Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -৩৩

গাজী মিজানুর রহমান
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১২: ২১
Thumbnail image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকায় সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ সাধারণ জ্ঞান বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১. বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?

ক) শামীম কবির

খ) জাকারিয়া পিন্টু

গ) নাঈমুর রহমান দুর্জয়

ঘ) আমিনুল ইসলাম বুলবুল

২. বাংলাদেশ প্রথম কবে বিশ্ব অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে?

ক) ১৮৯২ সালে

খ) ১৯৮২ সালে

গ) ১৯৮৪ সালে

ঘ) ১৯৮৮ সালে

৩. ‘মা ও মণি’ হলো—

ক) একটি উপন্যাসের নাম

খ) একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম

গ) একটি প্রসাধনী শিল্পের নাম

ঘ) মা ও মেয়ের গল্প কাহিনি

৪. ‘অন্ধকূপ হত্যা’ কাহিনি কার তৈরি?

ক) হলওয়েল

খ) মীর জাফর

গ) ক্লাইভ

ঘ) কর্নওয়ালিশ

৫. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক) খাজা নাজিম উদ্দিন

খ) নুরুল আমিন

গ) লিয়াকত আলী খান

ঘ) মুহাম্মদ আলী জিন্নাহ

৬. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

ক) মেজর জিয়াউর রহমান

খ) কর্নেল সফিউল্লাহ

গ) নুরুদ্দিন খান

ঘ) এমএজি ওসমানী

৭. ‘ড্রামহেড’ হচ্ছে উন্নতজাতের—

ক) সিম খ) বাঁধাকপি

গ) গাভি ঘ) মুরগি

৮. ‘কোর্ট অব রেকর্ড’ বলা হয় কোন আদালতকে?

ক) ম্যাজিস্ট্রেট কোর্ট

খ) জজ কোর্ট

গ) সুপ্রিম কোর্ট

ঘ) হাইকোর্ট

৯. বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক) দিনাজপুর খ) গোপালপুর

গ) পাকশী ঘ) ঈশ্বরদী

১০. সমুদ্র উপকূলের তটরেখা থেকে বাংলাদেশের মহিসোপানের দৈর্ঘ্য কত নটিক্যাল মাইল?

ক) ৩৫০ খ) ২০০

গ) ১২ ঘ) ৪০০

১১. বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশ কতটি?

ক) ৪টি খ) ৫টি

গ) ৭টি ঘ) ৬টি

১২. বাংলাদেশের সর্বপ্রাচীন নগর কোনটি?

ক) হরিকেল খ) সমতট

গ) পুণ্ড্রবর্ধন ঘ) রাজমহল

১৩. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

ক) হাতিয়া খ) সুন্দরবন

গ) ছেঁড়াদ্বীপ ঘ) সেন্ট মার্টিন

১৪. বাঙালি জাতির প্রধান অংশ কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

ক) দ্রাবিড় খ) ব্রাহ্মী

গ) মৌর্য ঘ) অস্ট্রিক

১৫. বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কী ছিল?

ক) বাংলা খ) আর্য

গ) অস্ট্রিক ঘ) মুন্ডা

১৬. কখন থেকে বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয়?

ক) মৌর্য যুগে খ) সেন যুগে

গ) পাল যুগে ঘ) গুপ্তযুগে

১৭. কাকে দিয়ে বাংলার স্বাধীনতা সূচিত হয়?

ক) শামসুদ্দিন ইলিয়াস শাহ

খ) ফখরুদ্দীন মোবারক শাহ

গ) আলাউদ্দিন হোসেন শাহ

ঘ) গিয়াসউদ্দিন আজম শাহ

১৮. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে?

ক) ধর্মপাল

খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

গ) শশাঙ্ক ঘ) হর্ষবর্ধন

১৯. ‘মাৎস্যন্যায়’ কোন শাসনামলে দেখা গিয়েছিল?

ক) পাল তাম্র শাসন আমলে

খ) তুর্কি শাসন আমলে

গ) সেন শাসন আমলে

ঘ) আর্য শাসন আমলে

২০. কে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’-এর প্রচল করেন?

ক) লর্ড ক্যানিং

খ) লর্ড কর্নওয়ালিশ

গ) লর্ড রিপন

ঘ) লর্ড ওয়ারেন হেস্টিংস

উত্তরমালা-৩৩: ১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. খ।

 শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত