কানাডায় নতুন আগতদের জন্য এবং কানাডীয় নাগরিকদের জন্য বাড়ি কেনা সহজ করেছে। গত সপ্তাহে সেখানকার সরকার ঘোষণা করে, কানাডার নাগরিক নয় এমন ব্যক্তিদের জন্য বাড়ি কেনা কঠিন করে দেওয়া আইনটির কিছু ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জানিয়েছে কানাডায় অভিবাসন নিয়ে সংবাদ প্রকাশ করা ওয়েবসাইট সিআইসি নিউজ।
১. কানাডার নাগরিক নন এমন বাড়ি ক্রেতাদের জন্য সুখবর
কয়েক মাস আগেই কানাডীয় নাগরিক নন এমন মানুষদের আবাসিক সম্পত্তি বা বাড়ি কেনা নিষিদ্ধ করে একটি আইন করে কানাডীয় সরকার। তবে এই আইনি সংশোধনের পাশাপাশি কেবল ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় দেশটিতে বাড়ি কেনা সহজ করেছে।
গত ২৭ মার্চ কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশন (সিএমসিএইচ) ঘোষণা করে, কানাডার নাগরিক নন এমন মানুষদের আবাসিক সম্পত্তি কেনার নিষেধাজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত আইন অনুসারে কানাডীয় নাগরিক নয় এমন মানুষ যারা ওয়ার্ক পারমিট নিয়ে বাস করছেন, তাঁরা আবাসিক ও বাণিজ্যিক এলাকার সমন্বয়ে যেসব জায়গা সেখানে বাড়ি বা সম্পত্তি কিনতে পারবেন। এ জন্য অবশ্য কিছু শর্ত পূরণ করতে হবে তাঁদের। ঘোষণার দিন থেকেই এটি কার্যকর হয়েছে।
সিএমএইচসি জানিয়েছে তবে এই বাড়ি বা সম্পত্তি কেনার জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদের অন্তত ১৮৩ দিন বা তার বেশি বাকি থাকতে হবে। একটির বেশি আবাসিক সম্পত্তি কিনতে পারবেন না ওই ব্যক্তি।
আইনে ব্যাখ্যা করা হয়, এ ধরনের আবাসিক সম্পত্তির অন্তর্ভুক্ত হবে আলাদা বাড়ি বা একক ভবন ও এ ধরনের স্থাপনা, আধা–সংযুক্ত ভবন (একটি দেয়াল থাকে দুটি ভবনের মাঝখানে), সংযুক্ত বাড়ির সারির একটি বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি।
পাশাপাশি খালি জমির ক্ষেত্রেও আইন সংশোধন করা হয়েছে। আবাসিক ও মিশ্র এলাকার খালি জমি কানাডার নাগরিক না হলেও কিনতে পারবেন আপনি। বাড়ি বানানোসহ যে কোনো কাজে এটি ব্যবহার করা যাবে।
২. ট্যাক্স রিটার্ন জমা দেওয়াটা জরুরি নয়
বাড়ি কিনতে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ও আগের চাকরির অভিজ্ঞতা থাকার বিষয়টি বাতিল করা হয়েছে।
মূল আইনে, কাগজে–কলমে অস্থায়ী নাগরিকদের জন্য বাড়ি কেনা সম্ভব ছিল। তবে ওয়ার্ক ও স্টাডি পারমিট নিয়ে যারা থাকেন তাঁদের কয়েকটি শর্ত পূরণ জরুরি ছিল। এর মধ্যে আছে যখন বাড়িটা কেনা হবে এর আগের চার বছরের মধ্যে অন্তত তিন বছর কানাডায় পূর্ণকালীন কাজ করার অভিজ্ঞতা। শুধু তাই নয় আগের চার বছরের মধ্যে অন্তত তিন বছরের ট্যাক্স রিটার্নের কাগজও জমা দেওয়ার শর্ত ছিল।
৩. সঞ্চয়ী হিসাব
২০২৩-র বাজেটে নতুন ট্যাক্স ফ্রি ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্ট (এফএইচএসএ) বা করমুক্ত সঞ্চয়ী হিসাবের ঘোষণা দেওয়া হয়েছে। ২০২২–এর কেন্দ্রীয় সরকারের বাজেটে এর প্রস্তাব করা হয়েছিল। এটা অনুসারে ১ এপ্রিল থেকে অর্থনৈতিক সংস্থাগুলো কানাডীয় নাগরিকদের এটি গ্রহণের প্রস্তাব দিতে পারবে।
এতে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীরা করমুক্ত ব্যবস্থায় ৪০ হাজার ডলার পর্যন্ত সঞ্চয় করতে পারবেন। এফএইচএসএ আসলে কানাডীয় সরকারের নাগরিকদের জন্য বাড়ি কেনাটা সহজ করার উদ্যোগের একটি অংশ। তবে এ ধরনের সঞ্চয় হিসাব খুলতে আপনাকে অবশ্যই কানাডার নাগরিক হতে হবে, সেই সঙ্গে বয়স হতে হবে ১৮ কিংবা এর বেশি। এ ছাড়াও প্রথমবারের মতো বাড়ির ক্রেতা হওয়াসহ কিছু শর্ত আছে।
৪. কানাডায় বাড়ির দাম
কানাডীয় রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন (সিআরইএ) জানিয়েছে ফেব্রুয়ারিতে দেশে বাড়ির গড় দাম ছিল ৬ লাখ ৬২ হাজার ৪৩৭ ডলার। যা ২০২২ সালের ফেব্রুয়ারির রেকর্ড অঙ্কের তুলনায় ১৮.৯ শতাংশ কম।
এদিকে মার্চে প্রকাশিত ডেটায় দেখা যাচ্ছে ফেব্রুয়ারির তুলনায় বাড়ি বিক্রির হার ২.৩ শতাংশ বেশি। যদিও একই সময় বিক্রির জন্য নতুন তালিকাবদ্ধ সম্পত্তি ৮ শতাংশ হ্রাস পেয়েছে।
অবশ্য অঞ্চলভেদে বাড়ির দামের হেরফের পাবেন। সিআরইএর তথ্যে জানা যায়, ওন্টারিও আর ব্রিটিশ কলম্বিয়ায় দাম চূড়ায় পৌঁছার পর এখন কিছুটা কমের দিকে। আলবার্টা, সাসকাচুয়ান এবং নিউফাউন্ডল্যান্ডে দাম বেশির দিকে। মোটামুটি মাঝামাঝি জায়গায় আছে কুইবেক ও মেরিটাইমে।
আরও খবর পড়ুন:
কানাডায় নতুন আগতদের জন্য এবং কানাডীয় নাগরিকদের জন্য বাড়ি কেনা সহজ করেছে। গত সপ্তাহে সেখানকার সরকার ঘোষণা করে, কানাডার নাগরিক নয় এমন ব্যক্তিদের জন্য বাড়ি কেনা কঠিন করে দেওয়া আইনটির কিছু ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জানিয়েছে কানাডায় অভিবাসন নিয়ে সংবাদ প্রকাশ করা ওয়েবসাইট সিআইসি নিউজ।
১. কানাডার নাগরিক নন এমন বাড়ি ক্রেতাদের জন্য সুখবর
কয়েক মাস আগেই কানাডীয় নাগরিক নন এমন মানুষদের আবাসিক সম্পত্তি বা বাড়ি কেনা নিষিদ্ধ করে একটি আইন করে কানাডীয় সরকার। তবে এই আইনি সংশোধনের পাশাপাশি কেবল ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় দেশটিতে বাড়ি কেনা সহজ করেছে।
গত ২৭ মার্চ কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশন (সিএমসিএইচ) ঘোষণা করে, কানাডার নাগরিক নন এমন মানুষদের আবাসিক সম্পত্তি কেনার নিষেধাজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত আইন অনুসারে কানাডীয় নাগরিক নয় এমন মানুষ যারা ওয়ার্ক পারমিট নিয়ে বাস করছেন, তাঁরা আবাসিক ও বাণিজ্যিক এলাকার সমন্বয়ে যেসব জায়গা সেখানে বাড়ি বা সম্পত্তি কিনতে পারবেন। এ জন্য অবশ্য কিছু শর্ত পূরণ করতে হবে তাঁদের। ঘোষণার দিন থেকেই এটি কার্যকর হয়েছে।
সিএমএইচসি জানিয়েছে তবে এই বাড়ি বা সম্পত্তি কেনার জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদের অন্তত ১৮৩ দিন বা তার বেশি বাকি থাকতে হবে। একটির বেশি আবাসিক সম্পত্তি কিনতে পারবেন না ওই ব্যক্তি।
আইনে ব্যাখ্যা করা হয়, এ ধরনের আবাসিক সম্পত্তির অন্তর্ভুক্ত হবে আলাদা বাড়ি বা একক ভবন ও এ ধরনের স্থাপনা, আধা–সংযুক্ত ভবন (একটি দেয়াল থাকে দুটি ভবনের মাঝখানে), সংযুক্ত বাড়ির সারির একটি বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি।
পাশাপাশি খালি জমির ক্ষেত্রেও আইন সংশোধন করা হয়েছে। আবাসিক ও মিশ্র এলাকার খালি জমি কানাডার নাগরিক না হলেও কিনতে পারবেন আপনি। বাড়ি বানানোসহ যে কোনো কাজে এটি ব্যবহার করা যাবে।
২. ট্যাক্স রিটার্ন জমা দেওয়াটা জরুরি নয়
বাড়ি কিনতে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ও আগের চাকরির অভিজ্ঞতা থাকার বিষয়টি বাতিল করা হয়েছে।
মূল আইনে, কাগজে–কলমে অস্থায়ী নাগরিকদের জন্য বাড়ি কেনা সম্ভব ছিল। তবে ওয়ার্ক ও স্টাডি পারমিট নিয়ে যারা থাকেন তাঁদের কয়েকটি শর্ত পূরণ জরুরি ছিল। এর মধ্যে আছে যখন বাড়িটা কেনা হবে এর আগের চার বছরের মধ্যে অন্তত তিন বছর কানাডায় পূর্ণকালীন কাজ করার অভিজ্ঞতা। শুধু তাই নয় আগের চার বছরের মধ্যে অন্তত তিন বছরের ট্যাক্স রিটার্নের কাগজও জমা দেওয়ার শর্ত ছিল।
৩. সঞ্চয়ী হিসাব
২০২৩-র বাজেটে নতুন ট্যাক্স ফ্রি ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্ট (এফএইচএসএ) বা করমুক্ত সঞ্চয়ী হিসাবের ঘোষণা দেওয়া হয়েছে। ২০২২–এর কেন্দ্রীয় সরকারের বাজেটে এর প্রস্তাব করা হয়েছিল। এটা অনুসারে ১ এপ্রিল থেকে অর্থনৈতিক সংস্থাগুলো কানাডীয় নাগরিকদের এটি গ্রহণের প্রস্তাব দিতে পারবে।
এতে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীরা করমুক্ত ব্যবস্থায় ৪০ হাজার ডলার পর্যন্ত সঞ্চয় করতে পারবেন। এফএইচএসএ আসলে কানাডীয় সরকারের নাগরিকদের জন্য বাড়ি কেনাটা সহজ করার উদ্যোগের একটি অংশ। তবে এ ধরনের সঞ্চয় হিসাব খুলতে আপনাকে অবশ্যই কানাডার নাগরিক হতে হবে, সেই সঙ্গে বয়স হতে হবে ১৮ কিংবা এর বেশি। এ ছাড়াও প্রথমবারের মতো বাড়ির ক্রেতা হওয়াসহ কিছু শর্ত আছে।
৪. কানাডায় বাড়ির দাম
কানাডীয় রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন (সিআরইএ) জানিয়েছে ফেব্রুয়ারিতে দেশে বাড়ির গড় দাম ছিল ৬ লাখ ৬২ হাজার ৪৩৭ ডলার। যা ২০২২ সালের ফেব্রুয়ারির রেকর্ড অঙ্কের তুলনায় ১৮.৯ শতাংশ কম।
এদিকে মার্চে প্রকাশিত ডেটায় দেখা যাচ্ছে ফেব্রুয়ারির তুলনায় বাড়ি বিক্রির হার ২.৩ শতাংশ বেশি। যদিও একই সময় বিক্রির জন্য নতুন তালিকাবদ্ধ সম্পত্তি ৮ শতাংশ হ্রাস পেয়েছে।
অবশ্য অঞ্চলভেদে বাড়ির দামের হেরফের পাবেন। সিআরইএর তথ্যে জানা যায়, ওন্টারিও আর ব্রিটিশ কলম্বিয়ায় দাম চূড়ায় পৌঁছার পর এখন কিছুটা কমের দিকে। আলবার্টা, সাসকাচুয়ান এবং নিউফাউন্ডল্যান্ডে দাম বেশির দিকে। মোটামুটি মাঝামাঝি জায়গায় আছে কুইবেক ও মেরিটাইমে।
আরও খবর পড়ুন:
স্কুল থেকে ফিরে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় মারিয়া। ১৫ বছর বয়সী কিশোরী সারা দিন বন্ধুদের ইনস্টাগ্রাম স্টোরি দেখে, নিজে কিছু পোস্টও করে। তবে কারও সঙ্গে তেমন কথা হয় না তার। পরিবার-পরিজনের মাঝেও সে একা। তার মতো অসংখ্য কিশোরী এই সময়ে এমন নিঃসঙ্গতায় ভুগছে।
২ ঘণ্টা আগেবাজারে আমড়া উঠেছে। আচার তো ঘরে ঘরেই তৈরি হবে। শখের রাঁধুনি যাঁরা প্রথমবারের মতো আমড়া–রসুনের আচার তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য আমড়া-রসুনের টক ঝাল আচারের
৩ ঘণ্টা আগেশিরোনাম দেখেই হয়তো অনেকের চোখ কপালে ওঠার মতো অবস্থা। পাথরের দাম এত হয় কীভাবে! কোন জিনিসের দাম কত হবে, তার নির্ধারণ করা হয় সেই জিনিসের গুরুত্ব বুঝে। বুঝতেই পারছেন, এটি সাধারণ কোনো পাথর নয়। এই পাথরটি পৃথিবীতে এসেছে প্রায় ২৫ কোটিরও বেশি কিলোমিটার দূরের মঙ্গল গ্রহ থেকে।
৪ ঘণ্টা আগেবর্ষায় পেটের রোগ বেশি হয় কমবেশি সবাই জানেন। কারণ স্বাভাবিকভাবেই বৃষ্টির দিনে জীবাণুর সংক্রমণ বাড়ে। রান্না যত সময় নিয়েই করুন না কেন, বা রান্না উপকরণ যত ভালোভালোভাবে ধুয়েই নিন না কেন, রান্নাঘর যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে সুস্থ থাকাটা মুশকিল হবে। বাড়ির রান্নাঘর থেকেই হয়তো ব্যাক্টেরিয়া, ভাইরাস...
৬ ঘণ্টা আগে