Ajker Patrika

বিসিএস প্রস্তুতি: মৌখিক পরীক্ষায় ভালো করার কৌশল

Thumbnail image

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে ৮ মে থেকে। পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য নিজের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএসে ট্যাক্স ও ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডার পাওয়া নাফিস সাদিক

মৌখিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বই: বিসিএস ভাইভা গাইড (কনফিডেন্স), ক্র্যাক বিসিএস ভাইভা (Crack BCS Viva), ড. জামিল’স প্রশাসন ভাইভা গাইড, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ—কনফিডেন্স, সাধারণ সংবিধান—কনফিডেন্স, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন, শেখ মুজিব আমার পিতা এবং নিজের পড়া বিষয়ের ওপর লিখিত কোনো ভালো বই। 

মৌখিক পরীক্ষার জন্য করণীয়

  • ক্যাডার নির্বাচন নিয়ে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এ ক্ষেত্রে প্রথম পছন্দ নিয়ে খুঁটিনাটি জানতে হবে। পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় পছন্দ নিয়েও ভালো ধারণা রাখতে হবে।
  • নিজ জেলার বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা থাকা খুব গুরুত্বপূর্ণ। তাই জেলার ইতিহাস, নামকরণ, গুরুত্বপূর্ণ শিল্প, ভৌগোলিক অবস্থান, গুরুত্বপূর্ণ স্থাপনা, নিদর্শন, বিখ্যাত ব্যক্তি, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। এ ক্ষেত্রে নিজের জেলার ওয়েবসাইট ভিজিট করে তথ্যগুলো সব সহজেই সংগ্রহ করা সম্ভব।
  • নিজের ডিগ্রি অর্জন করা বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখবেন। পাশাপাশি বিভাগীয় জ্ঞান কীভাবে সিভিল সার্ভিসে কাজে লাগাবেন, তা নিয়ে একটি সুন্দর উত্তর তৈরি করে নিন।
  • কিছু কমন প্রশ্ন আছে, ইংরেজি ও বাংলায় এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে রাখুন:
    �     Introduce yourself.
    �      Why do you want to join civil service? 
    �      How Would you add value to the existing organogram?
    �      What are the problems in bureaucracy?
    �      What are the problems a fresh civil servent can face in local government? 
    �      How would you handle those problems? 
  • নিজের নাম, নামের অর্থ ও একই নামের বিখ্যাত ব্যক্তিদের নিয়ে সুস্পষ্ট ধারণা রাখা জরুরি।
  • মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সংবিধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ আইন নিয়ে স্পষ্ট ধারণা রাখা উচিত, যা পরিস্থিতিগত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সহায়ক। পরিস্থিতিগত প্রশ্নের উদাহরণ: ‘আপনি একটি উপজেলার ইউএনও, সেখানে হঠাৎ দাঙ্গা শুরু হলে আপনি কী করবেন?’
  • জাতীয় ও আন্তর্জাতিক সব আলোচ্য বিষয়ে ধারণা রাখুন। পত্রিকা পড়ার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সব আলোচ্য বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে। এ জন্য নিয়মিত পত্রিকা পড়ুন এবং পড়ার সময় সম্পাদকীয়, বাণিজ্য ও আন্তর্জাতিক কলামগুলোর প্রতি গুরুত্ব দিন।
  • মুক্তিযুদ্ধবিষয়ক একটি গান ও কবিতা, দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুবিষয়ক একটি গান ও কবিতা, জাতীয় সংগীত (বাংলা ও ইংরেজিতে) দেখে যাবেন।
    নিজের শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক হল ও বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ব্যক্তিদের নিয়ে একটি সামগ্রিক ধারণা রাখুন।
  • মৌখিক পরীক্ষার সময় জড়তা কাটাতে অনুশীলন করুন।

ভাইভা বোর্ডে করণীয়

  • ভাইভার জন্য উপযোগী পোশাক পরুন। এ ক্ষেত্রে পোশাকের সঙ্গে ব্যবহার করা টাই, বেল্ট, জুতা বা ঘড়ির মতো অন্যান্য জিনিস মানানসই হওয়া জরুরি।
  • ভাইভা বোর্ডে অত্যন্ত নমনীয় ও ভদ্র থাকতে হবে। কক্ষে প্রবেশের পর উপস্থিত সবাইকে লক্ষ্য করে সালাম দিয়ে অপেক্ষা করতে হবে। বসতে বলার পর নির্ধারিত আসনে বসবেন।
  • কথা বলার সময় আঞ্চলিকতার বদলে প্রমিত বাংলায় কথা বলা ভালো। ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে ও বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিন।
  • আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের উত্তর দিতে হবে। কোনোভাবেই তর্ক করা যাবে না। আপনার যদি মনে হয়, কোনো উত্তর সঠিক হওয়া সত্ত্বেও গ্রহণ করা হচ্ছে না; সে ক্ষেত্রে ‘Sir, I beg to differ. But as per my knowledge this is the right answer. I might be wrong sir, but according to “any reference book” this is what I’ve read’—এই কথাগুলোর মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারেন।
  • মৌখিক পরীক্ষার সময় আই কন্ট্রাক্ট করা খুব জরুরি। তাই প্রশ্ন যিনিই করুন, বোর্ডে উপস্থিত সবার সঙ্গে আই কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন।
  • ভাইভা বোর্ডে কলম নিয়ে যাবেন, যেন কিছু লিখতে দেওয়া হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়।
    ভাইভা বোর্ডের প্রতিটি প্রশ্নের উত্তর ইতিবাচকভাবে দিতে হবে এবং পুরোটা সময় হাসিখুশি ও স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে।

অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত