Ajker Patrika

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা: চূড়ান্ত সাজেশন পর্ব-১

গাজী মিজানুর রহমান
আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১২: ০০
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা: চূড়ান্ত সাজেশন পর্ব-১

স্কুল ও কলেজ লেভেলের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলি পাস করলেই রিটেনে বসা যায়। ১০০ নম্বরের প্রিলিতে সব মিলিয়ে ৪০ পেলে পাস ধরা হয়। তবুও ৫০ নম্বরই সেফ জোন। সুতরাং বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব না পড়ে বেছে বেছে পড়তে পারেন। সামনে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আপনারা যাঁরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাঁদের জন্য আজ থাকছে চূড়ান্ত সাজেশন:

শিক্ষক নিবন্ধনের প্রিলির সিলেবাস চার ভাগে বিভক্ত: ১. বাংলা-২৫; ২. ইংরেজি-২৫; ৩. গণিত-২৫; ৪. সাধারণ জ্ঞান-২৫। এই চার বিভাগের গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরা হলো–

বাংলা 
বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসে বেশি। সাহিত্য থেকে আসে বড়জোর এক-দুটি। এ জন্য বিসিএস প্রিলির বিগত সালের সাহিত্যের প্রশ্নগুলো সমাধান 
করলেই হয়ে যায়।

ব্যাকরণ

  • শুদ্ধ শব্দ। বাক্য শুদ্ধিকরণ এখন আর পড়ার দরকার নেই। এখান থেকে দুই-তিনটি প্রশ্ন পেতে পারেন।
  • সমার্থক/প্রতিশব্দ। এই টপিক থেকে দুই-তিনটি প্রশ্ন পেতে পারেন।
  • বিপরীত শব্দ। এখান থেকে এক-দুটি প্রশ্ন পেতে পারেন।
  • বিরাম চিহ্ন ও এর ব্যবহার। এখন থেকে এক-দুটি প্রশ্ন পেতে পারেন।
  • সমাস। এক-দুটি প্রশ্ন থাকে। (BCS Prelimiary Aalysis বা প্রাইমারি শিক্ষক নিয়োগ Aalysis থেকে পড়ুন সহজে সমাস শেষ করতে পারবেন।)
  • সন্ধি। এক-দুটি প্রশ্ন থাকে। ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বই থেকে পড়ুন। সঙ্গে BCS Prelimiary Aalysis বা প্রাইমারি শিক্ষক নিয়োগ Aalysis বইয়ে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ুন।
  • প্রকৃতি-প্রত্যয়। এক-দুটি প্রশ্ন থাকে। এখন শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন।
  • এক কথায় প্রকাশ। এক-দুটি প্রশ্ন থাকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ Aalysis বইয়ে যা দেওয়া আছে তা পড়লেই হবে।
  • কারক-বিভক্তি। দুই-তিনটি প্রশ্ন থাকে। (প্রাইমারি শিক্ষক নিয়োগ Aalysis বই থেকে সহজে শেষ করতে পারবেন।
  • বাংলা ব্যাকরণের আলোচ্য চারটি বিষয় পড়ুন ভালো করে।
  • বাগধারা। এক-দুটি প্রশ্ন থাকে। বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই হবে।
  • এক কথায় প্রকাশ থেকে এক-দুটি প্রশ্ন থাকে।
  • পারিভাষিক শব্দ এক-দুটি প্রশ্ন থাকে।

ইংরেজ
এই অংশে অনেকে ভয় পায়। তবে ভয়ের কিছু নেই। এখান থেকে সহজেই নম্বর তোলা যায়। ইংরেজি অংশের জন্য পড়তে হবে:

  • Right Form of Verbs ও Subject-Verb Agreemet। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে এসব টপিক থেকে গড়ে পাঁচ-সাতটি প্রশ্ন থাকে। এই টপিকগুলোর সঙ্গে পড়বেন Causative Verbs ও Coditio Setece। এগুলো মূলত Right Form of Verbs ও Subject-Verb Agreemet-এর অংশ।
  • Prepositio: দুই-তিনটি প্রশ্ন থাকে।
  • Phrases & Idioms. দুই-তিনটি প্রশ্ন থাকে। সঙ্গে Oe Word Substitutios পড়ুন। কারণ এটি Phrase & Idioms-এর সঙ্গে মিল আছে। তবে Oe Word Substitutios শুধু বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই হবে, এখন সব পড়ার দরকার নেই।
  • Syoym ও Atoym. দুই-তিনটি প্রশ্ন থাকে। শুধু বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসায় প্রশ্নগুলো পড়লেই কমন পেয়ে যাবেন আশা করি।
  • Idetificatio of Parts of Speech. এখান থেকে দুই-তিনটি প্রশ্ন থাকে।
  • Trasformatio of Setece থেকে তিন-চারটি প্রশ্ন থাকে। যেমন Simple, Complex, Compoud, Positive, egative, Active থেকে Passive. আগে পড়া না থাকলে এসব এখন পড়বেন না। এখন শুধু Active থেকে Passive Voice রিভিশন দিন। এক-দুই নম্বর কমন পেতে পারেন। যদি সময় পান ৯ম-১০ম শ্রেণির ইংরেজি বই থেকে পড়তে পারেন বিস্তারিত।
  • বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য দুই-চারটি প্রশ্ন থাকে, এখন এসব না পড়তে যাওয়াই ভালো। কারণ এগুলো নিয়ম থেকে আসে হুবহু কমন পাওয়া কঠিন। পরীক্ষার হলে যে অনুবাদটি সবচেয়ে সুন্দর ও সামঞ্জস্যপূর্ণ, সেটির উত্তর দিন।

গণিত

  • বীজ গণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। দুই-চারটি।
  • লাভ-ক্ষতি (শতকরা)। দুই-তিনটি।
  • সুদ-কষা (শতকরা)। এক-দুটি।
  • কাজ, সময় ও বয়স। দুটি উৎপাদক একটি
  • অনুপাত এক-দুটি
  • লগ ও সূচক এক-দুটি
  • লসাগু ও গসাগু এক-দুটি
  • বৃত্ত এক-দুটি।
  • ত্রিভুজ ও চতুর্ভুজের কোণ নির্ণয় এক-তিনটি।
  • ত্রিভুজ (সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষম বাহু), এক-দুটি।
  • বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস। (আর ট্রাপিজিয়াম ও ঘনকের শুধু সূত্র)।
  • সংখ্যা ও গড়। এক-দুটি

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

  • ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা: চূড়ান্ত সাজেশন পর্ব - ২ জানতে - এখানে ক্লিক করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কর্মী নেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড, আবেদন শেষ আজই

চাকরি ডেস্ক 
কর্মী নেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড, আবেদন শেষ আজই

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৩ ক্যাটাগরির পদে চুক্তিভিত্তিক অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে। ২৬ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৮ অক্টোবর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবদেন করতে পারবেন।

পদের নাম: সুপারভাইজার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান পরীক্ষায় পাস। মোবাইল অপারেটর কল সেন্টারে সুপারভাইজার ক্যাটাগরির কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।

বয়সসীমা: ৩৫ বছর।

পারিশ্রমিক: ঘণ্টাপ্রতি ১৫০ টাকা। (সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টার অধিক নয়)।

পদের নাম: আইটি এক্সিকিউটিভ।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস। কম্পিউটার ট্রাবল-শুটিং এবং নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও মেরামতসংশ্লিষ্ট ক্যাটাগরির কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

পারিশ্রমিক: ঘণ্টাপ্রতি ১২৫ টাকা। (সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টার অধিক নয়)।

পদের নাম: এজেন্ট।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস। মোবাইল অপারেটর কল সেন্টারে এজেন্ট হিসেবে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

পারিশ্রমিক: ঘণ্টাপ্রতি ৭০ টাকা। (সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টার অধিক নয়)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সহকারী জজ নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৫০

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের সহকারী জজ পদে অনুষ্ঠিত প্রাথমিক পরীক্ষার (প্রিলিমিনারি) ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২ নভেম্বর) রাতে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে নিয়োগ বিষয়ক আদেশ অনুসারে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ন্যূনতম যোগ্যতা ৫০% নম্বর হওয়ায় প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণকারীগণের মধ্যে ১ হাজার ৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ নম্বর পেয়েছেন।

একইসঙ্গে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ১৪৩তম সভার সিদ্ধান্তক্রমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য মর্মে এসব প্রার্থীরা বিবেচিত হয়েছেন। প্রাথমিক পরীক্ষার ফলাফলে কোনোরূপ ত্রুটি পরিলক্ষিত হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কমিশনের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর উল্লেখ রয়েছে।

গত ১ নভেম্বর সহকারী জজ পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে, গত ১৮ আগস্ট সহকারী জজ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এতে মোট ১০০টি শূন্য পদ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অভিজ্ঞতা ছাড়াই প্ৰাণ গ্রুপে চাকরি, নিয়োগ ২ জেলায়

চাকরি ডেস্ক 
অভিজ্ঞতা ছাড়াই প্ৰাণ গ্রুপে চাকরি, নিয়োগ ২ জেলায়

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির ইএইচএস বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, (ইএইচএস)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: ২২–৩০ বছর।

কর্মস্থল: হবিগঞ্জ ও নাটোর।

বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ম্যানেজার পদে কর্মী নেবে ব্র্যাক ব্যাংক, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 
ম্যানেজার পদে কর্মী নেবে ব্র্যাক ব্যাংক, কর্মস্থল ঢাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে এসএমই লিয়াবিলিটি অ্যান্ড ক্যাম ম্যানেজমেন্ট ডিভিশন বিভাগে শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩০ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, (এসএমই লিয়াবিলিটি অ্যান্ড ক্যাম ম্যানেজমেন্ট ডিভিশন)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ০৪ থেকে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: সর্বনিম্ন ২৫ বছর। উল্লেখ করা হয়নি।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত