Ajker Patrika

যেমন হবে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

শাহ বিলিয়া জুলফিকার
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৮: ২৭
যেমন হবে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

চলতি মাসেই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। প্রিলিমিনারি হচ্ছে মূলত বিসিএস পরীক্ষার প্রথম ধাপ। সেই প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ আসে। নিজের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের প্রিলিমিনারি তথা বিসিএস পরীক্ষায় ভালো করার পরামর্শ দিচ্ছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত মো. বেলায়েত হোসেন।

বিসিএস পরীক্ষার মান বণ্টন:

  • বাংলা ভাষা ও সাহিত্য:    ৩৫ নম্বর
  • ইংরেজি ভাষা ও সাহিত্য:    ৩৫ নম্বর
  • বাংলাদেশ বিষয়াবলি:    ৩০ নম্বর
  • আন্তর্জাতিক বিষয়াবলি:    ২০ নম্বর
  • ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা:    ১০ নম্বর
  • সাধারণ বিজ্ঞান:    ১৫ নম্বর
  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি:     ১৫ নম্বর
  • গাণিতিক যুক্তি:     ১৫ নম্বর
  • মানসিক দক্ষতা:     ১৫ নম্বর
  • নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন:     ১০ নম্বর
  • মোট:    ২০০ নম্বর

বিষয়ভিত্তিক পরামর্শ
বাংলা: গত বিসিএসের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায়, সাহিত্য অংশে গতানুগতিক প্রশ্ন কম হচ্ছে। তাই প্রস্তুতি নেওয়ার সময় কেবল সাহিত্যকর্ম পড়লেই হবে না। সাহিত্যকর্মের চরিত্র ও প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে। বাংলা সাহিত্যে প্রস্তুতির জন্য অগ্রদূত এবং সৌমিত্র শেখর স্যারের ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ বই দেখা যেতে পারে। ব্যাকরণের জন্য বিগত বছরের প্রশ্ন ভালোভাবে সমাধান করতে হবে। তা ছাড়া পুরোনো ভার্সনের নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ এবং ড. হায়াৎ মামুদের ভাষা শিক্ষা বই থেকে সিলেবাসের সঙ্গে মিলিয়ে পড়া ভালো।

ইংরেজি: ইংরেজি গ্রামারের জন্য বিগত প্রশ্ন ব্যাখ্যাসহ বিশ্লেষণ করে পড়তে হবে। গ্রামার ও ভোকাবুলারি অংশের অনুশীলনের জন্য মাস্টার বই অনুসরণ করা যেতে পারে। ইংরেজি সাহিত্যের জন্য ‘A hand book on English literature’ বইটি সহায়ক, আর ভোকাবুলারির জন্য Saifur’s vocabulary এবং T.J. Fitikides-এর Common Mistake in English বই পড়া যেতে পারে।

গণিত: গণিতে ভালো নম্বর পেতে বিগত বছরের প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করতে হবে। খাইরুল’স বেসিক ম্যাথ থেকে অনুশীলন করা বেশ সহায়ক হতে পারে। পাশাপাশি সিলেবাস অনুযায়ী নবম-দশম শ্রেণির ‘সাধারণ গণিত ও উচ্চতর গণিত’ বইটি অনুসরণ করলেই হবে। 

মানসিক দক্ষতা: এই অংশের অনুশীলনের জন্য ‘IQ Doctor’ বইটি অনুসরণ করা যেতে পারে।

বাংলাদেশ বিষয়াবলি: এই অংশে বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে পড়তে হবে। মুক্তিযুদ্ধ, সংবিধান এবং বাংলাদেশের জাতীয় বিষয়াবলি সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। এই অংশে ভালো করার জন্য Basic view এবং সাম্প্রতিক অংশে ভালো করার জন্য Recent view বইটি গুরুত্বপূর্ণ। এ ছাড়া আব্দুল হাই স্যারের বাংলাদেশ স্টাডিজ বই অনুসরণ করা যেতে পারে। পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য নিয়মিত পত্রিকা পড়া ভালো। 

আন্তর্জাতিক বিষয়াবলি: জাতিসংঘ, পরিবেশ ইস্যু, সংস্থা, স্নায়ুযুদ্ধ, ভূরাজনীতি ও সাম্প্রতিক অংশ গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই অংশে ভালো করার জন্য Basic view অথবা mp3 বইটি অনুসরণ করা যেতে পারে। তা ছাড়া নিয়মিত পত্রিকা পড়া ও বিস্তারিত তথ্যের জন্য শাহ মো. আব্দুল হাই স্যারের ‘আন্তর্জাতিক সম্পর্ক সংগঠন ও পররাষ্ট্রনীতি’ বই অনুসরণের মধ্য দিয়ে বেশ ভালো নম্বর পাওয়া যেতে পারে।

মো. বেলায়েত হোসেন।নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: অনেকেই মনে করে যে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অংশে নম্বর তোলা যায় না। এটি ভুল ধারণা। শুধু বিগত প্রশ্ন পড়লেও এই অংশ থেকে তিন-চার নম্বর কমন পাওয়া যায়। এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য বিগত বছরের প্রশ্ন ভালোভাবে অনুশীলনের পাশাপাশি Basic view বইটি সহায়ক হতে পারে। 

ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা: এই অংশে ভালো করতে হলে নবম-দশম শ্রেণির ভূগোল বইয়ের পাশাপাশি mp3 বা Basic view বইটি পড়া যেতে পারে।
সাধারণ বিজ্ঞান: তরঙ্গ ও শব্দ, স্থির এবং চল তড়িৎ, ইলেকট্রনিকস, শক্তির উৎস এবং এর প্রয়োগ, খাদ্য ও পুষ্টি, রক্ত ও রক্ত সঞ্চালন, মা ও শিশুর স্বাস্থ্য, সংক্রামক রোগ এবং আধুনিক পদার্থবিজ্ঞান—এই বিষয়গুলো থেকে প্রতিবারই কোনো না কোনো প্রশ্ন আসছে, তাই গুরুত্ব দিয়ে পড়তে হবে। তা ছাড়া সিলেবাসের বিষয় অনুযায়ী নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান, রসায়ন ও পদার্থবিজ্ঞান বই থেকে নোট করে পড়া উচিত, পাশাপাশি সহায়ক বই হিসেবে mp3 ভালো। 

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: এই অংশে ভালো করার জন্য ‘Alal’s Computer Hour’ বইটি বেশ সহায়ক।

সাধারণ পরামর্শ

  • বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কনফিউজিং বা গোলমেলে প্রশ্নগুলো প্রার্থীদের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এই পার্থক্য দূর করতে বারবার রিভিশনের 
    বিকল্প নেই। কেউ যদি দিনে আট ঘণ্টা পড়ালেখা করেন, তবে সেই শিক্ষার্থীর অন্তত দুই ঘণ্টা রিভিশনের জন্য রাখা উচিত। 
  • প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার সময় যে বিষয়গুলো বিসিএস লিখিত অংশের সঙ্গে মিল আছে, সেই বিষয়গুলো নোট করে পড়া উচিত। এর মধ্য দিয়ে লিখিত প্রস্তুতি সহজ হয়ে ওঠে। 
  • নিজের দুর্বলতা মোকাবিলার জন্য কৌশল অবলম্বন করে প্রস্তুতি নেওয়া জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ঢামেকের নিয়োগ পরীক্ষর সূচি প্রকাশ, প্রার্থী ১২৯৭৩

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে।

বুধবার (২২ অক্টোবর) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সর্বমোট ১২ হাজার ৯৭৩ জন প্রার্থী অংশ নেবেন।

পদগুলো হলো: কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার এবং ইলেকট্রিশিয়ান।

এসব পদের পরীক্ষা ৩১ অক্টোবর বেলা ৩টায় ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এরপর ৭ নভেম্বর সকাল ১০টায় একই কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট, ওয়ার্ড মাস্টার, ক্যাশিয়ার, টেলিফোন অপারেটর, পরিসংখ্যানবিদ, স্টোরকিপার, লিনেন কিপার, কার্পেন্টার, টেইলর এবং অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রাজস্ব খাতভুক্ত ২ ধরনের পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব (প্রশাসন) শোভা শাহনাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে উল্লেখযোগ্য কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিদ্যমান সব বিধিবিধান অনুসরণ এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চূড়ান্তভাবে সুপারিশ করা প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে এবং তাঁদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে পাঠানো হবে। নিয়োগপত্র জারি এবং যোগদান-সংক্রান্ত তথ্যাদি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রজেক্টের আওতাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাব-প্রজেক্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (প্রজেক্ট মেয়াদকালীন) ৪টি শূন্য পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদ: হিসাবরক্ষক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: অফিস ম্যানেজার, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: ডেটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটর, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

পদ: অফিস সহায়ক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ২০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র ‘সাব-প্রজেক্ট ম্যানেজার, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) ও অধ্যাপক, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ড. অলোকেশ কুমার ঘোষ’ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি, বেতন নবম গ্রেডে

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১টি শূন্য পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৯ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পদের নাম: সহকারী প্রোগ্রামার।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।

বয়সসীমা: ৩২ বছর।

আবেদন ফি: ২২৩ টাকা।

বেতন: ২২,০০০–৫৩, ০৬০ টাকা (গ্রেড-৯)।

আবেদন পদ্ধতি: আগ্রহী যোগ্য প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত