Ajker Patrika

ফটোস্ট্যাট মেশিন অপারেটর পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ‘ফটোস্ট্যাট মেশিন অপারেটর’ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এসব প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানটির অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষা ১২ মে (সোমবার) বেলা ১১টা থেকে হাইকোর্ট বিভাগের মূল ভবনে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার কেন্দ্রে ব্যাগ, বই, ইলেকট্রনিক/হাতঘড়ি, মোবাইল ও তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য অন্য কোনো ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত