দিতি আহমেদ, ঢাকা
করোনা সঙ্গে নিয়ে আমাদের আপাতত বাঁচতে হবে। মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা থেকে মুক্তির অন্যতম সহজ পথ। তাই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ওপর গুরুত্ব দিতেই হবে। বাজারে বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যায়। অন্যান্য মাস্কের সঙ্গে পাওয়া যায় ম্যাচিং মাস্ক। এর বেশ জনপ্রিয়তাও রয়েছে সাধারণ মানুষের মধ্যে।
শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তির সঙ্গে মিলিয়ে পাওয়া যাচ্ছে মাস্ক। এ ছাড়া বেনারসি, কাঞ্জিভরম, ঢাকাই জামদানি কিংবা জরি-ভেলভেটের দামি লেহেঙ্গা–সব ধরনের পোশাকের সঙ্গে ম্যাচিং করে মাস্ক কিনছেন ফ্যাশনসচেতন সবাই। ফ্যাশনের এই দৌড়ে পিছিয়ে নেই ছেলেরাও। টি-শার্ট ও শার্টের সঙ্গে ম্যাচিং মাস্কের জনপ্রিয়তা বাড়ছে। ছেলেদের পাঞ্জাবির সঙ্গেও পাওয়া যাচ্ছে ম্যাচিং মাস্ক। এককথায়, মাস্কের জন্য ‘মিস ম্যাচ’ হওয়ার আর কোনো সুযোগই থাকছে না।
করোনার আবহে প্রথমে মাস্ক বিক্রি শুরু করে ওষুধের দোকানগুলো। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে হাল ফ্যাশনের মাস্ক। বুটিক থেকে শুরু করে ববি প্রিন্ট, সিল্ক থেকে শুরু করে কটন বা হ্যান্ডলুমেরও মাস্ক আছে। আবার কেউ কেউ চাইলে পেয়ে যাবেন বেনারসি ও জামদানির সঙ্গে পরার জন্য থ্রি–লেয়ার মাস্ক। নামীদামি ফ্যাশন হাউসগুলো তো বটেই, সেই সঙ্গে ছোট দোকানগুলোও প্রতিটি পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্ক তুলে ধরছে ক্রেতার সামনে।
করোনা থেকে সুরক্ষিত থাকতে মাস্ক ব্যবহার করতে হবে। এর কোনো বিকল্প নেই। এমনিই হোক আর ম্যাচিং করেই হোক, মাস্ক থাকতেই হবে মুখে।
তবে ফ্যাশনেবল ম্যাচিং মাস্ক কেনার আগে দেখে নিতে হবে লেয়ারগুলো ঠিক আছে কি না। অন্তত তিন লেয়ারের মাস্ক ব্যবহার করতে হবে। সেটাই স্বাস্থ্যসম্মত।
করোনা সঙ্গে নিয়ে আমাদের আপাতত বাঁচতে হবে। মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা থেকে মুক্তির অন্যতম সহজ পথ। তাই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ওপর গুরুত্ব দিতেই হবে। বাজারে বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যায়। অন্যান্য মাস্কের সঙ্গে পাওয়া যায় ম্যাচিং মাস্ক। এর বেশ জনপ্রিয়তাও রয়েছে সাধারণ মানুষের মধ্যে।
শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তির সঙ্গে মিলিয়ে পাওয়া যাচ্ছে মাস্ক। এ ছাড়া বেনারসি, কাঞ্জিভরম, ঢাকাই জামদানি কিংবা জরি-ভেলভেটের দামি লেহেঙ্গা–সব ধরনের পোশাকের সঙ্গে ম্যাচিং করে মাস্ক কিনছেন ফ্যাশনসচেতন সবাই। ফ্যাশনের এই দৌড়ে পিছিয়ে নেই ছেলেরাও। টি-শার্ট ও শার্টের সঙ্গে ম্যাচিং মাস্কের জনপ্রিয়তা বাড়ছে। ছেলেদের পাঞ্জাবির সঙ্গেও পাওয়া যাচ্ছে ম্যাচিং মাস্ক। এককথায়, মাস্কের জন্য ‘মিস ম্যাচ’ হওয়ার আর কোনো সুযোগই থাকছে না।
করোনার আবহে প্রথমে মাস্ক বিক্রি শুরু করে ওষুধের দোকানগুলো। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে হাল ফ্যাশনের মাস্ক। বুটিক থেকে শুরু করে ববি প্রিন্ট, সিল্ক থেকে শুরু করে কটন বা হ্যান্ডলুমেরও মাস্ক আছে। আবার কেউ কেউ চাইলে পেয়ে যাবেন বেনারসি ও জামদানির সঙ্গে পরার জন্য থ্রি–লেয়ার মাস্ক। নামীদামি ফ্যাশন হাউসগুলো তো বটেই, সেই সঙ্গে ছোট দোকানগুলোও প্রতিটি পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্ক তুলে ধরছে ক্রেতার সামনে।
করোনা থেকে সুরক্ষিত থাকতে মাস্ক ব্যবহার করতে হবে। এর কোনো বিকল্প নেই। এমনিই হোক আর ম্যাচিং করেই হোক, মাস্ক থাকতেই হবে মুখে।
তবে ফ্যাশনেবল ম্যাচিং মাস্ক কেনার আগে দেখে নিতে হবে লেয়ারগুলো ঠিক আছে কি না। অন্তত তিন লেয়ারের মাস্ক ব্যবহার করতে হবে। সেটাই স্বাস্থ্যসম্মত।
অনেকে কাঁকড়া খেতে ভালোবাসেন। তবে যাঁরা এই প্রথম বাজার থেকে কাঁকড়া কিনে এনেছেন রাঁধবেন বলে, তাঁদের জন্য কাঁকড়া ভুনার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী ওমাম রায়হান।
২ ঘণ্টা আগেশহরটির বয়স প্রায় ১১০ বছর। ‘ম্যাড ম্যাক্স বিয়ন্ড থান্ডারডোম’, ‘প্রিসিলা’, ‘ডেজার্ট কুইন’ ও ‘রেড প্ল্যানেট’ চলচ্চিত্র যাঁরা দেখেছেন, বিস্তারিত না জানলেও তাঁরা এ শহর ও তার পরিবেশের সঙ্গে পরিচিত। কারণ এই চলচ্চিত্রগুলো শতবর্ষী শহরটিতেই চিত্রায়িত হয়েছিল।
২ ঘণ্টা আগেপৃথিবীতে কেউই নিজেদের মিথ্যাবাদী ভাবতে চায় না। কিন্তু সত্যি বলতে, সবাইকে কখনো না কখনো মিথ্যা বলতে হয়। ছোট ছোট সাদা মিথ্যা থেকে শুরু করে অনিয়ন্ত্রিত মিথ্যা। এ ধরনের কথা বলার ধরন অনেক রকম। শিশুরাও বুঝে না বুঝে মিথ্যা বলে। তাই মিথ্যা বলা হয়তো একটি প্রাকৃতিক প্রবৃত্তি।
২ ঘণ্টা আগেআপনার সন্তান কি কথা শুনতে চায় না? অল্পতেই রেগে গিয়ে চিৎকার বা ভাঙচুর করে? এমনটা হলে, তার স্ক্রিন টাইম বা মোবাইল-টেলিভিশন দেখার সময় নিয়ে আপনাকে হয়তো নতুন করে ভাবতে হবে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নাল ‘সাইকোলজিক্যাল বুলেটিন’-এ প্রকাশিত একটি নতুন গবেষণা এমনই ইঙ্গিত দিচ্ছে।
২ ঘণ্টা আগে