Ajker Patrika

পাওয়ার গ্রিড বাংলাদেশের স্থগিত পরীক্ষা ১২ জুলাই

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির মহাব্যবস্থাপক পদে স্থগিত হওয়া নির্বাচনী পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ১২ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (৭ জুলাই) প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক (এইচআরএম) মো. সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২৪ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর গত ২৬ মে পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত হয়ে যায়।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাব্যবস্থাপক পদের নির্বাচনী পরীক্ষা ১২ জুলাই রাজধানীর আফতাবনগরে অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় বাছাইকৃত যোগ্য প্রার্থীদের অবশ্যই পাওয়ার গ্রিড কর্তৃক ইতিপূর্বে প্রেরিত প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চাকরির অভিজ্ঞতা সনদপত্র, প্রশিক্ষণ সনদপত্র, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের সম্মতিপত্র/অনাপত্তিপত্র, জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে এবং প্রদর্শন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার স্থান ত্যাগ করা যাবে না। কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থ হলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ

সৈয়দপুরে চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত