Ajker Patrika

হাতের লেখা পরিষ্কার রাখুন

প্রিয়া দাশ সান্তা
হাতের লেখা পরিষ্কার রাখুন

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের লিখিত পরীক্ষা হবে ১৮ নভেম্বর। ব্যাংকার হওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখবে এ পরীক্ষা। বাংলাদেশ ব্যাংকের লিখিত পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলো।

ফোকাস রাইটিং 
বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই ফোকাস রাইটিং এসে থাকে। সাধারণত সাম্প্রতিক কোনো জাতীয় অথবা বৈশ্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে ফোকাস রাইটিংয়ের প্রশ্ন করা হয়। তাই নিয়মিত সংবাদপত্র পড়া এবং চারপাশে কী ঘটছে, তার খোঁজখবর রাখতে হবে; বিশেষ করে সংবাদপত্রের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের অর্থনীতি, রাজনীতি, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন, জলবায়ু ও বাণিজ্যবিষয়ক সম্মেলন, ব্যাংকিংসংক্রান্ত বিষয়াবলি, জাতীয় সংকট ও সম্ভাবনার বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে।

অনুবাদ 
বাংলা, ইংরেজি বা উভয় ভাষায় অনুবাদ আসতে পারে। প্রশ্ন যেমনই আসুক না কেন; সঠিক শব্দচয়ন, ভাবগত মাধুর্য ও সঠিক ব্যাকরণ মেনে লিখলে ভালো নম্বর আশা করা যায়। অনেক ক্ষেত্রে আক্ষরিক অনুবাদের তুলনায় ভাবানুবাদ বাক্যকে শ্রুতিমধুর করে তোলে। তাই অনুবাদের ক্ষেত্রে যথাযথ শব্দানুবাদ হতে হবে এমনটা নয়।

আরগুমেন্ট রাইটিং
এটি চমৎকার একটি টপিক, যেখানে যুক্তির সঙ্গে পক্ষ বা বিপক্ষের অবস্থান পরিষ্কার করতে হয়। প্রশ্নটি ভালোভাবে পড়ে বুঝতে হবে। সাধারণত প্রশ্নের বিষয়টির দুটি দিক থাকে। এর যেকোনো একটি দিক যুক্তি এবং উদাহরণের মাধ্যমে উপস্থাপন করে নিজের অবস্থান সমর্থন করে লিখতে হয়। তাই লেখার মান ও প্রদত্ত যুক্তি যেন যথাযথ হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। এ বিষয়টি আসলে কমন পড়ার কোনো সম্ভাবনা নেই। তাই পূর্বপ্রস্তুতি হিসেবে কোনো টপিক মুখস্থ করার চেষ্টা না করে ইন্টারনেট থেকে কিছু উদাহরণ দেখে নিলে সুফল পাওয়া যাবে। 

কম্প্রিহেনশন
বিগত পরীক্ষাগুলোয় প্যাসেজ থেকে ৪-৫টি প্রশ্নের উত্তর করতে হতো। এবার প্রশ্নের সংখ্যা কিংবা প্রশ্ন প্রতি নম্বর বাড়তে পারে অথবা প্রশ্নের ধরনেও পরিবর্তন আসতে পারে। এটিও কমন আসার সম্ভাবনা নেই। তবে নিয়মিত অনুশীলন করলে নির্ধারিত সময়ের মধ্যে প্যাসেজ বুঝে উত্তর করা সহজতর হবে। 

গণিত 
বিগত বছরের প্রশ্নগুলো দেখলে প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কোনো গণিত না পারলে বা ভুল হলে হতাশ না হয়ে বাকি লেখাগুলো যেন মানসম্মত হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। লিখিত পরীক্ষায় গণিতে শর্টকাট গ্রহণযোগ্য নয়। উত্তর করার সময় ভুল হলে ঘষামাজা না করে এক টানে কেটে সুন্দর করে লিখতে হবে।

সাধারণ জ্ঞান
সমসাময়িক ঘটনাপ্রবাহ জানা থাকা আবশ্যক। তা ছাড়া মুক্তিযুদ্ধ, সংবিধান, বাংলাদেশ বিষয়াবলি, ব্যাংকিং বিষয়াবলি ইত্যাদি থেকেও প্রশ্ন আসে। এ অংশে ভালো করতে হলে অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, ব্যাংকের কাজ, সংখ্যা, কেন্দ্রীয় ব্যাংক, পুরস্কার, দিবস ও বর্ষ, মুদ্রা ইত্যাদি পড়তে হবে। 

পরীক্ষায় যা করণীয়

  • কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। কোন টপিকে কতক্ষণ লিখবেন, তা পরীক্ষার হলে বসার আগেই বাসায় নিয়মিত অনুশীলনের মাধ্যমে ঠিক করে নেবেন।
  • লিখিত পরীক্ষায় কোনো আলাদা খাতা সরবরাহ করা হয় না। তাই অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখা যাবে না।
  • পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত পরিমাণের ঘুম অত্যাবশ্যক। ভালো প্রস্তুতি থাকার পরেও ঘুমের অপর্যাপ্ততা, শারীরিক অসুস্থতা, অতিরিক্ত দুশ্চিন্তা ইত্যাদি কারণে অনেক সময় পরীক্ষা খারাপ হয়। এরূপ ঘটনা যেন না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন।
  • হাতের লেখা অবশ্যই পরিষ্কারভাবে লিখবেন যেন লেখা ভালোভাবে পড়া ও বোঝা যায়।
  • এক কালিতেই লিখতে হবে। বলপেন ব্যবহার করবেন, তবে জেলপেন নয়। কেননা খাতা একবার নষ্ট হয়ে গেলে পুনরায় আর দেওয়া হবে না। ফোকাস রাইটিংয়ের ক্ষেত্রে তথ্য-উপাত্ত নীল কালিতে লিখতে পারেন।
  • বিগত বছরের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো অনুশীলন করবেন।
  • পরীক্ষায় অপরিচিত বা কঠিন কিছু এলে ঘাবড়াবেন না, মাথা ঠান্ডা রেখে যতটুকু সম্ভব লিখবেন।
  • ভালো প্রস্তুতি নেওয়া ভালো পরীক্ষা দেওয়ার পূর্বশর্ত। তাই যা সময় হাতে আছে তা কাজে লাগিয়ে ভালোভাবে প্রস্তুতি নিন। সবার জন্য শুভকামনা। 

প্রিয়া দাশ সান্তা, সহকারী পরিচালক,বাংলাদেশ ব্যাংক

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত