কেনার সময় সেগুলো বিবেচনায় রাখতে হবে।
অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা
কেনার আগে দেখে নিতে হবে সানগ্লাসের লেবেলে ইউভি৪০০ বা ইউভিএ কিংবা ইউভিবি রশ্মি থেকে শতভাগ সুরক্ষা দেয় এমন তথ্য লেখা আছে কি না।
দেখতে ভালো লাগলেই কিনে ফেলবেন না
হুবহু এক রকম দেখতে দুই জোড়া সানগ্লাস পরার পরেও একজন ব্যক্তিকে ভিন্ন দেখাতে পারে। মুখের আকৃতি-প্রকৃতির সঙ্গে সানগ্লাসের প্রকৃত মেলবন্ধন বোঝার জন্য কেনার আগে সেটি পরে আয়নায় নিজেকে দেখে নেওয়ার বিকল্প নেই।
সঠিক মাপের সানগ্লাসটাই কিনুন
মুখের আকৃতি তো বটেই, চোখের পাশ থেকে কান পর্যন্ত যতটুকু জায়গা আছে, সেখানে সানগ্লাস ঠিকমতো বসছে কি না, তা যাচাই করে নিতে ভুলবেন না। সানগ্লাস কেনার আগে-পরে দেখুন যে আপনার চোখ, কান ও নাকের ওপর সেটি সঠিকভাবে বসেছে কি না।
মুখের আদল অনুযায়ী যাচাই করুন
লম্বাটে বা শুকনো চেহারায় যে সানগ্লাস মানায়, গোলাকার বা চৌকোনা চেহারায় সেটি মানাবে না। তাই আপনার মুখের ধরন বুঝুন এবং সে অনুযায়ী সানগ্লাস কিনুন। গোলাকার চেহারায় চার কোনা সানগ্লাস বেশি মানানসই। আবার ডিম্বাকার চেহারায় যদিও প্রায় সব আকৃতির সানগ্লাসই মানায়, তবে গোল ফ্রেমগুলো একটু বেশিই মানানসই হয়।
কেস আছে কি না, দেখুন
সবশেষে সানগ্লাসের সঙ্গে সেটি রাখার কেস আছে কি না, দেখে নিন। কেসের ব্যবস্থা ছাড়া সানগ্লাস কেনা মানেই এটা হারানো বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা।
সানগ্লাসের যত্ন আত্তি
সিদ্ধান্ত গ্রহণ কোনো জাদুবিদ্যা নয়, এটা চর্চার বিষয়। আপনি যত বেশি সিদ্ধান্ত নেবেন, তত বেশি শিখবেন। ভুল করলেও পিছিয়ে যাবেন না। মনে রাখবেন, আপনি সিদ্ধান্তের দাস নন, বরং সিদ্ধান্ত আপনার নিয়ন্ত্রণে! সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও অনুশীলনের মাধ্যমে বাড়ে। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন।
৩৫ মিনিট আগেইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবশেষে তাদের নতুন ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে ধাপে ধাপে চালু হবে এই ‘এন্ট্রি–এক্সিট সিস্টেম’, যা হাতে পাসপোর্টে সিল দেওয়ার পরিবর্তে স্বয়ংক্রিয় নিবন্ধন প্রক্রিয়া চালু করবে।
৪ ঘণ্টা আগেঅফিস শেষে বাড়ি গিয়ে জানলেন, রাতে অতিথি আসবে। দু’রকমের মাংস আর কয়েক পদের ভাজা তৈরি করা সম্ভব না। শুধু পোলাও আর একটা মাংসের আইটেম তৈরি করার সময়টুকুই হাতে রয়েছে; সেক্ষেত্রে পোলাওয়ের স্বাদটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যায় তাহলেই রাতের খাবারটা জমে যাবে। সাধারণ পোলাওয়ের পরিবর্তে তৈরি করতে পারেন...
৮ ঘণ্টা আগেদাঁতের ব্যথা হঠাৎ বা ধীরে ধীরে হতে পারে। কখনো শুধু একটি দাঁতে, আবার কখনো একাধিক দাঁতে ব্যথা অনুভূত হয়। দাঁতের ব্যথা কখনো ছোট সমস্যার লক্ষণ, আবার কখনো বড় চিকিৎসার প্রয়োজনীয়তা নির্দেশ করতে পারে। তাই ব্যথা অনুভব করলে ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করা জরুরি। নিচে দাঁতের ব্যথার সবচেয়ে সাধারণ ১২টি...
১০ ঘণ্টা আগে