Ajker Patrika

সেতু কর্তৃপক্ষের ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ২৫১

চাকরি ডেস্ক 
সেতু কর্তৃপক্ষের ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ২৫১

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৩৫১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও প্রকাশিত হয়েছে। এ পরীক্ষা আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে।

প্রতিষ্ঠানটির ডেপুটি ডাইরেক্টর (প্রশাসন) এ এফ এম তাজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো: কম্পিউটার অপারটের, সাঁটলিপিকার-কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

এসব পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা রাজধানীর বনানীতে সেতু ভবনের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই এ পরীক্ষা শুরু হয়ে চলবে ২০ জুলাই পর্যন্ত।

ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছে মৌখিক পরীক্ষার সময়সূচি মোবাইলে এসএমএস/ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে অবহিত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত