Ajker Patrika

নমুনা ভাইভা: রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না কেন?

এম এম মুজাহিদ উদ্দীন
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ১৬
নমুনা ভাইভা: রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না কেন?

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং লেদার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন শুভ রায় সুমন। তিনি ৪৩তম বিসিএসে প্রশাসন এবং ৪১তম বিসিএসে তথ্য (জেনারেল) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ৪৩তম বিসিএসের ভাইভার অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন

কলবেল বাজার পর ধীরে ধীরে দরজা খুলে অনুমতি নিলাম।

আমি: স্যার, আসতে পারি?

চেয়ারম্যান স্যার: হ্যাঁ, আসেন।

আমি: (সবার উদ্দেশে নমস্কার দিলাম। তারপর স্যার বসতে বললেন)।

চেয়ারম্যান স্যার: আপনি শুভ রায় সুমন?

আমি: জি স্যার।

চেয়ারম্যান স্যার: আপনি দেখছি ৪১তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। অভিনন্দন আপনাকে।

আমি: ধন্যবাদ স্যার।

চেয়ারম্যান স্যার: আচ্ছা, আপনি তো একটা ভালো ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাহলে আবার ভাইভা দিতে আসছেন কেন?

আমি: স্যার, আমি তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এ জন্য স্রষ্টার কাছে কৃতজ্ঞ। তথ্য ক্যাডার নিঃসন্দেহে একটা চমৎকার ক্যাডার। তবে স্যার, আমি স্বপ্নের পেছনে ছুটছি। আর আমার স্বপ্ন প্রশাসন ক্যাডার। যতক্ষণ না স্বপ্ন পূরণ হবে, ততক্ষণ চেষ্টা করে যাব। আর এ জন্য পুনরায় ভাইভা দিতে আসা।

চেয়ারম্যান স্যার: প্রশাসনে কেন আসতে চান?

আমি: স্যার, স্কুলে থাকতে বিভিন্ন অনুষ্ঠানে দেখতাম, ইউএনও স্যার প্রধান অতিথি থাকতেন। তা ছাড়া উপজেলায় প্রায় সব অনুষ্ঠানে ইউএনও স্যার মধ্যমণি হিসেবে থাকতেন। আমি দূর থেকে দাঁড়িয়ে উনাকে দেখতাম আর ভাবতাম, যদি কখনো উনার অবস্থানে যেতে পারি। এটাই আমার মূল প্রেরণা স্যার।

চেয়ারম্যান স্যার: উপজেলায় ইউএনওর কাজ কী?

আমি: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা, আইনশৃঙ্খলাসংক্রান্ত, পাবলিক পরীক্ষা ও নির্বাচনসংক্রান্ত কার্যাবলি। এ ছাড়া উপজেলার সার্বিক উন্নয়নে উপজেলা চেয়ারম্যানকে সহযোগিতা করা।

চেয়ারম্যান স্যার: আচ্ছা, আপনি তো লেদারে পড়াশোনা করেছেন। ওই সেক্টরে যাচ্ছেন না কেন?

আমি: স্যার, লেদার বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ সেক্টর। কিন্তু ওখানে জব সিকিউরিটি কম। এটাই না যাওয়ার মূল কারণ।

[তারপর চেয়ারম্যান স্যার এক্সটার্নাল-১ স্যারকে প্রশ্ন করতে বললেন]।

এক্সটার্নাল-১: কিছুদিন আগে ভারত চন্দ্রযান-২ অভিযান সম্পন্ন করেছে। কত তারিখে সেটা?

আমি: দুঃখিত স্যার। তারিখটা এই মুহূর্তে মনে নেই।

এক্সটার্নাল-১: এর আগে কোন কোন দেশ চন্দ্রাভিযান সম্পন্ন করেছে?

আমি: স্যার যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।

এক্সটার্নাল-১: ভারতের এই চন্দ্রাভিযানের বিশেষত্ব কী?

আমি: স্যার, ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে।

এক্সটার্নাল-১: দক্ষিণ মেরুতে অবতরণের কারণ কী?

আমি: স্যার, চাঁদের দক্ষিণ মেরুতে অক্সিজেন ও জ্বালানির উৎস রয়েছে, যেটা ভবিষ্যতে কাজে লাগানো যেতে পারে।

এক্সটার্নাল-১: চন্দ্রযান-২ বহনকারী ল্যান্ডারের নাম কী?

আমি: দুঃখিত স্যার। (সঠিক উত্তর: বিক্রম)

[এরপর পুনরায় চেয়ারম্যান স্যার প্রশ্ন করা শুরু করলেন]।

চেয়ারম্যান স্যার: আচ্ছা, অবসর সময়ে আপনি কী করেন?

আমি: স্যার, ইউনিভার্সিটিতে থাকতে বই পড়তাম। তা ছাড়া অনলাইনে বই বিক্রিও করতাম।

চেয়ারম্যান স্যার: বই বিক্রি করতেন বলতে?

আমি: স্যার, যারা ঢাকার বাইরে থাকে, তাদের চাহিদা মোতাবেক বই সরবরাহ করতাম। এ জন্য ফেসবুকে বই দাও নামে একটা পেজ ও গ্রুপ ছিল আমার। পাঠকেরা সেখান থেকে বই অর্ডার করত আর আমি কুরিয়ারে বই পাঠিয়ে দিতাম।

চেয়ারম্যান স্যার: কেমন লাভ হতো আপনার?

আমি: স্যার, আসলে লাভের জন্য কাজটা করতাম না। ভালো লাগার জন্য করতাম।

চেয়ারম্যান স্যার: গুড। তো এখন বই পড়েন না?

আমি: স্যার, এখন ব্যাংকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করি। তাই আগের মতো সময় হয়ে ওঠে না।

চেয়ারম্যান স্যার: সর্বশেষ কোন বইটা পড়েছেন?

আমি: সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান।

চেয়ারম্যান স্যার: উনার আরও কিছু বইয়ের নাম বলুন।

আমি: খেলারাম খেলে যা, নীল দংশন, পায়ের আওয়াজ পাওয়া যায়।

চেয়ারম্যান স্যার: উনি বাংলা সাহিত্যে কী নামে পরিচিত?

আমি: স্যার, উনি সব্যসাচী লেখক হিসেবে পরিচিত।

এক্সটার্নাল-২: বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান কেমন?

আমি: স্যার, আমাদের রাজধানী ঢাকা বায়ুদূষণে শীর্ষে।

এক্সটার্নাল-২: দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অবস্থান কেমন?

আমি: স্যার, ভারতের মুম্বাই, পাকিস্তানের করাচির অবস্থা আমাদের চেয়ে তুলনামূলক ভালো। তবে নেপাল সবচেয়ে ভালো অবস্থানে।

এক্সটার্নাল-২: আচ্ছা, বায়ুদূষণ পরিমাপক সূচকের নাম বলতে পারবেন?

আমি: জি স্যার। Air Quality Index সংক্ষেপে AQI।

এক্সটার্নাল-১: রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না কেন? আপনার মতামত কী?

আমি: স্যার, আমার মনে হয় ভারত ও চীনের অসহযোগিতাপূর্ণ আচরণ রোহিঙ্গা সমস্যার সমাধানে একটা বড় বাধা।

এক্সটার্নাল-১: ভারত ও চীন তো বৈরী রাষ্ট্র। এই অবস্থায় দুই দেশকে নিয়ে কীভাবে আগানো যায়?

আমি: স্যার, আমাদের উন্নয়ন ও নিরাপত্তার জন্য দুই দেশকেই প্রয়োজন। তা ছাড়া জাতির পিতার দর্শনও ছিল সকলের সাথে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়। এ ক্ষেত্রে আমার মনে হয় Balance Diplomacy প্রয়োগ করা যেতে পারে।

চেয়ারম্যান স্যার: আপনি তো সিলেটের। সিলেট কেন বিখ্যাত?

আমি: স্যার, সিলেট মূলত পর্যটন ও চায়ের জন্য বিখ্যাত।

চেয়ারম্যান স্যার: সবচেয়ে বেশি চা হয় কোথায়?

আমি: স্যার, মৌলভীবাজারে।

চেয়ারম্যান স্যার: প্রথম চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত?

আমি: সরি স্যার। জানা নেই। (সঠিক উত্তর: চট্টগ্রাম)

চেয়ারম্যান স্যার: ঠিক আছে, আপনি আসেন।

আমি: দাঁড়িয়ে পুনরায় নমস্কার দিয়ে ধীর পদক্ষেপে প্রস্থান করলাম।

আরও কিছু প্রশ্ন ছিল। সব মনে নেই।

ভাইভা বোর্ডে ২০-২৫ মিনিট ছিলাম। বোর্ড অনেক ফ্রেন্ডলি ছিল। পুরো ভাইভায় আমাকে বাংলায় প্রশ্ন করা হয়েছিল।

প্রতিটি প্রশ্নের পরে কয়েক সেকেন্ড সময় নিয়েছিলাম উত্তর বলার জন্য। তবে অজানা প্রশ্নের ক্ষেত্রে কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে সরি বলে দিয়েছিলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঢামেকের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ১২৯৭৩

চাকরি ডেস্ক 
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৫: ১৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে।

বুধবার (২২ অক্টোবর) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে মোট ১২ হাজার ৯৭৩ জন প্রার্থী অংশ নেবেন।

পদগুলো হলো—কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার এবং ইলেকট্রিশিয়ান।

এসব পদের পরীক্ষা ৩১ অক্টোবর বেলা ৩টায় ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এরপর ৭ নভেম্বর সকাল ১০টায় একই কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট, ওয়ার্ড মাস্টার, ক্যাশিয়ার, টেলিফোন অপারেটর, পরিসংখ্যানবিদ, স্টোরকিপার, লিনেন কিপার, কার্পেন্টার, টেইলর এবং অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রাজস্ব খাতভুক্ত ২ ধরনের পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব (প্রশাসন) শোভা শাহনাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে উল্লেখযোগ্য কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিদ্যমান সব বিধিবিধান অনুসরণ এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চূড়ান্তভাবে সুপারিশ করা প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে এবং তাঁদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে পাঠানো হবে। নিয়োগপত্র জারি এবং যোগদান-সংক্রান্ত তথ্যাদি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রজেক্টের আওতাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাব-প্রজেক্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (প্রজেক্ট মেয়াদকালীন) ৪টি শূন্য পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদ: হিসাবরক্ষক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: অফিস ম্যানেজার, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: ডেটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটর, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: অফিস সহায়ক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ২০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র ‘সাব-প্রজেক্ট ম্যানেজার, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) ও অধ্যাপক, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ড. অলোকেশ কুমার ঘোষ’ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি, বেতন নবম গ্রেডে

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১টি শূন্য পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৯ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পদের নাম: সহকারী প্রোগ্রামার।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।

বয়সসীমা: ৩২ বছর।

আবেদন ফি: ২২৩ টাকা।

বেতন: ২২,০০০–৫৩, ০৬০ টাকা (গ্রেড-৯)।

আবেদন পদ্ধতি: আগ্রহী যোগ্য প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত